"নেহাত জন্মেছি বলে" (উপলব্ধি-২০১৫)

লিখেছেন লিখেছেন তানজিমুল ইসলাম ০১ জানুয়ারি, ২০১৫, ০২:১৩:৫৬ দুপুর



তোমার বুকে নির্মাণ করেছি পৃথিবী,সংসার,জগৎকাল ।

আমার প্রথম সন্তান এসেছে-অভিমান করেছে-আবাসযোগ্য

পৃথিবী পায়নি বলে।

তোমার ঠোঁটে চেপে ধরেছি ক্ষুধা,অম্লান তৃষ্ণা,বাসনা বাজায়

বাশিঁ।আমার দ্বিতীয় সন্তান এসেছে-অভিমান করেছে-খাদ্য পায়নি বলে ।

তোমার চোখে তুলে ধরেছি চিত্ত,মনি-মাণিক্য,সমৃদ্ধির সমাহার।

আমার তৃতীয় সন্তান এসেছে-অভিমান করেছে-বস্ত্র পায়নি বলে।

তোমার কপালে লিখেছি জয়গান,শ্লোগান ভরাডুবি বহমান ।

আমার চতুর্থ সন্তান এসেছে-অভিমান করেছে-বাসস্থান

পায়নি বলে।

তোমার মাঝে বেড়ে উঠেছি আমি,আমার পৃথিবী আমার পঞ্চম সন্তান ।

আমার শতশত সন্তান জন্মেছে-অভিমান করেছে-পৃথিবী তাদের মুক্তি দিতে পারেনি বলে ।।

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File