তোমার উৎসাহ-অনুপ্রেরণা আজ বড় বেশি প্রয়োজন

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৬:১১ রাত

একটা কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু কি লিখবো? বুঝতে পারছি না! তাছাড়া কাকে নিয়েইবা লিখবো? কারো মায়াবী মুখ, হরিণী চোখ আমাকে এখনো মুগ্ধ করেনি। অথবা কোন এক অচেনা রূপসীর রেশমী চুল আমাকে বিভ্রান্ত করেনি। আমার এখনো ভুল হয়নি। সো...

কে হবে আমার হৃদয়ে রাণী? যে তার সবটুকুন উজাড় করে আমাকে ভালোবাসবে। হাসাবে, কখনোবা অনভিপ্রেত কাঁদাবে! তার জাদুকরী প্রেমের প্রভাবে হয়তো ছন্দ-গন্ধ-আনন্দে ভরে ওঠবে আমার লেখাসমগ্র। শব্দের উপযুক্ততা, ভাবের নিবিড়তা, ছন্দের গতিশীলতা সব মিলিয়ে আমার লেখা হয়ে ওঠবে প্রবাহমান স্রোতস্বিনী। যার কলকল ছলছল গানে মুখরিত হয়ে ওঠবে সহজ-সবুজ পল্লীলোক। আমি কখন লিখবো সেই-

‘চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী

বলে না তো কিছু চাঁদ।।

চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল

ফুল বলে না তো সে আমার ভুল

মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী

মেঘ করে না তো প্রতিবাদ।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ?’


অথবা শ্রাবণ-ধারা, শরৎ শুভ্র কাশফুল, অকপট নীলাকাশের শৈল্পিক প্রচ্ছদ, ভাদ্রের হিমেল হাওয়াতে আমি এখন বিভোর না। এখানে কেমন যেন রুক্ষতা তুষারপাতের মতো ঝরতে ঝরতে জমাট বেঁধে আছে, এ যেন হিমালয়ের পাদদেশ। কাজেই যা হবার তাই হচ্ছে। কিন্তু এটা কখনো কামনীয় না।

কে হবে আমার স্বপ্ন-চেতনায় সাহসী বীর? আঘাতের পর আঘাতে যে ভেঙ্গে দিবে হৃদয়ের সব জড়তা, বাঁধা-প্রতিবন্ধকতা। শব্দ-কথার মহা প্রশান্তে ডুবতে ডুবতে আমি হয়তো জেগে ওঠবো আবার। কোন এক সৌভাগ্যবান কৃষকের মতো রচনা করে যাবো বিশাল এক সোনালি পাথার। অজস্র সৃজন উৎসবে উচ্ছ্বাসে মেতে ওঠবে রুক্ষ এ মন। আমি হয়তো বলে ওঠবো-

‘আজ সৃষ্টি সুখের উল্লাসে

মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর

টগবগিয়ে খুন হাসে

আজ সৃষ্টি সুখের উল্লাসে।

আজকে আমার রুদ্ধপ্রাণের পল্বলে

বান ডেকে ঐ জাগলো জোয়ার দোয়ার ভাঙ্গা কল্লোলে

আসল হাসি, আসল কাঁদন

মুক্তি এল, আসল বাঁধন

মুখ ফোটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে

ঐ রিক্ত বুকের দুখ আসে

আজ সৃষ্টি সুখের উল্লাসে।’


কিংবা রাতের আঁধার, আঁধারে ঝিঁঝিঁদের গান, ব্যাঙের ডাক, তারা ভরা আকাশ, আকাশে রূপালী চাঁদ আমার কাছে এখন এ সব যেন অনুভূতিহীন কিছু শক্ত পাথর। যাদের নেই কোন ভাব, নেই কোন ভাষা। আশা তো দূরের কথা, আশার মরিচীকাও এখানে অপ্রতুল। সো...

কে হবে আমার ভাবনা-কল্পনায় রঙিলা অরুণ? যার আলোতে আমি দেখে নিব জ্ঞান বিজ্ঞানের অজানা-অচেনা রহস্যালোক। জ্ঞানের অমিয় সুধা পিয়ে যেন প্রাণ চাতকী মিটিয়ে নিবে তার অনন্ত তৃষ্ণা। ঊষা পেরিয়ে হয়তো এখানে আসবে মধ্য দুপুর। আলোর সাগরে ভেসে ভেসে আমি হয়তো আলো ফেরি করে ফিরবো শহর নগরের যান্ত্রিক অন্ধকারে। কোন এক দিন হয়তো দরাজ কণ্ঠে আমিও গেয়ে ওঠবো-

‘আমি কভু প্রশান্ত, -কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী,

আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী!

আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল,

আমি উজ্জ্বল, আমি প্রোজ্জ্বল,

আমি উচ্ছল জল-ছল-ছল, চল ঊর্মির হিন্দোল-দোল!-

আমি বন্ধনহারা কুমারীর বেনী, তন্বী নয়নে বহ্নি,

আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি!’


কিন্তু কখন আসবে সেই দিন? লেখালেখির এই জগতে এসে আমি বুঝতে পারছি- তোমার উৎসাহ-অনুপ্রেরণা আজ বড় বেশি প্রয়োজন। কিন্তু কে তুমি সে???

৪ সেপ্টেম্বর ২০১৪ খ্রিষ্টাব্দ।

আনোয়ারা, চট্টগ্রাম

(কবিতার উদ্ধৃতিগুলো নজরুলের ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়’, ‘সৃষ্টি সুখের উল্লাসে’ এবং ‘বিদ্রোহী’ কবিতা থেকে)

বিষয়: সাহিত্য

১২৭৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293992
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৫
শেখের পোলা লিখেছেন : উৎসাহ দেবে না নিরুৎসাহিত করবে জানিনা৷ দোওয়া করি যেন ভাল কাজে উৎসাহই দেয়৷
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১২
237606
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কিন্তু কে সে? আমি এখনো তাকে চিনতে পারিনি, কিংবা বুঝতে পারিনি!
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৪১
237651
শেখের পোলা লিখেছেন : চেনা জানা পরিচিত জিনিষের চাইতে অচেনা জিনিষের প্রতি আকর্ষণ বেশী হয়৷সারপ্রাইজও বলতে পারেন৷
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৯
237681
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সারপ্রাইজের অপেক্ষায় আছি। আল্লাহ যেন...
আপনাকে ধন্যবাদ অনেকGood Luck Good Luck Good Luck Good Luck
294001
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি আর কইতাম!!!
শুনেন দুনিয়ার সকল বড় কবির বউ তার আগে ইন্তেকাল করেছেন। কেবল নজরুল এর বউ বেঁচে ছিলেন কিন্তু তার সৃষ্টিক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল!!
রবিন্দ্রনাথ,ইকবাল,হাফিজ,মিলটন সবাই বেী মারা যাওয়ার আগে ও পরেই শ্রেষ্ঠ লিখাগুলি লিখেছেন। তাই তার কোন প্রয়োজন নাই। নিজেই লিখতে পারবেন!!!
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৭
237612
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর তো ভাই! কিন্তু তারা হয়তো অনেকেই বিভিন্ন মেয়ের সাথে প্রেম করেছেন কিন্তু আমি তো পারছি না। আমি কি করবো?
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০০
237624
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তুমি মিয়া সকিনার মায়ের লগে প্রেম কর এখন আবার না করতেছ
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৭
237629
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমুদ্রে একশ চুবান দেওয়া ছাড়া আর কোন চিকিৎসা দেখতিছিনা!!
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১২
237696
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সকিনার মার ছবি আর ভিডিও কে আপলোড দেয় সেইটা সবাই জানেTongue ৥শাহীন বদ্দা
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৩
237698
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সবুজ ভাই সমুদ্রে চুবায়লে যদি মারা যায়, একটা বড় আফসোস তো থেকে যাবে, তখন কি হবে?
294048
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০১:০২
আফরা লিখেছেন : এই ছোটদা একটু আগেই না বললেন কে যেন আপনাকে ভাসিয়ে নিতে চায় এখন আবার তাকেই খুজতেছেন লক্ষন তো ভাল না ছোটদা----।
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৫
237699
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কেউ আমারে ভাসিয়ে নিতে চায় কিন্তু তার জোয়ারে আমার ভাসতে ইচ্ছে হয় না। আমার কোন একজনের জোয়ারে আমার ভাসতে ইচ্ছে করে কিন্তু আমি তারে পাই না। সবার মনে হয় এমনটা হয়, কেউ প্রকাশ করে কেউ করে না। এই আর কি!
294105
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৫০
বৃত্তের বাইরে লিখেছেন : কারো উৎসাহ ছাড়া এমনিতেই ভালো লিখেন। নিজেই হয়ে যান নিজের অনুপ্রেরণা Happy Good Luck
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৬
237700
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ফেইসবুকে যখন এই লেখাটি পোস্ট দিয়েছিলাম, অনেকেই তখন আপনার এই কথাটি বলেছিল। কিন্তু আমার ভিতরে অনেক হতাশারে ভাই! মাঝে মাঝে আত্মহত্যা নিয়ে ভাবি...
294131
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৯
পুস্পগন্ধা লিখেছেন :

সো... সো... সো....

হুমম, তার ভুমিকা আসলেই অনেক Important
সঠিক সময়ে বুঝে নিন খুজে নিন..........

আশা করি খুব শীঘ্রই কারো মায়াবী মুখ, হরিণী চোখ, রেশমী চুল,অনভিপ্রেত কাঁন্না,জাদুকরী প্রেম আপনাকে মুগ্ধ করবে, বিভ্রান্ত করবেনা ইনশাআল্লাহ

যে হবে আপনার হৃদয়ে রাণী !!!!!!!!!!!!!!! Rose Rose Rose
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২০
237701
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনার কমেন্টটি এতো ভালো লাগছে। বুঝাতে পারবো না। কারন আমার ভাষা থেকে আমাকে জবাব। আপনার কাছ থেকে একটা অনুপ্রেরণা পেয়ে গেলাম কিন্তু... অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck Good Luck
294203
১৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩২
রুপসী বাংলা লিখেছেন : খুজতে থাকেন পেয়ে যাবেন
১৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৮
237743
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : খোঁজার সময় কই? সময় হলে সেই চলে আসবে... কি একটা ছবি দিলেন আপনারেও তো ঠিক মতো দেখতে পাচ্ছি না।Good Luck Good Luck Good Luck Good Luck
294358
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২৩
রফিক ফয়েজী লিখেছেন : এখনও সন্ধান পান নাই বলেই হয়তো আকাঙ্খিত লেখাটি এতো সুন্দর করে লিখতে পেরেছেন। আশায় থাকুন সমযয় এস যাবে ইনশাআল্লাহ।
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৪
237999
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আশায় আছি, ইনশাআল্লাহ ভালো কিছুই আসবে! অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck Good Luck
294817
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫২
সায়েম খান লিখেছেন : একটা ভাল বুদ্ধি দেই,ঘটক পাখি ভাইয়ের কাছে যান। এদের কি পেট নাই?
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
238320
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহাহাহা আছে। কিন্তু এখানে যার কথা বলা হয়েছে তাদের ঠিকানা পাখিদের কাছে থাকে না। অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck Good Luck
295158
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪১
প্রবাসী মজুমদার লিখেছেন : একটি সময় ছিল, যখন প্রেম করা ছিল বড়ই কঠিন। সেই কঠিণ সময়ে একটি মেয়ের ভালবাসা যেমন হৃদয়ে আন্দোলিত করত, তেমনি লাখো হিংসুটে চোখ এড়িয়ে এটিকে টিকিয়ে রাখা ছিল আর্ও কষ্ট। আজতো এটি সহজ হয়ে গিয়েছে। কিন্তু এ সহজলভ্য ভালবাসা্ও যে অনেকসময় কাল হয়ে দাড়ায়।

তবে মোদ্দা কথা হল, যে কোন মানুষে খ্যাতির শীর্ষে পৌছার জন্য প্রয়োজন
- জীবন বিদ্রোহের কঠিন দিনের পোড় খা্ওয়া অভিজ্ঞতা
- ব্যর্থ প্রেমের অসহ্য যাতনায় প্রসব করা সাহিত্য
- আপন মনকে চিন্তা চেতনা দিয়ে বিস্ফোরণ ঘটানো।

আপনার সদিচ্চার সেই অপেক্ষমান নায়িকার ছোড়ায় তীরের মত আঘাত করে ভেঙ্গে দিক এ হৃদয়কে, তার পর তৈরী হোক বিদ্রোহী কবির অহস্য আর্তনাদে শ্রেষ্ঠ কবিতা। সে অপেক্ষায় থাকলাম।
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪২
238571
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : স্যার বিয়ে ছাড়া আমার জীবনে নায়িকা আসবে না। জীবনের অভিজ্ঞতা এবং নিচের চিন্তাই একমাত্র সম্বল। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্যGood Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File