গণমাধ্যম স্বাধীনতা সূচক ও বাস্তবতা

লিখেছেন লিখেছেন আসমা সিথী ০৪ জুন, ২০১৩, ০৮:৫৫:৩৮ রাত

অনলাইন সংবাদ সংস্থা আরটিএনএনডটনেট এ দেখলাম গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের ১৫ ধাপ অবনমন ঘটেছে।

রিপোটার্স উইদাউট বর্ডারস নামের আন্তর্জাতিক সংগঠনটির ওই সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৪৪ তম, গত বছর এ ক্ষেত্রে বাংলাদেশ ছিল ১২৯ তম।

সংগঠনটি জানায়, গণমাধ্যম সংক্রান্ত আইন এবং সাংবাদিকের নিরাপত্তার দিকগুলো বিবেচনায় এই সূচক তৈরি করা হয়।

সংগঠনটির কাছে আমার উড়ো প্রশ্ন, কতোজন সাংবাদিক খুন হলে এই সূচক থেকে একেবারে বের করে দেওয়া যায়, কতোটি টিভি চ্যানেল এবং পত্রিকা বন্ধ হলে এই সূচক থেকে বের করে দেওয়া হয়।

একজন সম্পাদককে কয় দফা রিমান্ডে নিয়ে নির্যাতন করা হলে, কতো বেশি মুমূর্ষু করে ফেললে এই সূচক থেকে বের করে দেওয়া হয়।

এই সূচকে বাংলাদেশকে স্থান দিয়ে সংগঠনকি বোঝাতে চাইলেন যে, বাংলাদেশে এখনও সাংবাদিকতা টিকে আছে।

সংগঠনটির কাছে আমাদের একটিই মিনতি, এই দেশে না এসে, এই দেশের মানুষের বক্তব্য এবং মতামত না নিয়ে এদেশের সম্পর্কে কোনো ফলাফল দিবেন না। আপনারা যদি বাংলাদেশে আসেন, তবে দেখতে পাবেন ৭৫ এর বাকশাল সরকারের মতোই এ দেশের বাকস্বাধীনতা পুরোপুরি হরণ করে ফেলা হয়েছে। এখন যা হচ্ছে সবই চাটুবৃত্তির সাংবাদিকতা।

অন্তত আপনার পর্যবেক্ষণ করুন।

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File