--মধুচক্র,আমার প্রিয় চারকোণা বাসস্থান--

লিখেছেন লিখেছেন তানজিমুল ইসলাম ২২ ডিসেম্বর, ২০১৫, ১১:৫১:২৬ সকাল

গন্ধেরশরীরবেঁয়েউপচেপড়াসুগন্ধিরবাসনা,কখনোকখনো।

রাত,পারহয়েরাত-এপাশওপাশ;এলোমেলো বিছানার

চারকোণাছোট্টখাটেরপার।

ভদ্রতার শরীরে ভেজা লালসার কাণা মুখোঁশ

ক্ষুব্ধহয়ে ওঠে-বদ্ধ ঘরে।

নোংরা দেহের কলকলানি,শব্দ-ছন্দ-কবিতা মিলে

রাতভর আবৃত্তি।

নিরাশার ভাঙ্গা দেহ যখন ক্লান্ত;দিন দু’য়ের অপেক্ষা করেই

ফের ঘিরে ধরে নেশা।

রাত,পারহয়েরাত-এপাশওপাশ;মমতার চোঁখে

তুলে রাখি নষ্ট কল্পনা।পঙ্কিলমন খুঁজে পায়

নোংরা দেহ,গন্ধেরশরীর।

“…মধুচক্র,আমার প্রিয় চারকোণা বাসস্থান…”

বিষয়: সাহিত্য

১০৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354974
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File