নতুন দিনের সন্ধানে
লিখেছেন লিখেছেন আলমপুরের জুয়েল ০৬ মার্চ, ২০১৩, ০৪:০০:৪৫ বিকাল
আচ্ছা এটা করলে কেমন হয়???
বাংলাদেশ হবে রাস্ট্রপতি শাসিত সরকার। যারা যারা দাড়াতে চায়, তারা দাঁড়াবে। গোটা বাংলাদেশে ভোট হবে। আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করব। তিনি প্রত্যেক এলাকার প্রতিনিধি নির্বাচিত করবেন। কোন দল থাকবে না। পরিচয় হবে একটাই, আমরা বাংলাদেশী। কারও কোন দলের প্রতি টান থাকবে না। দেশের প্রধান ইচ্ছামত সিদ্ধান্ত নিবে। তার সিদ্ধান্ত কে কেউ প্রভাবিত করতে পারবে না। আর যদি উল্টা পালটা করে তাহলে তো আমরা সহজেই গণভোটের মাধ্যমে তাকে সরিয়ে দিতে পারছি তাই টেনশানের কিছু নাই । তার কাজই হবে দেশের উন্নতি করা। তাহলে থাকবে না কোন মারামারি, কাটাকাটি, হরতাল। এবং দেশের জিডিপি তরতর করে উপরে উঠবে। এই দেশ সব রেকর্ড ভংগ করে উন্নত বিশ্বে পরিণত হবে।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন