মুক্ত সেনাদল
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০১ জানুয়ারি, ২০১৫, ০২:১০:৪৬ দুপুর
নতুন বছর প্রথম দিনে
শপথ করি চল
কইরে তোরা অরুণ-তরুণ
মুক্ত সেনাদল?![]()
স্বৈরাচারীর হিংস্র থাবা
রুখতে হবে আজ
অমিত সাহস রাখ বুকেতে
যোদ্ধা সাজে সাজ।![]()
ভাঙ্গতে হবে খোদাদ্রোহীর
মিথ্যে জগদ্দল
বিপ্লবীদের পথ ধরে আয়
তাকবীর উলা বল।![]()
তোদের পানেই আছে চেয়ে
মলিন যতো মুখ
সাগর সমান রক্ত দিয়েও
আনতে হবে সুখ।![]()
স্বপ্নাহত স্বজনহারার
মুছবি চোখের জল
তোরা ছাড়া বঞ্চিতদের
সহায় কে আর বল?![]()
ঝড়তা আর শঙ্কা ঝেড়ে
ওঠরে জেগে ওঠ
দে ভেঙ্গে দে বাঁধার পাহাড়
প্রবল বেগে ছুট।![]()
শক্ত হাতে ঝাণ্ডা ধরে
চল এগিয়ে চল
গাও সারি গান বিজয় দিনের
মুক্ত সেনাদল।
০১/০১/২০১৪
আনোয়ারা, চট্টগ্রাম।
(গত বছরের প্রথম দিন এই কবিতা লিখেছিলাম)
বিষয়: সাহিত্য
১৪৩৭ বার পঠিত, ২৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
কবিতায়
কালেমার পতাকা দোলবে’ সেই গানটির মতো আমার একই প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে
দেশ টা যাচ্ছে পুড়াই!!!
আমি সবসময় নিরাশাবাদীদের দলে হলেও, স্বপ্নচারীদের প্রতি আমার রয়েছে অগাধ শ্রদ্ধা। তাই একজন মুক্তির গান শোনানো কবিকে সম্মান না জানিয়ে পারছিনা। ভালো থাকুন স্বাপ্নিক কবি, আজকে ও সবসময়!
অনেক ধন্যবাদ ছোটদা ----
আরও নাকি চাই৷
এত রক্ত কোথায় পাব
বল দেখি ভাই?
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন দোয়া রইলো।
মিথ্যে জগদ্দল
বিপ্লবীদের পথ ধরে আয়
তাকবীর উলা বল।
‘নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে?
পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁকি জলে’
অনেক ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন