আয়লোরে এক্সাম...
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৪ জুন, ২০১৪, ১১:৩২:৪৩ রাত
কত্তবড় শয়তান পোলা পরীক্ষার হলেও তাকাইয়া আছে মাইয়ার দিকে! ওরে বেঠা না লিখে এরাম তাকাইয়া থাকলে তো তারে পাবি না, লেখ লেখ...
পরীক্ষার টেনশনে
পেটে জমে গ্যাস,
গায়ে বুঝি জ্বর আসে
খাড়া হয় কেশ!
.....
এক্সাম দিতে দিতে
ক্লান্ত যে বেশ,
আর কত দিলে হবে
এক্সাম শেষ?
.....
থার্ড ইয়ার এখনো
ফোর্থ আছে বাকি,
জটে পড়ে টু ইয়ার
হয়ে গেল ফাঁকি।
.....
ছাত্ররা চাচা সব
ছাত্রীরা কাকি,
বয়সটা কি দিয়ে
বল ধরে রাখি?
৬ জুলাই, ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে ১৮ আগস্ট, ২০১৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত কঠিনভাবে লোকাল বাসের মত গড়র গড়র করে চলবে থার্ড ইয়ার ফাইনাল এক্সাম। আগামী শনিবার থেকে ফেবু/ব্লগেে আর তেমন একটা আসা হবে না। সবাই দোয়া করবেন বেশি করে (প্লিজ) অভিমানী আপুরা & মড়ুরাও...
বিষয়: সাহিত্য
১৫৩৬ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবির মত তাকাইয়া থাকবেন না।
তবে ছবিতে ছেলেটা দৃষ্টি মেয়েটার খাতার দিকেই। আমাগো তথ্য মন্ত্রি মশাই এর মত না।
এই ছোট্ট ছবিটা থেকে অনেক কিছু বুঝার আছে, নিজ দায়িত্বে বুঝে নিন। বিশেষ করে আমাদের শিক্ষা এবং আমাদের বাস্তবতা সম্পর্কে। আমরা কি শিখছি আর কি হচ্ছি???? কিংবা আমাদের ছোটদের কি হতে সাহায্য করছি??? হুয়াট ইজ এডুকেইশন? আর শিক্ষিত মানুষের স্বরূপ কি?
আমরা অনেকেই এখানে লম্বা লম্বা লেকচার দিয়ে ভালোমানুষ সাজি, গল্প কবিতা কিস্সায় অন্যকে শিক্ষা দিতে পছন্দ করি কিন্তু আমাদের পরিবারের কোন খবর নাই। এই বকধার্মিকতা দূর হোক আমাদের মাঝ থেকে। আমাদের বাস্তব জীবন হোক শিক্ষানুসৃত....
মাঝে মাঝে এসো তুমি আমাদের তরে
একেবারে না আসিলে ভুলে যাব পরে।
পরীক্ষটা ভালো হোক দোয়া করি ভাই
সবার কাছে তোমার জন্য এই দোয়া চাই।
পরীক্ষার দু'য়োদির আর টেনশনে
বই হাতা হলম হাতে ন নিলাম
ক্যাম্পাসে নেতাগিরি সেঞ্চুরি ধর্ষণে
ফেইল করে অবশেষে আতেল হলাম
আর সবচেয়ে বেশি মনে রাখবেন প্রশ্ন হাতে পাইয়া আমার মন্তব্বের কথা যাতে মনে না হয়।
ফোর্থ আছে বাকি,
জটে পড়ে টু ইয়ার
হয়ে গেল ফাঁকি।
এরকম ফাঁকি দিয়েই চলছে আমার জাতি। সুন্দর হয়েছে। ধন্যবাদ।
কবিতার ছন্দে তুলে আনা কবিকে ধন্যবাদ। ভাল লাগা রেখে গেলাম।
হৈমন্তীতে রবীঠাকুর বুঝাতে চেয়েছিলেন বিয়ে করলে ছেলেদের পড়া লেখা ভালো হয়। যে বয়সে ছেলেদের বিয়ে করা উচিৎ সে বয়সে এখন তারা পরিকল্পনা করতেছে তাদের পাশের বাড়ি টিংকির সাথে টাংকি মারার। সো সেড। অনেক ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন