মিথ্যাচারের ও একটা সীমা থাকা উচিৎ(১)

লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৮ এপ্রিল, ২০১৩, ০৯:৩৮:১৬ রাত



কিছুদিন আগে রাজশাহীতে ছাত্রশিবিরের সাথে সংঘর্ষের সময় এক পুলিশ কর্মকর্তার হাতের কব্জি উড়ে যায় ।এ প্রসঙ্গে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি বলেন, “ছাত্র শিবিরের ছোড়া ককটেলটি দু হাতে ফেরাতে গিয়ে এস আই মকবুল হোসেনের দু হাতের কব্জি ক্ষত বিক্ষত হয় ”।

প্রিয় পাঠক লক্ষ করুন, ওসির কি ভয়ংকর মিথ্যাচার !! কোন পশুকে ঢিল মারলেও পশু নিরাপদ দুরত্বে সরে যায় । আর ককটেল ধরতে গেছে পুলিশ ? ককটেল কি খেলার বল যে ক্যাচ ধরে ফেরানো যায় ? আমরা সীমাহীন এক মিথ্যার জগতে বসবাস করছি।কিন্তু বাস্তবতা হচ্ছে পুলিশের দু হাত উড়ে যাওয়াটাই প্রমান করে সাউন্ড গ্রেনেড টি পুলিশই নিক্ষেপ করেছে । অন্য কেউ নিক্ষেপ করলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতো, কিন্তু সেটা হয়নি। তাহলে বুঝতে হবে গ্রেনেডটি আঘাত প্রাপ্ত ব্যক্তির নিজ হাত থেকেই বিস্ফোরিত হয়ছে । মিথ্যাচারের ও একটা সীমা থাকা উচিৎ ।

বিষয়: রাজনীতি

১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File