কেউ বলেনি...
লিখেছেন লিখেছেন misbah monjur ১৯ জুন, ২০১৩, ১২:২১:১১ দুপুর
কেউ বলেনি ভালো থেক;
কেউ বলেনি সুখে।
জীবন নিয়ে চলা আমার;
থাকছি খুবই দুঃখে।
কেউ বলেনি কাঁদছ কেনো;
ভাবছ কেনো এতো?
অশ্রু থাকে চোখে আমার;
কাঁদছি আমি যতো।
কেউ বলে নি একলা কেনো;
ঘরে তুমি এসো।
রাত কাটানো বাহিরে আমার;
দিন কাটানো শত।
কেউ বলেনি কী হয়েছে
বলনা তুমি আমায়।
একলা পথিক আমি এবার
কে বা আমায় থামায়...
বিষয়: বিবিধ
১৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন