৩৪তম বিসিএসঃ ফল পুনর্মূল্যায়নের দাবিতে বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভ

লিখেছেন লিখেছেন নীল জোছনা ১০ জুলাই, ২০১৩, ১১:০৮:১৩ সকাল



সদ্য প্রকাশিত ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল বাতিল করে তা পুনর্মূল্যায়ন করার দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন কর্মসূচি পালন করে এ দাবি জানান। একই দাবিতে আজ সকাল ১০টায় আবারো পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিলিত হয়ে আরো বৃহৎ কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে। এ ছাড়া ঘোষিত ফলাফলের বিরুদ্ধে আদালতে রিট করা হতে পারে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। গত ৭ জুলাই বিকেলে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৩৩ জন পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। কিন্তু ওই দিন বিকেলে ফলাফল প্রকাশের পর থেকে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন চান্স না পাওয়া পরীক্ষার্থীরা। তারা জানিয়েছেন, এবারের পরীক্ষায় প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। কোটাধারী প্রায় ৫৮ শতাংশ পরীক্ষার্থী সাধারণ পরীক্ষার্থীদের তুলনায় কম স্কোর করলেও তাদের মেধা তালিকায় অনেক বেশি রাখা হয়েছে। সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে মাত্র সাড়ে চার হাজার শিক্ষার্থীকে মেধা তালিকায় রাখা হয়েছে বলে তারা দাবি করেন। প্রিলিমিনারি পরীক্ষায় ৮২ পেতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একজন পরীক্ষার্থী জানান, গত বছর যেখানে মাত্র ৬৫ থেকে ৬৭ পেয়ে প্রিলিমিনারি পরীক্ষায় চান্স পেয়েছেন। সেখানে এবার ৮০ পেয়েও চান্স পাচ্ছেন না। কোটাধারীরা সাধারণ শিক্ষার্থীদের তুলনায় অনেক কম স্কোর করলেও তাদের মেধা তালিকায় রাখা হয়েছে। এতে প্রকৃত মেধাবী সাধারণ পরীক্ষার্থীদের সাথে চরম অন্যায় করা হয়েছে। এ ফলাফল বাতিল করে তা পুনর্মূল্যায়নের দাবিতে গতকাল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক পরীক্ষার্থী বিক্ষোভ মিছিলসহ টিএসসির সামনে যান এবং সেখানে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড় অবরোধ করার জন্য রওনা হন। তবে পাবলিক লাইব্রেরির সামনে পুলিশি বাধায় তারা সেখানেই মানববন্ধন এবং পরে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার বহন করতে দেখা যায়। এসব ব্যানারে লেখা ছিল, ‘মেধাবীদের সাথে এ কী প্রহসন, পিএসসির তুঘলকি কাণ্ড বন্ধ করো’, ‘৩৪তম বিসিএস প্রিলিমিনারির প্রহসনমূলক রেজাল্ট মানি না, মানব না’, ‘পিএসসির তুঘলকি কাণ্ড বন্ধ কর করতে হবে’, ‘৩৪তম বিসিএসের ফলাফল বাতিল করো’ ইত্যাদি। শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনকালে তারা চার দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো- ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ঘোষিত ফলাফল বাতিল করে তা পুনর্মূল্যায়ন করা, ফলাফলের বিস্তারিত পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা, বিভিন্ন কোটা পর্যায়ক্রমে কমিয়ে আনা ইত্যাদি। এ দাবিতে আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিলিত হয়ে নতুন কর্মসূচি পালন করা হবে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন।

নয়া দিগন্ত

বিষয়: বিবিধ

১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File