আমারব্লগডটকম' নাকি সরকার বন্ধ করে দিয়েছে।
লিখেছেন লিখেছেন যোবায়ের মজুমদার ০৩ এপ্রিল, ২০১৩, ১১:৫৫:৩০ সকাল
মঙ্গলবার বিকাল থেকে অনলাইন জগতে তোলপড়া চলছে, নাস্তিক
ব্লগারদের লালনকারী হিসাবে পরিচিত 'আমারব্লগডটকম' নাকি সরকার বন্ধ করে দিয়েছে। বিকালে এক সংবাদ সম্মেলনে এমন দাবিও করেছেন কয়েকজন সিনিয়র ব্লগার। কিন্তু 'আমারব্লগডটকম' এ ভিজিট করে এ তথ্য নিয়ে যে কারো সন্দেহের
উদ্রেক হতে পারে। ব্লগটির হোম পেজে ঢুকতেই একটি নোটিশ চোখে পড়ে। তাতে লেখা আছে- "ব্লগারদের নিয়ে নোংরা খেলা শুরু হয়েছে। অন্যায়ভাবে ব্লগারদের
গ্রেফতার করা হচ্ছে। বাংলাদেশে কোনো কারণ ব্যাখ্যা না করে বন্ধ করে দেয়া হয়েছে আমারব্লগডটকম। সরকারের ভিতর ঘাপটি মেরে থাকা মৌলবাদী জঙ্গিদের
এই অপতৎপরতায় আমরা বাকরুদ্ধ। নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। ব্লগারদের নিঃশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত আমারব্লগ বন্ধ থাকবে। দরকার নাই ব্লগিংয়ের আর। দরকার নাই আমারব্লগ এর... বিদায়।" লক্ষ্য করলে দেখা যায়, এই
নোটিশে প্রথমে বলা হয়েছে, "বাংলাদেশে কোনো কারণ ব্যাখ্যা না করে বন্ধ করে দেয়া হয়েছে আমারব্লগডটকম।" প্রশ্ন হলো, কোনো ওয়েবসাইট বিটিআরসি থেকে বন্ধ করে দিলে তার ইউআরএল লোড হওয়ার কথা নয়। কিন্তু আমারব্লগ লোড হচ্ছে এবং এরপর উপরোক্ত নোটিশ পড়া যাচ্ছে। অন্যদিকে, নোটিশের শেষদিকে এসে বলা হয়েছ, "ব্লগারদের নিঃশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত আমারব্লগ বন্ধ থাকবে।" একথায় বুঝা যায় ব্লগটি বন্ধ রাখা না রাখা ব্লগের কর্তৃপক্ষের ইচ্ছার ওপর নির্ভর
করছে। ব্লগাররা মুক্তি পেলে ব্লগও খুলে দেয়া হবে! এছাড়াও আরেকটি প্রশ্ন আসে,
ব্লগটি যদি সরকার বন্ধ করে দেয় তাহলে সেখানে সরকারের কঠোর সমালোচনা করে একটি নোটিশ থাকে কিভাবে?! এ নিয়ে প্রশ্ন করলে নাম প্রকাশ না করার শর্তে এক ব্লগার বলেন, সম্ভবত সরকার ইসলাম বিদ্বেষী ব্লগ বন্ধে খুবই আন্তরিক,
একথা বুঝাতে নিজেরা বন্ধ করে দিয়ে সরকারকে ধর্মপ্রাণ মুসলমানদের রোষানল
থেকে বাচানোর জন্য এ কাজ করা হচ্ছে।
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন