আমার অধিকার কেড়ে নিয়েছে অথচ আমি চুপ !!
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৮:১৭:১৬ রাত
দেশের জনগনের মৌলিক অধিকার ভোট সেটা কেড়ে নেওয়া হয়েছে অথচ জনগণ চুপ। তাহলে কি দেশের জনগণ এখনো অধিকার কি তা জানে না ? অধিকার কি তা বুঝে না ?নিজের অধিকারই যদি না জানি আমরা তাহলে আমাদের ক্ষমতা কি করে জানতে পারব ?
আজ দেশের জনগণ অধিকার হারিয়ে নিজের ক্ষমতা ছেড়ে দিয়েছে সৈরাচারের হাতে। দেশের ৯৫ ভাগ জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করা থেকে বঞ্চিত রয়েছে। মাত্র ৫ ভাগ ভোটারের ভোটে নির্বাচিত সরকার কখনো জনগনের সরকার হতে পারে না। আর এই ৫ ভাগ ও আবার স্বার্থের জন্য ভোট দিয়েছে। ৫ ভাগ ভোটারের ভোটে নির্বাচিত সরকার ৯৫ ভাগ মানুষের অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতার অপব্যবহার করে।
দেশের পরিস্থিতি এখন চুপ শব্দে হারিয়ে গেছে। কিছু বলতে চাইলে বলা হবে চুপ কিছু করতে চাইলে বলা হবে চুপ। অধিকার আদায়ের জন্য লড়তে চাইলে প্রশাসনকে ব্যবহার করে বলা হবে চুপ। অন্ধকার কারাগারে নিয়ে যাওয়ার মধ্যমে বলা হবে চুপ।জনগনের পক্ষের মিডিয়া থেকে শুরু করে ব্যাক্তি ,রাজনৈতিক - অরাজনৈতিক সংগঠন সবাইকে ভয় দেখিয়ে , মেরে ফেলে , গুম করে বলা হচ্ছে চুপ। এই চুপ থেকে রক্ষা পেতে হলে সোচ্চার হতে হবে।
দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সাধারণ জনগণ ইচ্ছাকৃত ভাবে রয়েছে চুপ। কিন্তু চুপ থাকবেন কেন ? এই দেশ কারো বাবার নয় এই দেশ দেশের জনগনের তাই নিজের অধিকার কারো হাতে না দিয়ে নিজের হাতে রাখুন ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করুন নিজ অবস্থান থেকে। দেশের যুব সমাজের শিক্ষা থাকার পরও চাকুরী পাচ্ছে না সরকারী দলের দলীয়করণের কারণে। অনেক মেধাবী ছাত্র তার ছাত্রত্ব হারাচ্ছে আওয়ামী সরকারের ছাত্রলীগের কারণে। দেশের গুনীজনেরা জেলে দিন কাটাচ্ছেন আওয়ামী জালিমের জুলুমের শিকার হয়ে। সময় থাকতে নিজের অধিকার বুঝতে হবে নিজের অধিকার কেড়ে আনতে হবে।
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন