আমার স্টুডেন্ট

লিখেছেন লিখেছেন কাশিফ ০৩ মার্চ, ২০১৩, ০৮:২৮:১৮ রাত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ।কিছু ভাল লাগে না দেশের এই পরিস্থিতি দেখে। আজকে গেলাম স্টুডেন্ট পডানোর জন্য।চিন্তা করলাম আজকের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি।আশা করি এই দুঃসময়ে কিছুটা ভাল লাগবে।

আজকে স্টুডেন্টের বাসায় গেলাম পডানোর জন্য। গিয়ে যথারীতি পডাতে বসলাম।ক্লাস নাইনের সায়েন্সের স্টুডেন্ট।গত ক্লাসে তাকে physics er একটা চ্যাপ্টার হোমওয়ার্ক দিছিলাম।জিজ্ঞেস করলাম পডাগুলো কমপ্লিট করেছে কিনা।সে বলল স্যার ব্যস্ত ছিলাম তাই পডতে পারিনি।আমার মেজাজ গেলো খারাপ হইয়া।পোলা এতটুকুন না, তার আবার ব্যস্ততা। আমি জিজ্ঞেস করলাম তা এত ব্যস্ততা কিসের? তার কথা শুনে তো আমি অবাক। সে বলল স্যার গত কয়েকদিনে আমার ৩ টা বৃত্তি পরীক্ষার রেজাল্ট দিছে।JSC তে সে ট্যালেন্টপুলে (কোতোয়ালী থানায় ১৬তম), শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় পুরো দেশের ১৫০০০ হাজার বৃত্তিপ্পাপ্তদের মধ্যে সে প্রথম (গোল্ড মেডেলিস্ট), অংকুর বৃত্তি পরীক্ষায় বি গ্রেড এ বৃত্তি পাইছে।সে কথাগুলো এমনভাবে বলল যেন এগুলো খুবি সাধারণ ব্যাপার।আমি তার চেহারার এক্সপ্রেশ্অন দেখে অবাক হয়ে যাচ্ছি যেন এই বৃত্তি পাওয়া কোন ব্যাপার না, কিন্তু আজকে হোমওয়ার্ক না করাটা অনেক অপরাধ হইছে।

(অন্তর থেকে দোয়া করলাম তার জন্য, অসম্ভব নিরহংকারী ও ভদ্র এই ছেলেটাকে আল্লাহ যাতে অনেক বড করেন।)

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273041
১১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫৯
নোমান২৯ লিখেছেন : আমীন| Praying Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File