প্রিয় নীলুফার
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৭ মার্চ, ২০১৫, ০৭:৫৭:২০ সন্ধ্যা
বাসন্তী হাওয়া এসে ছুঁয়ে দিয়ে যায়
হৃদয়ের পর্দায় নিরন্তর দোলা লাগে
আমি উন্মুখ চাতকীর মতো
তোমার প্রেম-অমৃতের সুধা পিয়াসী
চঞ্চল দৃষ্টি সীমানার অঞ্চল ছেড়ে কল্পনার আকাশে উড়ি
তুমি কৃষ্ণচুড়ার মতো অনিন্দ্য
আলপনা আঁকা সবুজ পাড়ের লাল শাড়িতে
মুখ লুকানো লাজুকী তোমাকে খুঁজি
কখনো চৈত্রের প্রকৃতির মতো খাতক
তুমি-উন্মাদ কালবোশেখীর বর্ষণে অতৃপ্ত হতে ব্যাকুল
কিন্তু এমন উচ্ছল বাসন্তী দিনে তুমি নেই
কোথায় তুমি? কোন অচেনা সরোবরে
পাপড়ী মেলে আছো প্রিয় নীলুফার?
১১.০৩.২০১৫
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
৯৫৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখে যান, আমি কবিতা ভাল বুঝি না, তাই কবিতা এড়িয়ে যাই না। সুযোগ পেলেই পড়ে ফেলি, দুই লাইন বুঝলেও ক্ষতিতো নেই।
কয়টা নাম নেন হিসাব পাইনা তার!!
আমারা নীলুফারকে খুজে বের করতে চাই।
সুন্দর হয়েছে।
ধন্যবাদ।
কোন অচেনা সরোবরে
পাপড়ী মেলে আছো প্রিয় নীলুফার?
এসো সখী তাহার বাগানে
যাহার ফুল বনে সুগন্ধি হাড়িয়ে যাচ্ছে
তোমা বিরহে।
যাহার কম্পিত হৃদয় পথ চেয়ে আছে
তোমা পানে।
........
মন্তব্য করতে লগইন করুন