***কোটা প্রথা, শিক্ষিত মেধাবী যুবশক্তির জন্য অভিশাপ***

লিখেছেন লিখেছেন সচেতন প্রহরী ১০ জুলাই, ২০১৩, ১১:২৪:০৭ সকাল

দাবি আমাদের একটাই মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে আমরা আর বৃহত পরিসরে কোটা প্রথা এ দেশে দেখতে চাইনা । মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীন করেছেন ,তাই উনাদের দেখাশুনার নিমিত্তে বড়জোড় বেশি হলে উনাদের ছেলে মেয়েরা বিশেষ বিবেচনায় চাকরি পেতে পারে, কিন্তু কোন বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শুরু করে শিক্ষাজীবন সমাপ্তির পরে চাকরি ক্ষেত্রেও মুক্তিযুদ্ধার নাতি পুতিদের জন্য কোটা বরাদ্দ হয় তা আজ সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষিত মেধাবী তরুণ জানতে চায় । বাংলাদেশে সরকারী চাকরি ক্ষেত্রে বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত পদ বাদ দিলে শতকরা মাত্র ৪৫ ভাগ পদ বাকি থাকে আমাদের মত কোন প্রকার কোটা বঞ্চিত ছাত্রদের জন্য । এই ৪৫ ভাগ পদেই চলে দেশের বেশিরভাগ মেধাবী ছাত্র/ছাত্রীদের তাদের মেধার পরীক্ষা দিয়ে চাকরি ছিনিয়ে নেবার এক দুঃষহ যুদ্ধ । যেই যুদ্ধে বারবার ব্যার্থ হয়ে অনেক মেধাবী মুখ জীবনের প্রতি অতিষ্ট হয়ে শুধু জীবিকা অর্জনের জন্য খুজে নিচ্ছে বিভিন্ন অন্যায় পন্থা । আবার কেউ কেউ চরম হতাশায় নিমজ্জিত হয়ে স্বেচ্ছায় নিজের প্রাণ বিসর্জন দিচ্ছেন । অপরদিকে বিভিন্ন কোটায় আবেদন করার সুবর্ন সুযোগ বেশিরভাগ মেধাবী ছাত্র/ছাত্রিদেরই হয়না বলে কোটার সুযোগ নিয়ে তুলনামুলক কম যোগ্যতাসম্পন্ন চাকরি প্রার্থিরা অতি সহজেই চাকরি পেয়ে যায় আর এর ফলে আমাদের প্রশাসন বিভাগে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থিরা সুযোগ পাওয়ায় প্রশাসন পরিচালনার কাঠামো হয়ে পড়ছে দিনকে দিন দুর্বল । তাই এ নিয়ে সৃষ্টি হচ্ছে নানাবিধ জটিলতা । তাই সরকারের কাছে আমাদের করজোড় নিবেদন দয়া করে কোটা প্রথা বিলুপ্তি করুন অথবা তা যদি সম্ভব না হয় তাহলে কোটার পরিধি কমিয়ে এনে মেধাবীদের সরকারী চাকরি ক্ষেত্রে ঢুকার সুযোগ দিন । দেশের মেধাবী শিক্ষিত যুব সমাজকে আজ এই কোটা প্রথা নামক এক অভিশাপ থেকে মুক্তি দিন ।

NB:- আমার অনেক বন্ধু যাদের কোটা আছে তারা হয়তো আমার কথায় দুঃখ পাবেন কিন্তু যেটা সত্য সেটা কি বলা উচিত নয় ? প্রশ্ন রইলো ।

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File