কবি হওয়ার ইচ্ছে. . . . . . .
লিখেছেন লিখেছেন সুখের পায়রা ১২ মার্চ, ২০১৩, ১০:৪৯:১৮ রাত
"নেই মিল কবিতায়
নেই কোন ছন্দে,
লিখতে যে কবিতা
পড়ে যাই দ্বন্দে ।।
"গান লিখি গান গাই
নেই সুর ছন্দ,
লিখে যাই গেয়ে যাই
চোখ করে বন্ধ ।।
"আমি যদি হই কভূ
কবিদের গুরু,
আঁড়চোখে অনেকেই
তুলবে যে ভূরু ।।
"তার চেয়ে এই ভাল
হবো নাকো কবি,
লিখে যাব গেয়ে যাব
যায় যাক স'বি ।।
বিষয়: সাহিত্য
১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন