বোকা লোক
লিখেছেন লিখেছেন যারিন ফিরদেগার ২৮ মার্চ, ২০১৩, ০৯:০৭:১২ রাত
নিজেকে বোকা মনে করে না
এক লোক,
প্রতিবেশী বলে বোকা,
পানির ভিতর জোঁক।
লবণ ভেবে চিনি খায়,
লিখবে বলে গান গায়।
তারপরও বলে বোকা,
পানিতে আবার কোন পোকা?
খায় সবসময় ধোকা।
একেই নাকি বলি বোকা।
প্রতিবেশী বলে তুমি বোকা,
সবসময় যে খাও ধোকা।
বিষয়: বিবিধ
১৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন