আমেরিকা কি সাঈদীকে রক্ষা করতে পারলো? জামাত-শিবিরের শূভবুদ্ধির উদয় হোক

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১২ মার্চ, ২০১৩, ০৩:২৩:৪০ দুপুর

আমি গত কয়েক দিন আগে সাঈদীর জন্য জামাত-শিবিরের আমেরিকার কাছে পিটিশন দেওয়ার বিরুদ্ধে লিখে ছিলাম ।তখন তারা আমাকে তাদের ভাষা অনেক কথাই বলেছে।এমনকি ফেসবুক থেকে কেউ কেউ আমাকে লিখেছে উনারা আমাকে চিনে আমি ছাত্রলীগ করি।এই দরনের মিথ্যা প্রচার তাদের চিরজাত স্বভাব, তা আমি জানি।

বিচিত্রময় বাংলাদেশ!এ যেন কারো বাবার জমিদারি!আর ইসলাম কারো দলীয় উত্তারাধাকারি সম্পদ।

এদেশে আ.লীগের বিরুদ্ধে বললে হতে হয় রাজাকার জামাত।আর জামাত-শিবিরের বিরুদ্ধে বললে হতে হয় আ.লীগ।মনে হয় এ দেশটা আ.লীগের কাছে আর ইসলাম জামাত-শিবিরের কাছে ইজারা রাখা হয়েছে।

মূল প্রসঙ্গে আসি।আমার লেখা ছিল Click this link

আল্লাহ পাক বলেন-হে ঈমানদার গন!তোমরা কাফেরদের কে কখন বন্ধু ভাবিও না।

আর আমাদের জামাত শিবিরের ভাইরা তাদের কাছে সাঈদীর জন্য ফরিয়াদ চায়। কোন মুসলমান কি কাফের-মুশরিকদের কাছে এভাবে ডাক-ঢোল বাঝিয়ে এই জালিমের কাছে ফরিয়াদ করতে পারে?তাও আবার আল্লাহ-নবীর স্ব-ঘোষিত দুশমন বিশ্ব ঘাতক জালিম আমেরিকার কাছে। যে আমেরিকা লক্ষ কোটি মুসলমানের রক্ত নিয়ে হলিখেলে তাদের কাছে আরেকজন মুসলমানের জীবন রক্ষার ভিক্ষা চাওয়া ইহা যেন কোটি কোটি মুসলমানের রক্তের সাথে উপহাস ছাড়া আর কিছুই নয়।

এ যেন কাটাওয়ালা গাছ থেকে আঙ্গুর পাওয়ার আশা করা।



এখন ফলাফল কি হল ? ফলাফল যা হাল তা গত কালকের আমেরিকার রাস্ট্রদূত মজিনাই বলে দিয়েছে।এবার দেখুন-আর কোন জালিমের কাছে কান্না-কাটি করা যায়।

আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।

বিষয়: বিবিধ

১৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File