যুদ্ধাপরাধী-মৌলবাদীদের পক্ষ নেওয়ায় বিএনপির ভরাডুবি!!!

লিখেছেন লিখেছেন আসমা সিথী ১৬ জুন, ২০১৩, ০৭:৫৪:৪৮ সন্ধ্যা

যুদ্ধাপরাধী ও মৌলবাদীদের পক্ষে অবস্থান করায় সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

গতকালের ফলাফল যদি বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে যেত তবে নিশ্চয় ভারতের আলো ওরফে মতির আলো ওরফে প্রথম আলো, বাহাত্তর টিভিসহ হলুদ সংবাদ মাধ্যমগুলো এ ধরনের শিরোনাম বা সংবাদই পরিবেশণ করতো। কিন্তু জনগণ সরকারসহ প্রথম আলো-একাত্তরওয়ালাদের এ ধরনের চেতনা ব্যবসাকে লাল কার্ড দেখিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও প্রথম আলো-একাত্তরের নেত্রী হাসিনার মহাজোটকে এভাবেই লাল কার্ড দেখাবে জনগণ।

জামায়াতে ইসলামীর ওপর নির্বিচার নিপীড়ন, হেফাজতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে শহীদ, পদ্মাসেতুকে গ্রাস করে ফেলা, শেয়ার বাজার গ্রাস, হলমার্ক গ্রাস, ডেসটিনি গ্রাস, চোরঞ্জিতের টাকা লুটপাটসহ জাতীয় স্বার্থবিরোধী ইস্যুতে সরকারকে জুতাপেটা করেছে চার সিটি কর্পোরেশনের বাসিন্দা জনগণ।

এ ফলাফলের ফলে পুলিশও আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসছে বলে নিশ্চিত হবে, এবং বিরোধী দলের প্রতি নমনীয় হবে। উদাহরণ, রাবিতে পুলিশের উপস্থিতিতে শিবিরের মিছিল, পুলিশের নীরবতা।

আওয়ামী-বাম গুণ্ডাদের সঙ্গে সঙ্গে আওয়ামী-বাম পাচাটা কুত্তা মিডিয়ার গায়েও চটের বস্তা লাগাতে হবে। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এই হাসিনা ও বাম মিডিয়াকে দেশছাড়া করবে জনগণ।

জয় বাংলা, আঠার দল সামলা।

বিষয়: বিবিধ

১৬৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File