গোড়ানে ছাত্রীসংস্থার ২৪ মহিলা জঙ্গি আটক Time Out

লিখেছেন লিখেছেন নীল জোছনা ১৮ জুন, ২০১৪, ০৭:৫১:২৩ সন্ধ্যা



রাজধানীর খিলগাঁও থেকে ছাত্রীসংস্থার সন্দেহভাজন ২৬ জঙ্গিকে আটক করেছে পুলিশ।

বুধবার পৌনে ৬টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার শান্তিপুর মসজিদের পাশের একটি ভবন থেকে তাদেরকে আটক করা হয়। ওই ভবনে তারা রমজান উপলক্ষে কোরআন তালিম করছিলেন বলে আটকদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় সেখানে দেশকে অচল করতে জঙ্গি হামলার প্রশিক্ষণ দেয়া হচ্ছিলো।

বিষয়: বিবিধ

১৫১৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236308
১৮ জুন ২০১৪ রাত ০৮:২২
স্বপন২ লিখেছেন : জানোয়ারা এভাবে দ্বীনি বোনদের আগেও
অত্যাচার করেছে। হে আল্লাহ , এই জালেমদের
তুমি পৃথিবী থেকে সরিয়ে দাও।
১৮ জুন ২০১৪ রাত ০৮:২৯
182838
নীল জোছনা লিখেছেন : পুলিশ বলছে তারা সেখানে দেশকে অচল করতে জঙ্গি হামলার প্রশিক্ষণ দেয়া হচ্ছিলো আর আপনি বলছে দ্বীনি বোন। হাহাহাহাহাহা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
236311
১৮ জুন ২০১৪ রাত ০৮:২৬
মনসুর আহামেদ লিখেছেন : নীল জোছনা কে, বেন করার জন্য,মডুুদের
অনুুরোধ করছি। নীল জোছনা, হাসিনার জঙ্গি।
তারে গুম করে দাও।
১৮ জুন ২০১৪ রাত ০৮:৩০
182840
নীল জোছনা লিখেছেন : নিজেদের বিরুদ্ধে গেলেই ব্যান। সাব্বাস আপনাদের মত কাঠ মোল্লাদের দিয়েই ইসলাম কায়েম হবে।
236317
১৮ জুন ২০১৪ রাত ০৮:৪৫
মনসুর আহামেদ লিখেছেন : নীল জোছনখেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই শয়তানের এত নিক ।
১৮ জুন ২০১৪ রাত ০৯:১৭
182856
নীল জোছনা লিখেছেন : একই ফালতু বিষয় কেনো বার বার দেন বুঝি না। নাকি আপনার ক্যারেক্টারটাই ফালতু?
236319
১৮ জুন ২০১৪ রাত ০৮:৪৭
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : এই যে নেংটু বাহিনির সদস্য । চার দিক খুজে দেখেন আপনার মত তথাকথিত সুশীলসমাজের গরু, ছাগল দু একটা খুজে পান কিনা । আর চলে আপনাদের তীর্থস্থান শাহাবাগে, গিয়ে রাতে থাকার ব্যবস্থা করেন । বহুত বিনুদুন পাবেন । ( ইবলিসের উত্তরসূরী !)
১৮ জুন ২০১৪ রাত ০৯:১৮
182857
নীল জোছনা লিখেছেন : জঙ্গি হামলা পরিচালনার জন্য তারা সেখানে জড়ো হয়।
১৮ জুন ২০১৪ রাত ০৯:৩২
182865
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আপনারা শাহাবাগে রাতে কি জঙ্গি দমন করেছিলেন ।
236333
১৮ জুন ২০১৪ রাত ০৯:১০
শাহজাদা ইয়ামেন লিখেছেন : এই কয়টা মেয়ে দেশকে অচল করতে জঙ্গি হামলার প্রশিক্ষণ নিচ্ছিলো, হা হা হা হা, তারা দেশ অচল করে দেবে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor এর চেয়ে যদি পুলিশ বলতো যে ওরা কুত কুত খেলছিলো তবে এর চেয়ে বিস্বাসযোগ্য হতো ।
১৮ জুন ২০১৪ রাত ০৯:১৯
182858
নীল জোছনা লিখেছেন : এরা আত্মঘাতী জঙ্গি। নিজের জীবনকে বিলিয়ে দিতে কুন্ঠাবোধ করে না।
১৮ জুন ২০১৪ রাত ০৯:২৩
182861
শাহজাদা ইয়ামেন লিখেছেন : অফ যাও তো, তোমাদের মতো কিছু মস্তিষ্কবিহীন মানুষের জন্য আজ মুক্তিযোদ্ধের চেতনা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে । মাথায় কি ছিটফোটা বুদ্ধিটুকুও নাই ।
236335
১৮ জুন ২০১৪ রাত ০৯:১৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : তিনারা জঙ্গী...!!!আর মতিয়ারা মিসাইল....। হাছিনা বানুরা সেলুকাস মুছলমান। ভালো লাগলো অনেক ধন্যবাদ নীল জোছনাকে অনেক ধন্যবাদ ঘটনাটা জানানোর জন্য।
১৮ জুন ২০১৪ রাত ০৯:২০
182859
নীল জোছনা লিখেছেন : সবার জানা দরকার এইসব ছাত্রীসংস্থার নামে দেশে জঙ্গিবাদ কায়েম করতেছে।
236338
১৮ জুন ২০১৪ রাত ০৯:২০
জাইদী রেজা লিখেছেন : এই কয়টা মেয়ে দেশকে অচল করতে জঙ্গি হামলার প্রশিক্ষণ নিচ্ছিলো, হা হা হা হা, তারা দেশ অচল করে দেবে এর চেয়ে যদি পুলিশ বলতো যে ওরা কুত কুত খেলছিলো তবে এর চেয়ে বিস্বাসযোগ্য হতো ।
১৮ জুন ২০১৪ রাত ০৯:২১
182860
নীল জোছনা লিখেছেন : এরা আত্মঘাতী জঙ্গি। নিজের জীবনকে বিলিয়ে দিতে কুন্ঠাবোধ করে না।
236350
১৮ জুন ২০১৪ রাত ০৯:৫৩
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন :


জঙ্গি দমনের প্রধান কৌশল !!!!!!!!!!!!!!!
১৮ জুন ২০১৪ রাত ১০:৫১
182910
নীল জোছনা লিখেছেন : এসব পচা ফালতু জিনিস আর পাবলিকে খায় না।
236405
১৯ জুন ২০১৪ রাত ০৩:০৪
লেখার আকাশ লিখেছেন : কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করে বেড়ায়। (হাদীস)
১০
236424
১৯ জুন ২০১৪ সকাল ০৮:৩৬
আল সাঈদ লিখেছেন : জঙ্গলে থাকলে কেহ এমন পোষ্ট প্রদান করে। জঙ্গী খায় না মাথায় দেয়। প্
১১
236446
১৯ জুন ২০১৪ সকাল ১০:৫১
ইয়াফি লিখেছেন : শেখ হাসিনা ইসলামফোবিয়ায় ভুগছে।
১২
236510
১৯ জুন ২০১৪ দুপুর ০২:২৮
সরল কথা লিখেছেন : ফরমালিন নেত্রীর এই সকল নাটক দেশের আমজনতা
আর খায় না
১৩
252721
০৯ আগস্ট ২০১৪ রাত ১১:২৩
ব্লগার সাদমান লিখেছেন : আপনিতো অনেক ভাল জোক্স বলতে পারেন!!! Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File