শহর হবে গাঁও
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ৩০ জুলাই, ২০১৫, ০৬:৩৯:৩৩ সকাল
অঝর ধারায় আসতে পারে এই শহরে বান
গাইতে পারে মাঝিদের কেউ ভাটিয়ালী গান।
পথে পথে ভাসতে পারে পাল উড়ানো না-ও
গাল ফুলিয়ে ডাকতে পারে খোলা ব্যাঙের ছাও।
আসতে পারে মইল্লে-পুটি কই-টাকিদের ঝাঁক
লাফালাফি জলের খেলায় পেরিয়ে যাবে বাঁক।
পুঁটির খোঁজে আসতে পারে ধবল বকের মাও
মাছের ধ্যানী মাছরাঙাটা আসতে পারে তাও।
নীড় হারানো ময়না টিয়ে আসতে পারে কাক
এই শহরে শুনতে পারো দোয়েল শ্যামার ডাক।
পাখির খুঁজে আসতে পারে দস্যি ছেলেটাও
গাঁয়ের কতো কিচ্ছে কথা শুনতে পারো তাও।
বাড়তে থাকুক দূর আকাশে মেঘের অভিমান
বৃষ্টিরে তুই যা গেয়ে যা রিম-ঝিমঝিম গান।
তোর ছোঁয়াতে এই শহরটা হতে পারে গাঁ-ও
বাদলা দিনে এমন পাওয়া কম কি বলো তাও।
২৬.০৭.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১০৯৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অঝর ধারায় আসতে পারে এই শহরে বান
বন্যার পানির তালে মৎস্যরা করছে ফান
পথে পথে ভাসতে পারে পাল উড়ানো না-ও
বেশ হয়েছে আর নয়, বৃষ্টি! এবার যাও
আসতে পারে মইল্লে-পুটি কই-টাকিদের ঝাঁক
জাল নিয়ে ঝাপিয়ে পড়ুন কেউ গলাবে না নাক
পুঁটির খোঁজে আসতে পারে ধবল বকের মাও
মাছের গন্ধে ডুকতে পারে ঘরের ভিতর মিঞাও
নীড় হারানো ময়না টিয়ে আসতে পারে কাক
পশু পাকির বেহাল দশা বন্যা এবার যাক
মন্তব্য করতে লগইন করুন