নষ্টামির চরম পর্যায়ে পাকিস্তান... বিয়ে করলেন পাকিস্তানী দুই সমকামী নারী
লিখেছেন লিখেছেন misbah monjur ২৮ মে, ২০১৩, ০৭:৫৮:৪৯ সন্ধ্যা
হুমকির মুখে ব্রিটেনে বিয়ে করলেন পাকিস্তানী দুই সমকামী নারী। তাদের নাম রেহেনা কাওসার (৩৪) ও সবিয়া কামার (২৯)।
পাকিস্তানের এই দুই প্রাক্তন ছাত্রী এখন যুক্তরাজ্য প্রবাসী। তাদের ধারণা, তারাই প্রথম মুসলিম নারী সমকামী যারা আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের ভেতর দিয়ে তাদের সম্পর্কের বৈধতা ঘোষণা করলেন। তারা এখন দেশটির কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
তাদের পরিবার জানিয়েছে যে, দু’জনকেই পাকিস্তান ও ব্রিটেনের একটি মহল থেকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
বিয়ের সময় তারা জানায়, তাদের সম্পর্ক ৩ বছর থেকে। ১বছর ধরে তারা লিভ-টুগেদার করছেন।
বিষয়: বিবিধ
১৯২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন