প্রথম আলোর লেটেস্ট দুইটা "ক্লাসিক প্র্যাঙ্ক"

লিখেছেন লিখেছেন আলমপুরের জুয়েল ০৪ এপ্রিল, ২০১৩, ১০:৩২:৩৪ সকাল

আসিফ মহিউদ্দীন গ্রেফতারের নিউজের হেডলাইন প্রথম আলো দিয়েছে এরকম-

‘সন্দেহের বশে’ আরও এক ব্লগার গ্রেপ্তার

আমার কথাঃ সন্দেহের বশে??? এইটা কোন ধরণের ফান???! আসিফ মহিউদ্দীন কি ধরণের লেখা লেখে সেটা কি প্রথম আলো জানে না??? পরিমল ইস্যু, পারসোনা ইস্যুতে প্রথম আলোর রিপোর্টগুলোতে কভারিং এর একটা জঘন্য সুর পাওয়া যাচ্ছিল । এই রিপোর্টেও তথ্য আড়াল করার চেষ্টা করা হয়েছে । দুঃখজনক ।

একদল মানুষ আছে যারা প্রথম আলোর রেফারেন্স ছাড়া কিছুই মানে না । তারা এই ধরণের নিউজে এক সুরে কমেন্ট করে যায় । এই লোক যে অনলাইনে কি মনি-মুক্তা ছড়াইছে তার প্রমাণ চাইতে থাকে । কিন্তু তারা এইটা খেয়াল করে না যে প্রথম আলোর কমেন্ট মডারেশনে ভিন্নমতের কমেন্ট আসা আশ্চর্য একটা প্রসংগ । ফলে সাধারণ পাঠকের মগজধোলাই চলতেই থাকে ।

View this link

এখন হেফাজতে ইসলামের লংমার্চের খরচাপাতি নিয়ে প্রথম আলোর চিন্তা প্রকাশ পায় এই হেডলাইনে-

এক হাজার বাস, সাড়ে ৩ কোটি টাকা ভাড়া!View this link

নেটে একজনের কমেন্ট দেখলাম এই তিন কোটির পইড়া দেখেন কেমন লাগে-

এইখানে প্রথম আলোর দেখানো তিন কোটি টাকা দেখে আঁতকে ওঠার কিছু নাই !

বিন্দু থেকেই সিন্ধু হয় !

কারণ এক হাজার বাস ! প্রতিটা বাসে আসন গড়ে ৪২ টি !

তাহলে এই হিসাবে এক হাজার বাসের যাত্রী সংখ্যাই তো প্রায় বিয়াল্লিশ হাজার !

ব্যাপার না ভাই ! বিয়াল্লিশ হাজার মানুষের ভাড়া হিসাব করে দেখেন ! জনপ্রতি ৪৩০ টাকা হলে এই রকমই হবে ! ঢাকা টু চট্টগ্রামের ভাড়া ৪৩০ টাকা প্রায় ! এইটা এক দুইশ মানুষ বা কয়েক হাজার মানুষের ভাড়া নয় ! বিয়াল্লিশ হাজার মানুষের বাস ভাড়া !

এইভাবে তিন কোটি টাকার শিরোনাম দেওয়ার মানে কী ?

৪৩০ x ৪২০০০ টাকা = ১৮০৬০০০০ টাকা !

আসা যাওয়া মিলে ১৮০৬০০০০ টাকা x 2 = ৩৬১২০০০০ টাকা !

তিন কোটি একষট্টি লক্ষ বিশ হাজার টাকা !

দেখলেন তো ভাইয়েরা কীভাবে বিন্দু থেকে সিন্ধু হয় !

এইটা বোঝার মতন জ্ঞান নাই জনতার সেইটাই কি ভাবে প্রথম আলো ?

প্রথম আলোর সেগুড়ে বালি !

অথচ প্রথম আলোর জাদুকরী রিপোর্টিং এ সাইটে ধুমায়ে কমেন্ট পড়া আরম্ভ হইল, এত টাকা কই থেকে আসল? জামাত দিছে অমুক দিছে ইত্যাদি ইত্যাদি । এই জাতীয় কমেন্টাররা প্রতিটা জায়গায় জামাতের ভূত দেখতে দেখতে জিনিসটারে তামাশার পর্যায়ে নিয়ে গিয়ে প্রকারান্তরে জামায়াতের আরো সুযোগ করে দিচ্ছেন । ত্বকী হত্যার ঘটনা ভুলে যাননাই নিশ্চয়ই । শোনা যাচ্ছে শামীম ওসমান নাকি তার নেত্রীর ধর্মপরায়ণতার ভূয়সী প্রশংসা করে লংমার্চে সমর্থন জানিয়েছেন । খেলার মনে হয় শেষ নাই আর

মূল লেখাঃ http://www.somewhereinblog.net/blog/JADEED/29810555

বিষয়: বিবিধ

১৪৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File