۞۞ "বিয়ের গল্প" প্রতিযোগিতার পুরস্কারের ১০০০ টাকার ভাগ-বাটোয়ারা চলছে..۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০২ মার্চ, ২০১৪, ০৫:৫০:১৬ বিকাল
"বিয়ের গল্প" প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সেরা দশে স্থান পেয়েছি। পুরস্কার হিসেবে ১০০০.০০ বাংলাদেশী টাকা দেয়া হবে। ভাবছি এত টাকা দিয়ে করব। আমি সিন্ধান্ত নিয়েছি যে...
১. মডু ভাইয়েরা এই আয়োজন নিয়ে অনেক কষ্ট করেছেন তাই তাদেরকে ২০০.০০ টাকা গিফট করবো। (পুরস্কারের টাকা থেকে ২০০.০০ টাকা কেটে নিলেই চলবে)
বাকী পুরস্কার প্রাপ্ত ভাই ও বোনেরা আমার মত ২০০ টাকা দিলে মডুভাই কক্সবাজার গিয়ে হ্যানিম্যুন করে আসতে পারবেন।
১০.০০ *২০=২০০.০০ টাকা
২. যাকে নিয়ে বিয়ের গল্প লিখেছিলাম তিনি আর কেউ নন, আমার কন্যা+পুত্রের মাতা। ব্লগে লিখালিখি করে বলে অনেক বকা খেয়েছি। আশাকরি পুরস্কারের টাকাটা পেলেই কিছুদিন চুপচাপ থাকবে। পুরস্কারের টাকা থেকে জারিফা আফরাজের মাতার জন্য ৫০০.০০ টাকা। (এই মাসে খরচের টাকা থেকে ৫০০.০০ টাকা কম পাঠানো যায় কিনা ভেবে দেখব)
৫০০.০০*১=৫০০.০০ টাকা
৩. আমার কলিজার টুকরা জারিফাকে ১০০.০০ টাকা দিব। এই টাকা দিয়ে অন্তত দশদিন চকলেট খেতে পারবে।
১.০০*১০০=১০০.০০ টাকা
৪. দুবাইতে আমার প্রিয় ব্লগার, কবি ও কলামিষ্ট শাহীন ভাই আছেন। ওনাকে নিয়ে ১০০.০০ টাকা খরচ করব। আশাকরি এবার দুবাইতে এসে আমার সাথে অবশ্যই দেখা করবেন।
৫.০০*২০=১০০.০০ টাকা।
৫. ১০০০.০০ টাকার মধ্য ৯০০.০০ টাকা শেষ বাকী থাকল ১০০.০০ টাকা। এই ১০০.০০ কি করা করা যায় আপনারাই বলুন?
বিষয়: বিবিধ
২৪৮৩ বার পঠিত, ৫৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুই জাতীয় সন্ত্রাস, একটাকার জন্য চাঁদাবাজি করি না. এই নেন গাড়ি ভাড়া নিরাপদে ঘরে চলে যেতে পারেন
জীবন ভর আপনার কাছে ঋনি থাকব।
এই নিন আপনাকে দিলাম সবাইকে নিয়ে খাবেন।
দেখতে বড় লাল লাল,
টমেটো দিয়ে ঝাল ঝাল।
না ঝরিয়ে জিভের পানি,
করে ফেলুন আমদানি।
এক নম্বরটা পাওয়া যায়,
বন্দরনগরী চাটগাঁয়।
মন্তব্য করতে লগইন করুন