চোখের সামনে রেখে দুনিয়া জুড়ে খুজি!

লিখেছেন লিখেছেন রক্তলাল ৩০ জুলাই, ২০১৫, ০৫:৫২:১৬ সকাল



কোরান ছেড়ে মাছির ডানায় ইসলাম খোঁজে মানুষ। অদ্ভুত!!

ছান্দের মধ্যে ফাটল না খোজে "লা ইলাহা ইল্লাল্লাহ" এটা কত বড় বাণী সে নিয়ে চিন্তা করিনা।

উদাহরণ হিসাবে বলি - এমেরিকার সবকিছুর মূলমন্ত্র হচ্ছে "All men are created equal"

যখন এটি লিখা হয় তখন কালো এবং মহিলারা এই "men" এর মধ্যে পড়েনি। গ্রামারের কারনে না, ইচ্ছা করেই 'মেন' বলতে শুধু সাদা পুরুষদের বোঝানো হয়েছে।

অথচ 'লা ইলাহা ইল্লাল্লাহ' তে সবাইকে সমান বলা হয়েছে কোনো বর্ণ, লিঙ্গ ভেদ ছাড়াই। তা'ও ১৪০০ বছর আগে।

শুধু তাই নয় কোনো কার্ল মার্কস, সাদ্দাম হোসেন, জর্জ বুশ, গোলাম আযম, মুজিব কাউকে উপাসনা না করার ও মর্যাদা সমাজের সবচেয়ে নিগৃহীত মনুষকে পর্যন্ত দেয়া হয়েছে।

এই ব্যাপারে আমি কোনো আলোচনা কখনো শুনিনি বা দেখিনি।

দস্তা দস্তা লেখা লেখার অভ্যেস কখনো ছিলনা।

এলিট ভাইয়ের লেখায় মন্তব্য করতে গিয়ে এই বিষয়ে দেখলাম আমার মন্তব্য একটু বড় হয়ে গেল। তাই পোস্ট আকারে এখানেই দিলাম।

এই বিষয়ে আরো অনেক লম্বা আলাপ করা যেত।

আমি কোনোভাবেই কোনো কিছুর প্রচারক নয়। যখন আলসেমী না লাগে তখন একটু আধটু বলি/লিখি।

যখন আলসেমি লাগবেনা তখন হয়ত আরো বিস্তারিত বলব Happy

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332595
৩০ জুলাই ২০১৫ সকাল ০৬:২৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ জুলাই ২০১৫ সকাল ০৬:২৮
274853
রক্তলাল লিখেছেন : ধন্যবাদ Happy
332602
৩০ জুলাই ২০১৫ সকাল ০৬:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুরআন ছেড়ে ইসলাম কেউ খুজলে সে ইসলাম পাবেনা।
তবে মাছির ডানার বিষয়টি হচ্ছে একটা সাক্ষ্য যা ইসলাম এর সত্যতা কে নিঃসন্দেহ করে।
৩০ জুলাই ২০১৫ সকাল ০৭:০১
274855
রক্তলাল লিখেছেন : ধন্যবাদ(~~)
৩০ জুলাই ২০১৫ সকাল ০৯:০৫
274862
অপি বাইদান লিখেছেন : হাহা, মাছির ডানার বিষয়টি কি? একটু ক্লিয়ার হওয়া দরকার @ ছাগু।
৩০ জুলাই ২০১৫ সকাল ০৯:৩১
274873
রক্তলাল লিখেছেন : @ভাইদানঃ তুই বুযবিনা .. ছুপ থাক!
৩০ জুলাই ২০১৫ দুপুর ১২:২০
274893
হতভাগা লিখেছেন : অপি মনে হয় ফখরুলের হয়ে আপনার উপর জেদ ফলাচ্ছে
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪৫
274943
রক্তলাল লিখেছেন : LOL হতভাগা।
332611
৩০ জুলাই ২০১৫ সকাল ০৯:০২
অপি বাইদান লিখেছেন : অথচ 'লা ইলাহা ইল্লাল্লাহ' তে সবাইকে সমান বলা হয়েছে কোনো বর্ণ, লিঙ্গ ভেদ ছাড়াই। তা'ও ১৪০০ বছর আগে।


সূরা ৫:৫৩- "হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।"


বর্বর ইসলাম ধর্মের একটি মাত্র উদাহরণ দেয়া হল @ ছাগুলাল।
332613
৩০ জুলাই ২০১৫ সকাল ০৯:২৬
রক্তলাল লিখেছেন : don't use excerpts out of context. go to alim.org and read other ayats. study. don't be an ignorant.

Surah 5, Ayat 53: Then will the believers say (unto the people of the Scripture): Are these they who swore by Allah their most binding oaths that they were surely with you? Their works have failed, and they have become the losers.

মুমিনরা বিশ্মিত হবে এই বলে যে - "এরাত' আগের কিতাবপ্রাপ্ত এবং আল্লাহতে বিশ্বাসী ছিল। এবং আপনার সাথে থাকার ওয়াদা করেছিল" - তারা তাদের কাজে ব্যার্থ হয়েছে এবং তারা বিপথগামী।

------

রাস্তা ঘাটে কুড়িয়ে পাওয়া ছাইপাশ নিয়ে এসে না বুঝে অন্ধ বিশ্বাস বা হিংসা সুস্থ মানুষ করেনা!
৩০ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৯
274905
অপি বাইদান লিখেছেন : Sura 5:51- " হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।"
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪৮
274945
রক্তলাল লিখেছেন : এইত তরে না কইছি কনটেক্সট পড়তি।

পুরা সুরা পড়।

"আমি তোমায় ভালবাসি" এটা জাতীয় সঙ্গীতের অংশ। এর মানে কি মজনু লাইলিরে কইতেছে এটা নাকি রবি কাকু বলতেছে এই বঙ্গের আকাশ বাতাসরে। বেকুব ডি।

কোরানে সকল কিছুর আগে পিছে ভাল করে বুঝিয়ে বলা আছে।
৩১ জুলাই ২০১৫ রাত ০২:২৫
275017
অপি বাইদান লিখেছেন : ছাগল কি গাছে ধরে......... @ মুমিন ছাগু?
৩১ জুলাই ২০১৫ রাত ০২:৩২
275018
রক্তলাল লিখেছেন : কেন তুই কি গাছে থাকস? ঐখান থেকে কিছু পার্সেল করতে চাস?
332614
৩০ জুলাই ২০১৫ সকাল ০৯:২৭
রক্তলাল লিখেছেন : বিষ্মিত*
332623
৩০ জুলাই ২০১৫ সকাল ১০:৩৯
আবু জান্নাত লিখেছেন : আলসেমী ঝেড়ে ফেলে মুসলিমদের বৃহৎস্বার্থকে সামনে রেখে মূল্যবান কথাগুলো লিখতে থাকুন।
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫০
274947
রক্তলাল লিখেছেন : সুন্দর পরামর্শ আপনার সৌন্দর্যেরই বহিঃপ্রকাশ।
ধন্যবাদ Happy
332637
৩০ জুলাই ২০১৫ দুপুর ১২:০৯
আল সাঈদ লিখেছেন : ছোট পোষ্ট কিন্তু খুবই অর্থপূর্ণ। ভালো লাগলো
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫০
274948
রক্তলাল লিখেছেন : ছোট্ট মন্তব্য কিন্তু খুব encouraging Happy
ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File