আমার মতো ফাউল ফাকা-গ্লাস হয়ো না
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২২ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৫:০০ সকাল
প্রজন্ম পড়াবিমুখ হওয়ার পিছনে দুপক্ষেরই দোষ আছে, তবে শিক্ষকের দায়টা বেশি। অনেক অক্ষমতার বোধ মনের মাঝে কাজ করে নানান সময়ে; শিক্ষার্থীদের শেখাতে পারছি না ভালো করে, কি করে আরো ভালো করা যায়, কি করে বোরিং পড়াশোনাকে চিত্তাকর্ষক করা যায়--- এই চিন্তায় নিজের শূন্য-গ্লাসটাকে ভরতে যাই নানান জায়গায়, এভাবে নিজেকে আপডেট রাখার চেষ্টা করি। তবে, একতরফা হলে তো হবে না-- জ্ঞানার্জন এবং বিতরণ দুতরফা বিষয়। ঢাকনাযুক্ত গ্লাসকে ঝর্ণার নিচে সারাজীবন রেখে দিলেও এটা ভরবে না, ঢাকনা সরিয়ে নিলে ওই গ্লাস বৃস্টির পানিতেও ভরবে-- কথাগুলো নিজেকে এবং আমার শিক্ষার্থীদেরকেও বলা! তোমাদের মাথা ছুঁয়ে মিনতি করি, 'আমার মতো ফাউল ফাকা-গ্লাস হয়ো না!'
বিষয়: বিবিধ
৯২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়ার সাথে বাড়ে প্রায়ই কামের উপাসনা!!
- সৎসঙ্গ আশ্রম এর প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকুল চন্দ্র।
মন্তব্য করতে লগইন করুন