জামাতি তালেবানদের ঝেটিয়ে বিদায় করলেই ব্লগ আর বন্ধ হবে না
লিখেছেন লিখেছেন নীল জোছনা ১০ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:১৩:৫৯ সন্ধ্যা
বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে এই টুডে ব্লগটি বার বার সরকার বন্ধ করতে বাধ্য হচ্ছে। কারণ হিসেব করলে সহজেই যেটা অনুমেয় সেটা হলো এই মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সরকার যুদ্ধাপরাধী দল জামাত শিবিরকে আচ্ছামত ধোলাই দিচ্ছে বেশ ক'বছর হলো। রাজনীতিতে তারা কুলাতে না পেরে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে তারা নিরিহ ও সাধারণ মানুষকে প্রতারিত করছে। যেহেতু এই ব্লগটি ছাড়া তাদের আর কোনো মাধ্যম নেই তাই ব্লগটাতে জামাত শিবির তালেবানরা আস্তানা গেড়ে বসেছে। ফলে মডারেশন প্যানেলের জামাই আদরের সুযোগ নিয়ে তারা ৭১ এর ক্রিমিনালদের পক্ষ অবস্থান নিয়ে যাচ্ছেতাই পোষ্ট করে যাচ্ছে ফলে সরকার সেগুলো দেখে ব্লগটি বন্ধ করে দিচ্ছে। তাই আমি বজ্রকণ্ঠে উচ্চারণ করছি এইসব জামাতি তালেবানদের হাত থেকে ব্লগ মুক্ত রাখুন দেখবেন সরকার আপনাদের জামাই আদরে রাখবে।
তাই আজ থেকে স্লোগান হোক ---
দা ব্ল্লম হাতে ধর, ধরে ধরে জবাই কর
জামাতি তালেবান বিদায় কর
বিষয়: বিবিধ
১৬২৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামাতি তালেবান বিদায় কর
বাহ সুন্দর শ্লোগান। একমাত্র কশাই সন্ত্রাষীদের মানায়।
দা ব্ল্লম হাতে ধর, ধরে ধরে জবাই কর
জামাতি তালেবান বিদায় কর
বাংলাদেশ নিজেকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেবার জন্য একজন যোগ্য দেশপ্রেমিক নেতা পেলনা, এটাই আফসোস। ধন্যবাদ।
হবেই তো। শাহবাগেও তো এমন স্লোগান চলেছে। চেতনা বলে কথা।
তালেবান কোথায় খুজে পান , সেটা আপনিই জানেন।
জামায়াত শিবির ঝেটিয়ে বিদায় করলে টুডে ব্লগের সমস্যা মিটে যাবে। কথা সত্য
ওদিকে আওয়ামী লীগ ঝেটিয়ে বিদায় করতে পারলে দেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে।
সামান্য একটা ব্লগ না বাচিয়ে, পুরো দেশটাকে বাচান।
এটা হচ্ছে সন্ত্রাসীদের কথা।
মন্তব্য করতে লগইন করুন