তিন ব্লগারকে ধরায় সরকারকে ধন্যবাদ কিন্তু আরও যারা আছে তারা কি ধরাছোয়ার বাইরে থেকে যাবে?
লিখেছেন লিখেছেন আলমপুরের জুয়েল ০৩ এপ্রিল, ২০১৩, ১১:৪৬:২১ সকাল
কি মিথ্যাচার দেখছি চারদিকে!! বলা হল, থাবা বাবা এইসব ব্লগ লিখেনি। তাহলে কে লিখেছে?? আচ্ছা ধরলাম, সে লেখেনি। তাহলে ফেসবুকে তার নুরানী চাপা সম্পর্কিত লেখাগুলি মিথ্যা?? এখন অনেকে বলবে, তার ফেসবুক আইডি মিথ্যা। তাহলে সামহোয়ার ইন, আমার ব্লগ তার যে প্রোফাইল দেখিয়েছে সেখানে তো তার ফেসবুক আইডি এটাই দেখিয়েছে। তারপরও যারা বলবে এটা মিথ্যা, তারা আসলে বড় মিথ্যাচার করেছে। যেমন bdnews24. বহুদিন দেখলাম তাদের সাইটে তারা রাজীবের সাইটে তাকে নির্দোষ প্রমানে ব্যস্ত। এইভাবে মিথ্যাচার আমরা খুব কম মানুষই সেটা ধরতে পারছি কিন্তু বেশীরভাগ ই সেটা ধরতে পারছে না। এইভাবে মানুষ আসল সত্যটা জানতে পারছে না। এইবার দেখলাম আসিফ মহিউদ্দিন এর লুকোচুরি। বহুদিন ধরে তার সামহোয়ার ইন প্রোফাইলে আল্লাহ
রাসুলের নামে আজে বাজে কথা লেখা ছিল এবং সেটা সে প্রকাশ্যেই রেখেছিল। তার নামে কোর্ট থেকে রুল জারি করার পরেও সে প্রকাশ্যে বিরোধীতা করেছিল। কিন্তু তার নামে সেইভাবে কোন পদক্ষেপ নেয়া হয়নি। কিছুদিন আগে তার প্রোফাইলে গিয়ে দেখি সে সব
মুছে দিয়েছে। সে যদি নিজেকে এতই শক্তিশালী মনে করে তাহলে সে এটা কেন করতে গেল?? এখন দেখি সরকার থেকে উদ্যোগ নিয়ে তাদের ব্লগ বন্ধ করা হয়েছে । এই জন্য সরকার পদক্ষেপ নিয়েছে দেরীতে হলেও । কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাকে তাড়া করে ফিরছে তা হল, এটা সরকারের কাজ না ব্লগ কর্তৃপক্ষের কাজ??? তারা ব্লগ ব্যাবহারের নীতিমালায় লিখেছে, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না। এবং সেটা কেউ করলে দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আমাদের প্রানপ্রিয় রাসুল(সাঃ) কে আক্রমন করলে সেটা কি ব্যক্তিগত আক্রমন হয় না??? এই ব্যাপারে সরকারের ভাবার সময় এসেছে। এইসব ব্লগের বিরুদ্ধে সরকারের খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া উচিত। ইসলাম আমাদের শিখায়নি কাউকে আক্রমন করতে, সেটা যেভাবে হউক না কেন। কিন্তু এরা কি করছে?? নাস্তিকতার নাম নিয়ে সরাসরি ইসলাম কে আক্রমন? হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি জানিয়েছে তার সাথে আমি সম্পুর্ন একমত। দাবীগুলো হল
১. সংবিধানে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরান-সুন্নাহ্ বিরোধী সকল আইন বাতিল করতে হবে।
২. আল্লাহ্, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে।
৩. কথিত শাহবাগী আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয় নবী (সা.)-র শানে জঘন্য কুৎসা রটনাকারী কুলাঙ্গার ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সকল অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করতে হবে।
৪. ব্যক্তি ও বাক-স্বাধীনতার নামে সকল বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলনসহ সকল বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।
৫. ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।
৬. সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সকল অপ-তৎপরতা বন্ধ করতে হবে।
৭. মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরীতে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করতে হবে।
৮. জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করতে হবে।
৯. রেডিও, টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় দাড়ি-টুপি ও ইসলামী কৃষ্টি-কালচার নিয়ে হাসি-ঠাট্টা এবং নাটক-সিনেমায় খল ও নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস-পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করতে হবে।
১০. পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিস্টান মিশনারীদের ধর্মান্তকরণসহ সকল অপ-তৎপরতা বন্ধ করতে হবে।
১১. রাসুলপ্রেমিক প্রতিবাদী আলেম-ওলামা, মাদরাসা ছাত্র এবং তৌহিদী জনতার ওপর হামলা, দমন-পীড়ন, নির্বিচার গুলিবর্ষণ এবং গণহত্যা বন্ধ করতে হবে।
১২. সারা দেশের কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ এবং মসজিদের ইমাম-খতিবকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দানসহ তাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
১৩. অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল আলেম-ওলামা, মাদরাসা ছাত্র ও তৌহিদী জনতাকে মুক্তিদান, দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণসহ দুষ্কৃতকারীদেরকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে
http://iembracetruth.wordpress.com/
http://www.natunbarta.com/national/2013/04/02/19199/f016fde4e60c19fbdfd537ac491d8a3e
বিষয়: বিবিধ
১৫২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন