জামাতি তালেবানদের ঝেটিয়ে বিদায় করলেই ব্লগ আর বন্ধ হবে না Time Out Time Out

লিখেছেন লিখেছেন নীল জোছনা ১০ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:১৩:৫৯ সন্ধ্যা

বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে এই টুডে ব্লগটি বার বার সরকার বন্ধ করতে বাধ্য হচ্ছে। কারণ হিসেব করলে সহজেই যেটা অনুমেয় সেটা হলো এই মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সরকার যুদ্ধাপরাধী দল জামাত শিবিরকে আচ্ছামত ধোলাই দিচ্ছে বেশ ক'বছর হলো। রাজনীতিতে তারা কুলাতে না পেরে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে তারা নিরিহ ও সাধারণ মানুষকে প্রতারিত করছে। যেহেতু এই ব্লগটি ছাড়া তাদের আর কোনো মাধ্যম নেই তাই ব্লগটাতে জামাত শিবির তালেবানরা আস্তানা গেড়ে বসেছে। ফলে মডারেশন প্যানেলের জামাই আদরের সুযোগ নিয়ে তারা ৭১ এর ক্রিমিনালদের পক্ষ অবস্থান নিয়ে যাচ্ছেতাই পোষ্ট করে যাচ্ছে ফলে সরকার সেগুলো দেখে ব্লগটি বন্ধ করে দিচ্ছে। তাই আমি বজ্রকণ্ঠে উচ্চারণ করছি এইসব জামাতি তালেবানদের হাত থেকে ব্লগ মুক্ত রাখুন দেখবেন সরকার আপনাদের জামাই আদরে রাখবে।

তাই আজ থেকে স্লোগান হোক ---

দা ব্ল্লম হাতে ধর, ধরে ধরে জবাই কর

জামাতি তালেবান বিদায় কর

বিষয়: বিবিধ

১৬২৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263742
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
আবু নাইম লিখেছেন : দা ব্ল্লম হাতে ধর, ধরে ধরে জবাই কর

জামাতি তালেবান বিদায় কর

বাহ সুন্দর শ্লোগান। একমাত্র কশাই সন্ত্রাষীদের মানায়।
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
207307
নোমান২৯ লিখেছেন : আরে ভাই !আপনি বুঝেন না কেন্নো ?এটা প্রগতির ভাষা!Surprised Surprised Surprised
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
207308
নীল জোছনা লিখেছেন : এরকম মন্তব্য করলে কষাই হয় আর যারা ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে কষাইগিরি করে জবাই করেছে জামাত শিবির তারা কষাই না?
263757
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
শেখের পোলা লিখেছেন : জামাতিদের অসহ্য লাগলে তাদের থেকে দূরে থাকুন৷ বরং 'গ্রামের পথে পথে'চলেযান৷ মনে দুঃখ নিয়ে পড়ে থাকার দরকার নেই৷
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৬
207320
নীল জোছনা লিখেছেন : তাদের থেকে দুরে থাকার প্রশ্নই আসে না। বরং তাদেরকে দেশ থেকে ঝেটিয়ে বিদায় করা হবে।
263759
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৬
207314
হতভাগা লিখেছেন : সুশীলের সব কিছুই ভাল লাগে
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৭
207321
নীল জোছনা লিখেছেন : আসলেই উনার সবকিছুই ভালো লাগে।
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৩
207341
জুমানা লিখেছেন : ভাই সুশিল এখানে ভাল কি লাগল আপনার?....
263761
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : তাই আজ থেকে স্লোগান হোক ---

