একটা সময় ছিল
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১১ মার্চ, ২০১৫, ০৯:২৩:৪৮ রাত
একটা সময় ছিল
ছেলেমেয়ে সবাই মিলে
স্কুলেতে যেতাম
বাংলা-ইংলিশ-গণিত
নতুন নতুন বইগুলোকে পড়ে
আনন্দে দোল খেতাম।
...
একটা সময় ছিল
আমরা ব্যাট-বল সব নিয়ে
সাগর পাড়ে যেতাম
ফুটবল-ক্রিকেট খেলা
ইচ্ছে মতো দৌড়াদৌড়ি খেলে
অনেক মজা পেতাম।
...
একটা সময় ছিল
সবাই মিলে দুঃখ যতো
হাওয়ায় ঠেলে দিতাম
মাতামাতি হৈহুল্লোড় কতো
দুষ্টমিতে মাতিয়ে গ্রাম
সুখ লুটিয়ে নিতাম।
...
একটা সময় ছিল
আমরা ছেলেপেলে সবাই
দামাল কিশোর ছিলাম
সোনাঝরা দিনগুলোকে ফেলে
প্রাণের টানে জীবন নদে
নাও ভাসিয়ে দিলাম।
১০.০৩.২০১৫
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১০৮৮ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
একটা সময় ছিল .........................................................
..................
অনেক ধন্যবাদ আপনাকে
প্রাণের টানে জীবন নদে
নাও ভাসিয়ে দিলাম।
এই দিনগুলোর কথা মনিয়ে করিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন