বাবার স্নেহ
লিখেছেন লিখেছেন মানিক ফেনী ১৬ জুন, ২০১৩, ০৮:০৫:৫২ রাত
বাবা তুমি কেমন আছো কোথায় আছো,
জানতে ও দেখতে ইচ্ছে যে করে আজো।
কখনো পায়নি দীর্ঘসময়ে তোমায় পাশে,
তোমার স্নেহ সৃতি কি করে রাখবো ধরে।
সুখময় সুন্দর সংসার গঠনের তাগিদে,
তুমি ছুটে চলেছও দেশ হতে দেশান্তরে।
তুমি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভুলে,
সুখী করেছ আমাদের অর্থের দিক থেকে।
স্নেহের ক্ষুধা কি মিটে অর্থের পরিপূর্ণতায়,
তোমার স্নেহবিহীন মনটা যে কাঁদে সদায়।
অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকি পথপানে,
কবে আসবে ফিরে আমায় বুকে তুলে নিতে।
বাবা যেখানে যেভাবে থাকো ভালো থেকো,
আজো ও তোমায় ভালোবাসি মনে রেখো ।
বিষয়: বিবিধ
১৪৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন