আমরা স্থির নির্বিকার অটল দৃঢ়
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৪ জুন, ২০১৪, ১১:৩২:৫৭ রাত
আমরা স্থির নির্বিকার অটল দৃঢ়
-------------------------
নতুন পৃথিবী গড়ার প্রসব ব্যদনা শুরু হয়েছে
ছেলেমেয়েরা ইংরেজী আরবী ইসলামী বই নিয়ে ঘুরছে দেখছি
শহীদের রক্ত স্মৃতি আর নয়নের বারিধারা মিশে একাকার
মিছিল আর আহতদের চিৎকার একস্রোতে মিশেছে
অনেক শহীদ শরীর গুম তাই দেখতে পারিনি
ছেলে বাপের জানাজা পায়নি
মা ছেলেকে দেখেনি অনেকদিন
বোন আর ভাইয়ের মিলে মিশে ঈদ হয়নি
টিউশনীর টাকা দিয়ে জেল থেকে আমরা
ঈমানে উদ্দীপ্ত যুবকদের ছাড়িয়ে এনেছি।
হ্যান্ডকাপ পড়িয়ে থানায় এনে বেধড়ক পিঠিয়ে গুলি করেছ। এক পরিবারের সবাইকে মামলা দিয়েছ।
মিথ্যাসাক্ষী দিয়ে নাটক করে খুন করেছ।
কোটি ছেলেকে হাজার হাজার মামলা দিয়েছ।
অসংখ্য মা কেদেছে। অসংখ্য বোন কেদেছে।
অসংখ্য পিতা ও সন্তানের আহাজারীতে আরশ কেপে উঠেছে।
আমাদের বাড়ি গুলো ভেঙ্গেছ তছনছ করেছ।
আমাদের সন্তান সম্ভবাদের গ্রেফতার করেছ।
শহীদ করে তার ছেলেকেও গ্রেফতার করেছ।
গনহারে জেলের নোংরা পরিবেশে রিমান্ডে নির্যাতন করেছ।
কারো পা নেই কারো আঙ্গুল নেই কারো হাত নেই।
কেউ কেউ সর্বস্ব হারা। তবুও
তাকিয়ে দেখ আমাদের দিকে আমরা স্থির নির্বিকার অটল দৃঢ়। ধিকি ধিকি আগুন প্রজ্জলিত হয়েছে উল্কার বেগে তরুন মনে। নির্যাতন দিয়ে আগামীর বিপ্লবীদের বিচক্ষন করেছ।
প্রশান্ত মহাসাগরের হাঁর না মানা জলরাশি ধেয়ে আসছে তোমাদের ভাসিয়ে নেবে বলে।
চেয়ে দেখ তোমাদের চারপাশে আগুনের লেলিহান শিখা।
খোদায়ী গজব অত্যাসন্ন , সাবধান... থাম....
বিষয়: বিবিধ
৯১০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন