দাম না বাড়িয়ে বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযুগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হোক Time Out Time Out

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৮ ডিসেম্বর, ২০১৪, ১১:০৪:৪৬ সকাল

শোনা যাচ্ছে অতি সম্প্রতি সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে। সরকার যদি নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় তবে তা হবে সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত ।

Good Luckসরকারকে ভোক্তা সাধারণের মনের আকুতি, চাহিদার ভাষা বুঝতে হবে।

Good Luckসরকারকে ভোক্তা সাধারণের মনের আকুতি, চাহিদার ভাষা বুঝতে হবে।

আজকেও আমি বাসায় বিদ্যুৎ বিল দিয়েছি ৯৬২ টাকা । ১১/১২ শত টাকাও বিদ্যুৎ বিল দিতে হয় । অতচ আমার বাসায় যে কয়টি বাল্ব জ্বলে তা সবই এনার্জিলাইট। বিদ্যুতের বর্তমান রেট যে বেশী তা নিয়ে আমি ইতিপূর্বেও লিখেছি ।

এরপরও যদি বিদ্যুতের দাম বাড়ে তাহলে কিন্তু সত্যি সত্যি জুলুম হয়ে যাবে। তাই সরকারকে বিষয়টি নিয়ে আরো ভাবতে হবে বলেই আমি মনে করি।

তাছাড়া সারা দেশে যে পরিমাণ বিদ্যুৎ ও গ্যাস অপচয় ও চুরি হয় তার ৫০%ও যদি রোধ করা যায় তাহলে সরকারের রাজস্ব বাড়বে হাজার কোটি টাকারও বেশী ।

তবে গ্যাসের বিল ডবল চুলার জন্য ৫০ টাকা বাড়িয়ে ৪৫০টাকা থেকে ৫০০টাকা করা যেতে পারে।

যেখানে সারা বছরই প্রতিদিন অনেকটা সময় গ্যাস থাকেনা সেখানে গ্যাসের দাম বাড়ার কথা শুনলেই মেয়েরা প্রতিবাদী হয়ে উঠছে ।


বর্তমান সরকার ৬বছর আগে ক্ষমতা গ্রহণের সময় যেখানে ৩০০/৩৫০টাকা বিদ্যুৎ বিল দিতে হত সেখানে এখন দিতে হচ্ছে ৯০০/১২০০টাকা পর্যন্ত। সে পরিমাণ ইনকাম কিন্তু বাড়েনি পাবলিকের । ইনকাম টেক্স, হোল্ডিং টেক্স, বাড়তি বিদ্যুৎবিল, ভ্যাট, ট্রেড লাইসেন্স সব মিলিয়ে এই সরকার যেন টেক্সময় সরকারে পরিণত হয়েছে।

সরকারের রাজস্ব বৃদ্ধিপাক এটা আমিও চাই, তাই আমি ইতিপূর্বে বহুবার আয়কর দেবার পক্ষে লিখেছি। এ বিষয়ে আমার শ্লোগান হচ্ছে ‘‘ আসুন সবাই দিয়ে কর, প্রিয় দেশটি করি স্ব-নির্ভর।’’

তাই আমার পরামর্শ হচ্ছে-

সরকারের যদি রাজস্ব বৃদ্ধিই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে দাম না বাড়িয়ে অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে বৈধ গ্রাহক হিসেবে অন্তর্ভূক্ত করে রাজস্ব বৃদ্ধি করাই হবে বুদ্ধিমানের কাজ ।

এতে অবশ্য বিরুধীদলও একটি ইস্যু থেকে বঞ্চিত হবে ।

সরকার যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই কামনাই করছি ।

Good Luck

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292285
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৪
সায়িদ মাহমুদ লিখেছেন : জ্বে না, মিডা কথায় চিড়া বিজতো না, যে-কয়দিন গদিতে আছে তাতে তাদের আগামী ৫/১০ বছর বিলাসিতার ইনকাম করে নিতে হপে ভাইজান।
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩০
235837
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এক মাঘে শীত যায়না । জনগণ যদি ক্ষমতার উৎস হয়ে থাকে তাহলে জনগণের মনের কথা, মনের ভাষা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই মঙ্গল । এটা সকলের জন্য ।Good Luck
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।Good Luck Good Luck
292295
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর উপস্থাপনা। আসলে শাসক যদি জনগনের না হয়, তারা এই ধরনের কাজ করতেই থাকবে। দেশপ্রেম বোধ ও সৎ লোকের শাসন কত জরুরী তা এই সরকার কে না দেখলে হয়ত একটি সেরা উদাহরণ পাওয়া থেকে বঞ্ছিত থাকতাম। অনেক ধন্যবাদ
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১২
235868
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ‘মানুষ ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করেনা’ ।
সরকারকে ভোক্তা সাধারণের মনের আকুতি, চাহিদার ভাষা বুঝতে হবে।
যত আগে বুঝতে ততই মঙ্গল, দেশের, দেশের মানুষের সর্বোপরি সরকারের ।
আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আ্ন্তরিক ধন্যবাদ ।Good Luck Good Luck
292324
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমরাও প্রতিমাসে 900/1000 বিদ্যুৎ বিল দিচ্ছি। অথচ আমাদের বাসার পাশে পোলাপাইনরা সারা রাত কক খেলে চুরা লাইন লাগিয়ে। শুধু আমাদের বাসার পাশে না, সারা শহর জুড়ে এমনটা চলে, কিন্তু কর্তৃপক্ষ এসব কখনো দেখেও না।
গ্যাস সম্পর্কে তেমন একটা জানি না, তাই বললাম না।
বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি নয়, চোরা চালান রোধ করা হোক।
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১০
236219
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি নয়, চোরা চালান রোধ করা হোক।
ধন্যবাদ আপনাকে ।Good Luck
292326
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
নোমান২৯ লিখেছেন : ভাই | প্রস্তুতি নেন |রাতের পর যেমন ভোর নাম্বে সূর্য উঠবে চিরসত্য ঠিক তেমনি এ সরকারের মুখ থেকে যেটা বেরুছে সেটা হবে এটাও চিরসত্য|কারণ এ সরকার যেঁচে যেঁচে দেশবাসীর উপকার করতে চাইছে|ধন্যবাদ ভাইয়া| Good Luck Rose
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২১
236613
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জনগণের চাহিদা যে জনগন তুলে ধরছে সেটাও সত্য । জনতার জয় হবে অনিবার্য, হয়তো দু’দিন আগে নয়তো পরে । ধন্যবাদ আপনাকে ।Good Luck Good Luck
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৮
236764
নোমান২৯ লিখেছেন : Applause Applause Applause জনতার জয় হবে অনিবার্য, হয়তো দু’দিন আগে নয়তো পরে |Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter একমত|Angel
292395
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চোরা লাইন কন্ধ করলে বিদ্যুত বিভাগের কর্মচারিদের ইনকাম হবে কিসে????
সব বিল বাড়বে কারন আমরা যে এখন এক কল্পনার জগতে বসবাস করছি!!
292399
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০৩
ইবনে আহমাদ লিখেছেন : ভাই আজ থেকে ছয় বছর আগে দিয়েছেন ৩০০ শত। এর এখন দিচ্ছেন ৯০০ টাকা।
এত মহা ডিজিটাল উন্নতি।
দাম বাড়বেই - আটকাতে পারবেন না।
কারন - অনেক দেনা হয়ে গেছে।
292665
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৬
অনেক পথ বাকি লিখেছেন : আপনার সাথে ১০০% সহমত জ্ঞাপন করলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File