দুটি কথা
লিখেছেন লিখেছেন যারিন ফিরদেগার ০৪ মার্চ, ২০১৩, ০৩:২১:১৯ দুপুর
এক
যেদিন তুমি হবে বড়।
বাবা মায়ের আশা অনেক,
তোমায় নিয়ে স্বপ্ন অনেক,
মানুষ হবে তুমি।
পড়ালেখায় শ্রেষ্ঠ হবে,
বাবা মায়ের পাশে রবে,
পর হবে না তুমি।
দুই
এখন তুমি বেশ বড়।
অনেক কিছু করতে পারো।
নিজের কথা ভাবতে পারো,
নিজের হাতে খেতে পারো,
নিজের মত চলতে পারো।
আপন মনে খেলতে পারো,
গান শুনে নাচতে পারো,
বাবা মাকে ভুলতে পারো।
Click this link
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন