গোড়ানে ছাত্রীসংস্থার ২৪ মহিলা জঙ্গি আটক
লিখেছেন লিখেছেন নীল জোছনা ১৮ জুন, ২০১৪, ০৭:৫১:২৩ সন্ধ্যা
রাজধানীর খিলগাঁও থেকে ছাত্রীসংস্থার সন্দেহভাজন ২৬ জঙ্গিকে আটক করেছে পুলিশ।
বুধবার পৌনে ৬টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার শান্তিপুর মসজিদের পাশের একটি ভবন থেকে তাদেরকে আটক করা হয়। ওই ভবনে তারা রমজান উপলক্ষে কোরআন তালিম করছিলেন বলে আটকদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় সেখানে দেশকে অচল করতে জঙ্গি হামলার প্রশিক্ষণ দেয়া হচ্ছিলো।
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অত্যাচার করেছে। হে আল্লাহ , এই জালেমদের
তুমি পৃথিবী থেকে সরিয়ে দাও।
অনুুরোধ করছি। নীল জোছনা, হাসিনার জঙ্গি।
তারে গুম করে দাও।
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই শয়তানের এত নিক ।
জঙ্গি দমনের প্রধান কৌশল !!!!!!!!!!!!!!!
আর খায় না
মন্তব্য করতে লগইন করুন