দা ব্ল্লম হাতে ধর, ধরে ধরে জবাই কর
জামাতি তালেবান বিদায় কর Big Grin Big Grin Thumbs Up Thumbs Up Thumbs Up
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৮
207323
নীল জোছনা লিখেছেন : ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।
263763
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
ফেরারী মন লিখেছেন : ব্লগ কত্তিপক্ককে আর একটু পক্কতার পরিচয় দিতে হবে।
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৯
207324
নীল জোছনা লিখেছেন : সঠিক বলেছেন।
263770
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৮
হতভাগা লিখেছেন : জাশির ব্যাপারে মডারেটরদের আরও সতর্ক হতে হবে
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১১
207316
স্বপন২ লিখেছেন : @হতভাগা ,জাশির বুঝি কামড় দিয়েছে আপনাকে।
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৯
207325
নীল জোছনা লিখেছেন : কতটুকু পারবে সেটাই এখন চিন্তার বিষয়।
263794
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৮
প্রবাসী মজুমদার লিখেছেন : এত প্রতিহিংসা দিয়ে লিখাটা না দিলে কি হত? আপনার এ লিখাটা পজেটিভলী ও লেখা যেত। ব্লগিং এর এ আড্ডায় অশিক্ষিত কেউ নেই। শিক্ষিত মানুষগুলো যদি এমন হই তাহলে সামাজিক বিপ্লব কে সৃস্টি করবে? প্রতি হিংসা দিয়ে একটি জাতিকে বিভক্ত করা সহজ। কিন্তু গঠন করা সহজ নয়।

বাংলাদেশ নিজেকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেবার জন্য একজন যোগ্য দেশপ্রেমিক নেতা পেলনা, এটাই আফসোস। ধন্যবাদ।
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
207342
জুমানা লিখেছেন : লিখেছেন : প্রতি হিংসা দিয়ে একটি জাতিকে বিভক্ত করা সহজ। কিন্তু গঠন করা সহজ নয়। মজুমদার ভাই আপনার মত চিন্তা যদি সবাই করত......
263799
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
জুমানা লিখেছেন : প্রতি হিংসা দিয়ে একটি জাতিকে বিভক্ত করা সহজ। কিন্তু গঠন করা সহজ নয়। মজুমদার ভাই আপনার মত চিন্তা যদি সবাই করত......
263805
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৮
এলিট লিখেছেন : বাহ, কি সুন্দর স্লোগান। (জবাই কর !)
হবেই তো। শাহবাগেও তো এমন স্লোগান চলেছে। চেতনা বলে কথা।
তালেবান কোথায় খুজে পান , সেটা আপনিই জানেন।
জামায়াত শিবির ঝেটিয়ে বিদায় করলে টুডে ব্লগের সমস্যা মিটে যাবে। কথা সত্য
ওদিকে আওয়ামী লীগ ঝেটিয়ে বিদায় করতে পারলে দেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে।
সামান্য একটা ব্লগ না বাচিয়ে, পুরো দেশটাকে বাচান।
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৮
207372
শেখের পোলা লিখেছেন : আপনার পাদুকাটিই সাইজ মত হয়েছে৷ ধন্যবাদ৷
১০
263881
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২২
ইসলামী দুনিয়া লিখেছেন : যারা দুবর্ল তারা সত্য কথাকে ভয় পাবেই। ব্লগ বন্ধ না করে তর্ক দিয়ে পরাজিত করুন।
১১
263882
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২৪
ইসলামী দুনিয়া লিখেছেন : আর একটা কথা, দা ব্ল্লম হাতে ধর, ধরে ধরে জবাই কর
এটা হচ্ছে সন্ত্রাসীদের কথা।
১২
263883
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪২
আল সাঈদ লিখেছেন : জামাতের ব্লগ জেনে শুনে আপনেই কেনই বা এসেছেন। আর একটা কথা যে দেশে ছাত্রলীগ আছে সে দেশে তালেবান লাগে না। কথাটা কোথায় জানি পড়েছিলাম।
১৩
263900
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩০
মুহছিনা খাঁন লিখেছেন : আপনার কি আর কোন জায়গা নেই? জামাতীদের ব্লগে আসতে কে বলেছে ? নাকী সেখান থেকে জাটা মেড়ে এই দরজায় বিদায় করে দিয়েছে। হু দেখুন সত্যের মুখ বন্ধ করার জন্য কিভাবে রাক্ষুসরা পেরেশান। নোংরা ওয়েব সাইটে তাদের মাথা ব্যথা নেই।
১৪
263967
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : নীল জোছনা ও গ্রামের পথে পথে। উনাদের স্বভাবটা আওয়ামিলীগের মত । যে যাই বলুক নির্লজ্জের মত চোখ বন্ধ করে পড়ে থাকা। এ দুটুকে ঝাটিয়ে বিদায় না করলে ব্লগ থেকে যাবেনা। সবাই ঝাটিয়ে পিটানুর ব্যবস্থা করুন সাথে আমিও আছি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File