ময়লা সমস্যায় চরম দুর্ভোগে ঢাকাবাসী

লিখেছেন লিখেছেন যোবায়ের মজুমদার ০১ এপ্রিল, ২০১৩, ১২:৫৮:০৮ দুপুর

রাজধানীতে দিন দিন বর্জ্য সমস্যা বেড়েই চলেছে। ময়লা আবর্জনা সয়লাবে চরমদুর্ভোগ নেমে এসেছে রাজধানীর জনজীবনে।



ময়লা আবর্জনা মাড়িয়ে চলাচল করতে হয় নগরবাসীকে।নেই পানি নিষ্কাসনের ভাল কোন ব্যাবস্হা তাই বৃষ্টি হলেই ড্রেনের পঁচা পানি রাস্তায় উঠে তার সাথে বর্জ্য মিশে একাকার হয়ে যায়। নগরবাসীর এই দুভোর্গের শেষ কোথায় তা বলতে পারছেনা কেউ ।

এই ভোগান্তি মাথায় নিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হয় নগর বাসীকে । ময়লা-আবর্জনা ও মৃত জীব-জন্তুরের কারণে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে।রাস্তা দিয়ে যাতায়াতের সময় দম বন্ধ করে যাতায়াত করতে হচ্ছে, যা খুবই কষ্টকর । সৃষ্টি হচ্ছে বিভিন্ন চর্মরোগ । এ থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ শিশুরা । যা নগরবাসীর বিভিন্ন রোগ সহ চরম সমস্যার সৃষ্টি করছে । কোথাও কোথাও ময়লার স্তূপ কয়েক ফুট উঁচু।মনে হচ্ছে এগুলা সরানোর কোন প্রয়োজনই মনে করছে না সিটি কর্পোরেশন ।

নগরবাসীর অভিযোগ, এসব সমস্যার কথা বারবার সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে । কিন্তু সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ন ভূমিকা নিচ্ছে বলে আমাদের মনে হয়না । আমরা আশা করব সিটি কর্পোরেশন অতি দ্রুত ঢাকার বিভিন্ন স্থান থেকে ময়লা পরিস্কার করে সুন্দর একটি শহর গড়ে তুলবে ।

যোবায়ের মজুমদার

লেখক ও সাংবাদিক

তথ্য ও গবেষনা সম্পাদক-ঊষার আলো ফাউন্ডেশন

সদস্য- ইয়ুথ এগেনেষ্ট হাঙ্গার

বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File