শহর হবে গাঁও

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ৩০ জুলাই, ২০১৫, ০৬:৩৯:৩৩ সকাল



অঝর ধারায় আসতে পারে এই শহরে বান

গাইতে পারে মাঝিদের কেউ ভাটিয়ালী গান।

পথে পথে ভাসতে পারে পাল উড়ানো না-ও

গাল ফুলিয়ে ডাকতে পারে খোলা ব্যাঙের ছাও।

আসতে পারে মইল্লে-পুটি কই-টাকিদের ঝাঁক

লাফালাফি জলের খেলায় পেরিয়ে যাবে বাঁক।

পুঁটির খোঁজে আসতে পারে ধবল বকের মাও

মাছের ধ্যানী মাছরাঙাটা আসতে পারে তাও।

নীড় হারানো ময়না টিয়ে আসতে পারে কাক

এই শহরে শুনতে পারো দোয়েল শ্যামার ডাক।

পাখির খুঁজে আসতে পারে দস্যি ছেলেটাও

গাঁয়ের কতো কিচ্ছে কথা শুনতে পারো তাও।

বাড়তে থাকুক দূর আকাশে মেঘের অভিমান

বৃষ্টিরে তুই যা গেয়ে যা রিম-ঝিমঝিম গান।

তোর ছোঁয়াতে এই শহরটা হতে পারে গাঁ-ও

বাদলা দিনে এমন পাওয়া কম কি বলো তাও।

২৬.০৭.২০১৫

আলমগীর মুহাম্মদ সিরাজ

আনোয়ারা, চট্টগ্রাম।

বিষয়: সাহিত্য

১০৯৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332601
৩০ জুলাই ২০১৫ সকাল ০৬:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শহরটা গ্রাম হলেতো ভাই এই বন্যা হ্ত না। মাটি পানি শুষে নিত।
৩০ জুলাই ২০১৫ সকাল ০৬:৫০
274854
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহা... গ্রামে আমাদের উঠোনে নাকি পানি ঢেউ দিয়ে যাচ্ছে, মাছও নাকি পাওয়া যাচ্ছে। শহরেও দেখতেছি রাস্তাঘাটে মানুষ জাল মারতেছে!
332606
৩০ জুলাই ২০১৫ সকাল ০৭:০৩
রক্তলাল লিখেছেন : নদিমাতৃক বাংলাদেশ যেন মধ্যম আয়ের দেশ হিসাবে আমাদের অতীত ভুলে না যাই সেজন্য হাসিনা স্বৈরাচারীর এই ব্যাবস্থা। যেমন করে তিনি দুই ঘন্টা লোড শেডিং এর পরামর্শ দিয়েছিলেন যেন বাংলার মানুষ লোড শেডিং ভুলে না যায়।

৩১ জুলাই ২০১৫ রাত ১২:১৮
274998
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তাই মনে হয় হবে, হাসিনার অবদান বদলে যাচ্ছে চট্ট্রগ্রাম।
332607
৩০ জুলাই ২০১৫ সকাল ০৭:০৪
রক্তলাল লিখেছেন : ছন্দ কবিতাটা ভালো হয়েছে।
332627
৩০ জুলাই ২০১৫ সকাল ১১:০৭
হতভাগা লিখেছেন : আপনাদের ওখানে তো ৭ নং সতর্ক সংকেত দিয়েছে , কি অবস্থা ?
332634
৩০ জুলাই ২০১৫ সকাল ১১:৫৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :




অঝর ধারায় আসতে পারে এই শহরে বান
বন্যার পানির তালে মৎস্যরা করছে ফান

পথে পথে ভাসতে পারে পাল উড়ানো না-ও
বেশ হয়েছে আর নয়, বৃষ্টি! এবার যাও

আসতে পারে মইল্লে-পুটি কই-টাকিদের ঝাঁক
জাল নিয়ে ঝাপিয়ে পড়ুন কেউ গলাবে না নাক

পুঁটির খোঁজে আসতে পারে ধবল বকের মাও
মাছের গন্ধে ডুকতে পারে ঘরের ভিতর মিঞাও

নীড় হারানো ময়না টিয়ে আসতে পারে কাক
পশু পাকির বেহাল দশা বন্যা এবার যাক
332736
৩০ জুলাই ২০১৫ রাত ০৮:৫১
শেখের পোলা লিখেছেন : ভারি চমৎকার হয়েছে৷ আরও লিখুন৷ধন্যবাদ
332789
৩১ জুলাই ২০১৫ রাত ০১:১৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ফেবুতেই পড়ে নিয়েছি।
336760
১৯ আগস্ট ২০১৫ রাত ০২:১৭
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File