'প্রথমা,তোমাকে....

লিখেছেন লিখেছেন তানজিমুল ইসলাম ০৮ ডিসেম্বর, ২০১৪, ১১:০৫:৩১ সকাল

হাসি মুখে প্রতিমা বিসর্জনের আনন্দ,

মুক্তি পায় কালিমা ।

অন্তর্ঘাতে যদি গুড়িয়ে দেয়া যায়

প্রিয় ফুলদানি,তাতে নিজের ক্ষতি হলেও,

মুক্তি পায় বিষাক্ত ফুল ।

যেখানে বুঝা না বুঝার ভান,মানবীর-

চিরদিনের ;

সেখানে শ্রদ্ধার বাচনিক ভঙ্গি,অনেকটাই-

পঙ্গু ।

'বিভ্রান্তি,

বলতে যা বুঝায় তা নয়,একটা প্রধাণ

'ভাবাবেগ,শেষের কবিতার সুনিশ্চিত

প্রস্থানের পূর্বাভাস যদি হয় ঠিক,

তবে,বিদায়ের শোক সুনিশ্চিত

বায়বীয়,

অষ্পষ্ট,

মৃদু সন্দ্ধ্যার মত ।

আজ,

এক-দুই করে ফেলে আসা

ছোট সন্ধ্যার অতীত,তার দ্বায়ভার কম নয়

সুললিত ছন্দে গড়ে ওঠা এক সম্পর্কের

পটভূমিকায় আমরা-

এক প্রলম্বিত ছায়া,

চিরন্তন আকৃতি,

কোন কৃত্রিম উপাখ্যান নয় ।

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292299
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৯
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৩
235973
তানজিমুল ইসলাম লিখেছেন : আনন্দিত হইলাম...
292318
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাবটা কেমন দূর্বোধ্য মনে হল। সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫০
235974
তানজিমুল ইসলাম লিখেছেন : দূর্বোধ্য হইয়াও যে সুন্দর,এরূপ প্রশংসার জন্য কৃতজ্ঞতার স্বীকার হইলাম..একই সাথে শুভ কামনার দাবিদারও থাকিলাম..
292364
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
তাবিজ বাবা লিখেছেন : পটভূমিকায় আমরা-
এক প্রলম্বিত ছায়া,
চিরন্তন আকৃতি,
কোন কৃত্রিম উপাখ্যান নয় ।""- লাগলো ভালো
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫১
235975
তানজিমুল ইসলাম লিখেছেন : কৃত্রিম উপাখ্যান-ইহা কারো জীবনে কাম্য নই.।ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File