পেটুক
লিখেছেন লিখেছেন যারিন ফিরদেগার ২৭ মার্চ, ২০১৩, ০৮:৪৭:২৩ রাত
বলি এক পেটুকের কথা
তার পেটে ভীষণ ব্যাথা।
সারাদিন সে খাবার খায়
মনের সুখে গান গায়।
মজার যত খাবার
এক নিমিষেই সাবাড়।
সে দৌড়ে দৌড়ে খায়
লিখে লিখে গান গায়।
তাইতো তার পেটে ব্যাথা
শুয়ে আছে গায়ে কাঁথা।
উপদেশ: যেমন কর্ম তেমন ফল।
বিষয়: সাহিত্য
১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন