নয়াদিগন্তের এ কি হাল !!!

লিখেছেন লিখেছেন ArRad ১১ মার্চ, ২০১৫, ০৯:৩৯:০২ রাত

নয়াদিগন্ত পত্রিকা একসময় ছিল একটা আদর্শ পত্রিকা। একটা আদর্শ লালন করত। কিন্তু এখন পত্রিকার অনলাইন ভার্সন আর ফেসবুক পেজের দিকে তাকালে নিজেরই লজ্জা লাগে।

আজকে একটা নিউজের দিকে নজর পড়ল।

শিরোনামটা ছিল "স্ত্রীর সাথে নাচের প্রস্তাব ফিরিয়ে দিলেন আফ্রিদি"

মুল খবরের সাথে আফ্রিদির একটা ফটো দেয়া হয়েছে এবং বলা হচ্ছে "স্ত্রী নাদিয়ার সাথে আফ্রিদি"

নেটে একটু রিসার্স করে দেখলাম আসলে ছবিটা আফ্রিদির স্ত্রীর নয়।

নয়াদিগন্তের মত পত্রিকার কাছে এরকম ভুয়া ফটো দিয়ে নিউজ আশা করিনা।

এটা যে আফ্রিদির স্ত্রীর ফটো নয় সে বিষয়ে আফ্রীদি নিজেই বলেছেনঃ


আরও ডিটেইলস পাবেন এখানে

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308394
১১ মার্চ ২০১৫ রাত ১০:০১
হতভাগা লিখেছেন : আফ্রিদি পঁচা ইলিশ হয়ে গেছে
308397
১১ মার্চ ২০১৫ রাত ১০:১৪
দ্য স্লেভ লিখেছেন : অনেক ইসলামিস্ট যুগের সাথে তাল মেলাতে,অন্যের সমালোচনার ভয়ে ইসলামকেই কম্প্রোমাইজ করে ফেলেছে। আধুনিক হতে এমন সব কান্ড করে যা সে নিজেই সমর্থন করেনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File