'বিয়ের গল্প' প্রতিযোগিতা : নাম নয় গুণটাকেই গুরুত্ব দেওয়া উচিত
লিখেছেন লিখেছেন নীল জোছনা ০২ মার্চ, ২০১৪, ০৫:৫০:০৫ বিকাল
ব্লগে চলছে বিয়ের গল্প লেখার প্রতিযোগিতা। মাশাল্লাহ সুন্দর একটি আয়োজন। যারা বিয়ে করেছেন বা করবেন তারা সুন্দর সুন্দর গল্প লিখে আমাদের মত ব্যাচেলরদের বিয়ে করাতে উৎসাহ দিয়ে যাচ্ছেন বা মনে কিছুটা হলেও আনন্দের পরশ বুলিয়ে যাচ্ছেন যা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আজকে ব্লগে দেখলাম কেউ একজন (হয়তো আপু হবে) গল্প লেখা নিয়ে ঘোর আপত্তি তুলেছেন এবং বলেছেন যার গল্পটা প্রথম হয়েছে সে নাকি নতুন ব্লগার।
আমার প্রশ্ন হচ্ছে এখানে নতুন পুরাতনের প্রশ্ন আসছে কেনো? ব্লগে তো সেরা ব্লগার নির্বাচন করা হচ্ছে না, হচ্ছে সেরা লেখা। যার লেখা ভালো, পরিচ্ছন্ন এবং উন্নত মানের তার লেখাটাই প্রথম হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে অহেতুক প্রশ্ন তুলে সেটা ব্লগে পোষ্ট করে ব্লগার ভাই বোনটি নিচু মানসিকতারই পরিচয় দিয়েছেন বলে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। কে নতুন আর কে পুরাতন সে প্রশ্নের অবতারণা না করে বরং ভালো মানের লেখাকেই এপ্রিসিয়েট করা উচিত ছিল। সে হিসেবে ব্লগের মডারেটর বা কর্তৃপক্ষ ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে মনে করি। আশা করি আমরা নাম নয় গুণটাকেই বেশী প্রাধান্য দিবো।
বিষয়: বিবিধ
১৭৮৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবার একজনের একটি দোষকে আপনি দিনের আলোয় নিয়ে এসেছেন যেটা শুধু তাকে বললেই হতো। এটা হীনমন্যতা,চোগলখুরি,গিবত নয়?
আপনি বলেছেন- সেখানে বললে কতিপয় লোক জানতে পারতো।
আসলে কতিপয় লোক জানুক, সেটাই তো অনৈতিক; সেখানে আবার আপনি গর্ব করে বলেছেন- সবার জানা উচিত?
বলিহারি আপনার মানষিকত!!
নীল জোছনা যাদের সচেতন করতে চাইছেন, তাদের প্রায় সবারই মনোভাব তার চেয়ে অনেক উন্নত বলেই এতো দিনে আমার ধারণা হয়েছে।
ইচ্ছে করে ভুল বলা ছাড়া আমি কিছুই বলতে চাই না।
মন্তব্য করতে লগইন করুন