বাংলাদেশে যারা মিডিয়া চালায় তারা কে?

লিখেছেন লিখেছেন আলমপুরের জুয়েল ০৮ এপ্রিল, ২০১৩, ০৯:২৯:৪৭ রাত

আজ দেশে অনেক চ্যানেল, অনেক পেপার, অনেক পত্রিকা। বাংলা চ্যানেলে ভরে গেছে দেশটা। টক শো এর ছড়াছড়ি।

এই সব মিডিয়া যারা চালায়, তারা আসলে কি??? মুনাফিকের চিহ্ন তিনটি। তার মধ্যে একটা হল তারা যখন কথা বলে মিথ্যা বলে।

আমরা মিডিয়াতে আজ মিথ্যার বেসাতি দেখতে পাই। আর যেগুলা মিথ্যা না সেগুলা তে মিথ্যার দিকে হেলানো অবস্থায় দেখতে পাই।

তার মধ্যে মাত্র গুটিকয়েক সত্য বলে। তাও আল্লাহর কাছে সন্তুষ্টি যে, কিছু সত্যবাদী আছে। আজ অধিকাংশ পত্রিকায় দেখা যায়

মিথ্যা আর মিথ্যা। আচ্ছা পত্রিকাতে তে লিখলে মিথ্যা কি সত্য হয়ে যায়??? আর যারা মিথ্যা ছাপে তাদের কি কোন পাপ হয়না??

হাদীসে এরকম আছে যে, কারও কারনে কেউ যদি কোন পাপ কাজ করে তাহলে তার যা পাপ সেটা এবং যার কারণে করেছে সে ব্যক্তি

দুইটার সমষ্টি করে যা হয় সেই পাপের ভাগীদার হবে। এই পত্রিকাতে একটা মিথ্যা খবর ছাপানোর কারনে কি ফলাফল হয় সেটা যদি

তারা চিন্তা করত!!! অথচ তারা নিজেকে মুসলিম বলে দাবী করে। যদি তারা মুসলিম হত তাহলে কি তারা এমন কাজ করতে পারত??

এইসব বায়াসড মিডিয়ার কাছে আমরা কি আশা করতে পারি!!! সবচেয়ে দুঃখজনক হল, আমরা এইসব বায়াসড মিডিয়া কে ধরতে

পারছি না। এটা আমাদের শিক্ষার অভাবের কারণে। আমরা ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারিনি। তাই আমাদের চোখ থাকতেও

আমরা অন্ধ হয়ে আছি। আজ আল্লাহর আইন প্রতিষ্ঠা কে আমাদের কাছে মধ্যযুগীয় বলে মনে হয়। অথচ আমরা নিজেকে মুসলিম বলে দাবী

করি। এইরকম পরস্পর বিরোধী কথা বলার মানে কি?? ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে এই মুনাফিকরাই। কাফিরদের কে সহজে চিনে

তাদের কাছ থেকে দূরে থাকা যায় কিন্তু মুনাফিকদের চেনা কঠিন। তারা এখনি বলবে আমরা মুসলিম। আমরা আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু

যখন বলবেন, তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন। তখন বলবে, সেটা কি সম্ভব? আর আমরা অন্ধের মত তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি।

আমাদের চোখের সামনে মূলা ঝুলানো হয়েছে। ধৈর্য ধরতে বলেছে, আমাদের খাওয়াবে। আর আমরা তা খাওয়ার আশায় বসে আছি।

তাই আমি বলব, এদেশে ইসলাম শিক্ষা কে বাধ্যতা মুলক করা হঊক। যাতে আমাকে কেউ যদি ইসলামের বিপক্ষে বলতে আসে তাহলে

আমি যেন বলতে পারি, তুমি ভুল বলতেছ। এই হল ইসলাম। আর কোন পত্রিকা যদি মিথ্যাচার করে, তাহলে আমি প্রতিবাদ করতে পারি।

আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জ্ঞানে নিজেকে আলোকিত করার সুযোগ দান করুন। আমীন।

বিষয়: বিবিধ

১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File