বাকস্বাধীনতা তুমি কার ? সত্য পথের যাত্রীদের নাকি চরম ধর্ম বিদ্বেষীদের ?

লিখেছেন লিখেছেন সচেতন প্রহরী ১৯ জুন, ২০১৩, ১২:২৬:৫৩ দুপুর

সাফিউর রাহমান ফারাবি ভাই আমার খুব প্রিয় একজন ব্লগার । থাবা বাবা নামক সেই কুখ্যাত ধর্মদ্রোহির বিরুদ্ধে যখন ফারাবি ভাইয়ের কিবোর্ড গর্জে উঠলো তখন তারা ফারাবি ভাই কে গ্রেফতার করলো । তখন বাকস্বাধীনতার ধ্বজাধারীরা খুব খুশি হয়েছিল । খুশির চোটে নাকি তাদের মধ্যে কেউ কেউ মিষ্টিও বিতরন করেছিল । কি দোষ করেছিল ফারাবি ভাই ? সত্য প্রকাশ করার জন্য যখন ফারাবি ভাইকে গ্রেফতার করা হলো তখন কোথায় ছিল এই সব তথাকথিত শুশীল মিডিয়া সমূহ? ব্লগ থেকে শুরু করে কোন মিডিয়াই তখন বাকস্বাধীনতার উপর এই নিকৃষ্ট হস্তক্ষেপের প্রতিবাদ জানায়নি , কেনো জানেন ? ফারাবি ভাই ছিল সত্য ও সুন্দরের পথে । কিন্তু আজ আমরা কি দেখছি ? আজ কিছু আত্নস্বীকৃত নাস্তিক যারা প্রকাশ্যে আল্লাহ ও রাসূল (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ (নাউজুবিল্লাহ) লেখা লেখেছে তাদের গ্রেফতার করার কারনে কিছু ব্লগ ও মিডিয়া বাকস্বাধীনতা গেলো গেলো বলে রব তুলে চারিদিক মাথায় তুলেছে । আজ এই মিডিয়া ও ব্লগ গুলোর মুখোশ খুলে গিয়েছে তারা প্রকাশ্যেই আজ তথাকথিত বাকস্বাধীনতার নামে নাস্তিক ধর্মবিদ্বেষি ব্লগারদের রক্ষায় মাঠে নেমেছে । আজ জনগনের বুঝতে বাকি নেই দেশের এই তথাকথিত কিছু সুশীল মিডিয়া ধর্মবিদ্বেষিদের ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানোতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহায়তা দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে । তাই আমি জোর দাবি জানাচ্ছি তথাকথিত বাকস্বাধীনতার নামে যে সকল মিডিয়া ও ব্যক্তি নাস্তিক ধর্মদ্রোহীদের রক্ষা করার মিশনে নেমেছে তাদেরও বিচারের আওতায় আনার জন্যে । জানি সরকার নাস্তিক ও ধর্মদ্রোহী ব্লগার ও তাদের সহায়তাকারী মিডিয়াগুলোর বিচার সহজে করতে চাইবেনা । কারন এই সরকারের ভিতরেই গূরুত্বপূর্ণ অনেক জায়গায় নাস্তিকরা ঘাপটি মেরে আছে । কিন্তু আমরা সকল ধর্মপ্রাণ তৌহিদি জনতা জাগলে সরকার অবশ্যই নাস্তিকদের যথাযোগ্য শাস্তি দিতে বাধ্য হবে । তাই আসুন অনলাইনে বা অফলাইনে , ঘরে কিংবা বাইরে , দেশে কিংবা বিদেশে যে যেখানে আছি এই ভয়ংকর ধর্মবেদ্বেষি নাস্তিক ব্লগারদেড় শাস্তি এবং কোরআন ও সুন্নাহের সাথে সাংঘর্ষিক সকল আইন বাতিলের দাবি জানিয়ে সবাই একত্রিত হই ও এর প্রতিবাদ জানাই এবং সরকারকে বাধ্য করি আমাদের ন্যায্য দাবি মানতে ।

NB: আমার এই লেখাটি সর্বপ্রথম সামহোয়ারইন ব্লগে প্রকাশিত ।

বিষয়: বিবিধ

১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File