সেলুকাস
লিখেছেন লিখেছেন কাশিফ ২৮ এপ্রিল, ২০১৩, ০১:১৯:১০ রাত
বাংলাদেশ মনে হয় পৃথিবীর বুকে একমাত্র দেশ যেখানে একটি ধসে পডা বিল্ডিং এ উদ্ধারকাজে অক্সিজেন সরবরাহ করার জন্য হাইকোর্টকে রুল জারি করতে হয়। আরে ভাই পোর্টেবল অক্সিজেন ক্যানগুলো বাংলাদেশে কোন কোন কোম্পানী সাপ্লাই দেয় সরকার কি জানেনা?তাদের সাথে কি সরকার যোগাযোগ করতে পারেনা? রড কাটার মেশিন, এয়ার ফ্রেশনার ,মাস্ক প্রভৃতি জিনিস যদি সাধারণ মানুষকে যোগাড করতে হয় তাহলে সরকারের কাজটা কি? টিভিতে কিছুক্ষ্ণণ পরপর দেখি সাভারে একটা একটা জিনিস নিয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।সামান্য একটা বিল্ডিং ধসে উদ্ধারকাজে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহে সরকারের অবস্থা দেখে মনে হয়না দেশে কোন সরকার আছে।
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথা তো একদম ঠিক বলেছেন ভাইয়া.....!
অনেক ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন