আখ চুরির গল্প
লিখেছেন লিখেছেন সুখের পায়রা ১৩ মার্চ, ২০১৩, ১২:৩৮:১৫ দুপুর
একবার এক আখ ক্ষেতে তিনজন ব্যাক্তি মিলে বুদ্ধি করে আখ চুরি করে খেলো । তাদের একজন মূচি ও দুইজন মুসলমান । এ ব্যাপারটা আখ ক্ষেতের মালিক জানতে পারলো তথ্য প্রমাণসহ । মালিক জানে একসংগে ওদের তিনজনকে বিচারের মুখোমুখী করতে পারবেনা । আর ওদের তিনজনের সাথে সে একা পেরেও উঠবেনা । সুতরাং ফন্দি বের করলো সে এবং প্রথমে তিনজনকে একত্রিত করলো । তারপর আখ খাওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনজনই আখ খাওয়ার কথা স্বীকার করলো । এখন তো শাস্তি দিতে হবে কাজেই তাদের মধ্যে যে মুচি তাকে প্রথমে টার্গেট করে বললো তোর এতো বড়ো সাহস মুচি হয়ে আমার আখ চুরি করিস. . . বলেই সে হাতের কাছের লাঠি দিয়ে সপাত্ সপাত্ মারতে লাগলো । মাইরের চোটে মুচি লোকটি দৌড়ে পালালো । মুচিকে মারতে দেখে মুসলমান দুইজন খুব খুশি হলো, তারা ভাবলো আমাদের মনেহয় কিছু বলবেনা । এরপর দ্বিতীয় জন কে টার্গেট করলো । বললো ব্যাটা তোর এতবড় সাহস অন্য গ্রাম থেকে এসে আখ চুরি করিস বলেই. . . . . সে প্রথমজনের মতো সপাত্ সপাত্ মারতে লাগলো । দ্বিতীয়জনও প্রথম জনের মতো যেদিকে পারে দৌড়ে পালালো । শেষের জন মুচকী হেসে ওখানেই দাড়িয়ে থাকলো এই মনে করে তাকে হয়তঃ কিছুই বলবেনা । এবার ৩য় জনের পালা । মালিক ৩য় জনকে উদ্দেশ্য করে বললো তুই আমার অনেক দিনের পুরোনো বন্ধু ও হুজুর মানুষ । হুজুর আর বন্ধু হয়েও তুই কিনা বন্ধুর এতবড় সর্বনাস করতে পারলি । তুই আমাকে বললেই তো তোর দাবী পূরন করতাম, চুরি করতে গেলি ক্যান ? বলেই তাকেও ইচ্ছেমতো মাইর দেওয়া শুরু করলো । একপর্যায়ে সেও দৌড়ে পালালো । এভাবে বুদ্ধি করে তিনজনকেই এক এক করে শাস্তি দিলো কোনরকম সমস্যা ছাড়াই ।
এবার পাঠক, খুঁজে দেখুন তো বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে গল্পের মিল কতটুকু ?
বিষয়: রাজনীতি
২১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন