আজকে রাহা
লিখেছেন লিখেছেন যারিন ফিরদেগার ২৬ মার্চ, ২০১৩, ০৬:২৮:০০ সন্ধ্যা
আজকে রাহা গান গাইল,
মজার মজার খাদ্য খাইল।
আজকে রাহা ছবি আঁকে,
দেখতে বেশ সুন্দর লাগে।
আজকে রাহা মারামারি করে,
ভুতকে সে নাহি ডরে।
আজকে রাহা শুধু নাচে,
আম জাম আর কাঁঠাল গাছে।
আজকে রাহা ভয় পায়,
ভয় পেয়ে সে পানি খায়।
আজকে রাহা পড়তে বসল,
বাপির হাতে মার খাইল।
আজকে রাহা স্কুলে গেল,
হোমওয়ার্ক করতে ভুলে গেল।
বিষয়: বিবিধ
১৫৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন