আমি Sorry ড. মাহবুব উল্লাহ।
লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:২৪:২৭ রাত
আপনার উপর নগ্ন হামলা হলো আমি কিংবা আমরা আপনার ইজ্জত সম্মান যথাযত হেফাজত করতে ব্যার্থ হয়েছি। আপনি এমন একজন শিক্ষক যার শিক্ষার মাঝে কোন পশু জন্ম নেওয়ার ভ্রণ নেই। আজ আপনার উপর হামলার মূল কারন শুধু একটাই। আজ আপনি একজন মানুষ। কিন্তু আপনি জানেনা আমার দেখা অসংখ্যা শিক্ষক রয়েছে যাদের পশু বলে থাকি। ঐসকল পশুদের শিক্ষা দেওয়ার খুব ইচ্ছা জাগতো। তা দিতে গিয়ে বারবার নিজের ভিবেকের কাছে হেরে গেছি, এই বলে এরা পশু হলেও আমার বা আমাদের শিক্ষক। কিন্তু কি জানেন? আমরা পারি নাই ঠিক, ওরা পারে এবং পেরেছে। তারা তাদের অবস্থান থেকে আপনাকে পথের কাটা হিসেবে ভেবেছে। তাই তারা আজ আপনার ইজ্জতের উপর পশুর ন্যায় থাবা বসিয়েছে। কিন্তু আমরা বা আমি আজ বিভেকের কাছে বন্দি হয়ে পড়ে আছি। তবে একটা যুদ্ধে পরিকল্পনা করছি!!!!!!!
ইতি আপনার অনুগত ছাত্র অবলা।
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন