কিউটি বাথরুম (১টি কাল্পনিক ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৪ মে, ২০১৪, ১১:৫৬:৫১ রাত

মনে করি ‘লুলব্লগ’ একটি সুপরিচিত বাংলা ব্লগ। এবং ‘কিউটি বাথরুম’ ব্লগের একটি উল্লেখযোগ্য পোস্ট। এই পোস্টটি ‘ব্লগার মিস টুনি’ কর্তৃক লিখিত এবং উক্ত ব্লগসাইটে নির্বাচিত। চলুন আমরা সরাসরি দেখে আসি সেই নির্বাচিত পোস্টটি।




কিউটি বাথরুম

লিখেছেন মিস টুনি, ২৪ মে, ২০১৪, ৮.২৭ রাত

প্রিয় ব্লগার আপু এবং ভাইয়ারা, নিশ্চয় তোমরা অনেক কিউট এবং সুস্থ আছো। আজকে তোমাদের সবাইকে আমাদের ক্লিন কিউট বাথরুমের সাথে পরিচয় করিয়ে দেব। বাথরুমকে আমরা চট্টগ্রামের ভাষায় বলি টাট্টি। আমি তাকে খুউব লাইক এন্ড লাভ করি, তোমরাও হয়তো কর। আশা করি এই ছবি ব্লগ তোমাদেরও ভালো লাগবে।



ছবি ১ ‍ঃ বদনা মামা! চট্টগ্রামের ভাষায় বলা হয় লুটা। কমেডের একপাশেই তার বসবাস। আমরা প্রতিনিয়ত তাকে কঠিন ভাবে ইউস করি। সকালে ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে মাঝরাতে ঘুম থেকে উঠেও আমরা প্রায় তাকে ইউস করি। বাজারে সিলভার, পালাস্টিকসহ বিভিন্ন প্রকারের বদনা পাওয়া যায়।



ছবি ২ ঃ টু বালতি উইত মগ! এরা সবাই পালাস্টিকের তৈরি। আমাদের রেডকালার বালতি দুইটা সব সময় পানিতে ভরা থাকলেও স্কাইকালার মগটা প্রায় সময় খালি থাকে।



ছবি ৩ ঃ হারপিক হাক্কু উইৎ টু ব্রাশ। আমাদের কিউটি বাথরুমের পরিবেশ কিউট ও স্বাস্থ্যসম্মত রাখতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাথরুমের একটি নিভৃত্ব কোনে এরা অসহায় জীবন যাপন করে।



ছবি ৪ ঃ হোয়াইট কমেড! হারপিক মামা আমাদের এই কমেডটাকে সব সময় ক্লিন এবং দূর্গন্ধমুক্ত রাখে। পৃথিবীর এমন কোন লোক নাই যে এই কমেডকে লাইক করে না। কমেড তুমি সো কিউট! সো হেল্পফুল।



ছবি ৫ঃ এটি ঝরনা মনি! এটি ছেড়ে আমি প্রতিদিন গোসল সারি। আমাদের এই ঝরণা মনিটা না খুউব দুষ্ট। গোসল করতে গেলে মাঝে মাঝে অর্ধেকে আটকে যায়। অবশ্যই ট্যাঙ্কিতে পানি না থাকলে সে কি করবে? সব দোষ ঐ ট্যাঙ্কি পেটকুর।



ছবি ৬ঃ সুইট জানালা! ভেতরের দূর্গন্ধ বের হতে সে অনেক হেল্প করে। এই সুইট জানালা দিয়ে মাঝে মাঝে শীতল বাতাসও আসে। আমাদের কিউটি বাথরুমের একটি অপরিহার্য অঙ্গ।

আজকে অনেক বলে ফেললাম, আর না। জানো ভাইয়া আপুরা এগুলো ছাড়াও আমার বাথ রুমে সোপ কেইস, ওয়াটারটেপ, বৈদ্যুতিক বাল্ব, একটি সুন্দর দরজা ইত্যাদি ইত্যাদি আছে। সবার ছবি দিতে পারিনি তাই দুঃখিত। সবাই ভালো থেকো বাই বাই টাটা।

বিষয়ঃ বিবিধ

১৭৭৬ বার পঠিত। ১৪৬ টি মন্তব্য।


পাঠকের মন্তব্য

১ টিস্যূ লিখেছেনঃ দখল এখানে পরে মন্তব্য করা হবে।

ছ্যারি মিয়‍া লিখেছেনঃ টিস্যূ ভাইয়া তুমি আগে দখল করে ফেললা। আমি ভাবছি আমিই আগে করবো। এটা তাড়াতাড়ি মুছ বলছি। না হয় হাতুড়ি Time Out Time Out Time Out

মিস টুনি লিখেছেনঃ টিস্যু ভাইয়া এবং ছ্যারি ভাইয়া আপনারা এ সব কি শুরু করলেন? আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ হিহিহিহি Rose Rose Rose

২ ছ্যারি মিয়া লিখেছেনঃ আপু অসাধারণ। আপনাদের কিউটি বাথরুমটা আমার অনেক পছন্দ হয়েছে। ইচ্ছে করছে একটু ঘুরে আসতে। পোস্টটি ইস্টিকি করা হোক।

মিস টুনি লিখেছেনঃ কি যে বলনা ভাইয়া। আপনাদরেটাতে ইচ্ছে মত যান। অনেক ধন্যবাদ ছ্যারি ভাইয়াকে। Rose Rose Rose Good Luck Good Luck Good Luck

৩ মোটর বাবাঃ পুরাই একটা আকাম। আলতু ফালতু পোস্ট দিয়ে সময় নষ্ট করার সময় দরকার আছে?

মিস টুনি লিখেছেনঃ সরি ভাইয়া আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। অনেক ধন্যবাদ।

৪ বদনা মিয়া লিখেছেনঃ ইশ্ কি গন্ধ! টুনি তোমাদের বাথরুমটা কত দিন পরিষ্কার কর না? Tongue Tongue Tongue

মিস টুনি লিখেছেনঃ বদনা ভাইয়া মনে হয় গন্ধটা আপনাদের বাথরুম থেকে বের হচ্ছে। আমাদের বাথরুমে ঢুকলে আপনার আর বের হতে ইচ্ছে করবে না। হিহিহি

৫. বরুনা লিখেছেনঃ টুনি মনি খ্উুব সুইট তোমারদের বাথরুম। তোমাদের বাথরুমের জন্য শুভ কামনা রইলো। ভালো লাগলো, পোস্টটি ইস্টিকি করা হোক।

টিস্যু লিখেছেনঃ বরুনাদি তুমি আসছো। তোমাকে অনেক দিন পরে পাইছি। আজকে আর ছাড়বো না।

মিস টুনি লিখেছেনঃ বরুনা আপু অনেক দিন পরে আপনার মন্তব্য পেলাম। খুউব ভালো লাগছে। আপুমনিকে অনেক ধন্যবাদ।

সময় এবং জায়গার অভাবে সব মন্তব্য দেওয়া সম্ভব হয়নি। বাকি মন্তব্য আপনার কল্পনা করে নিন। এখানে সবই কাল্পনিক। কেউ যদি বাস্তবতার সমন্বয় খুঁজেন তাও নিছক কাকতালীয়।

বিষয়: বিবিধ

৪২৩০ বার পঠিত, ৪৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225784
২৫ মে ২০১৪ রাত ০২:২৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ছি:তুমি এত খারাপ! Time Out Time Out Time Out
২৫ মে ২০১৪ সকাল ০৯:৩৩
172855
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এখানে খারাপের কি দেখলেন ভাই? অনেক দিন ধরে হাসতে পারছি না তাই একটু হাসতে চেষ্টা করলাম। এই পোস্টটি লেখার সময় হাসতে হাসতে আমার পেট ব্যাথা করেছিল, সবাই হাসার জন্য এখানে দিয়ে দিলাম। ইস্টিকি করার জন্য অনুরোধ না করে বলছেন আমি খারাপ তাই আপনাকেও Time Out Time Out Time Out Time Out
225808
২৫ মে ২০১৪ রাত ০৩:৪৪
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ
২৫ মে ২০১৪ সকাল ০৯:৫৬
172858
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কিউটি বাথরুম বুঝি আপনার পছন্দ হয়েছে! আপনাকেও অনেক ধন্যবাদ
225823
২৫ মে ২০১৪ সকাল ০৬:১৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তো বলেনতো দেখি আ.মু.সি মিস-টুনি আপনার কি হয়? Big Grin Love Struck মিস টুনিদের বাথরুমের ছবি তোলার দায়িত্ব আপনারে দিলো ক্যান? Yahoo! Fighter Yahoo! Fighter নীলপরি খুজতে খুজতে "টয়লেট পরি"তে আটকে গেলেন বুঝি Big Grin Big Grin
২৫ মে ২০১৪ সকাল ১০:৩৭
172877
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সু.ফা.হা. টুনি আমার তৈরি একটি কাল্পনিক নারী। মানুষ তার কল্পনাকে প্রকাশ করার জন্য কিছু বাস্তবতার আশ্রয় নেয়। এখানে বাথরুমের ছবিগুলো বাস্তব। আমাদের বাথরুমের ছবি বাসার কেউ একজন তোলে দিয়েছে। কিন্তু কানিহীটা পুরাই অবাস্তব। নীলপরীও আমার তৈরি একজন কাল্পনিক নারী তাকে আমি বাস্তবে খুঁজি। কিন্তু টুনিকে কখনো খুঁজি না, তার বাস্তবতার দরকারও নাইTongue Tongue Tongue
২৫ মে ২০১৪ দুপুর ১২:২৫
172900
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মনে হচ্ছেFrustrated এব্লগ ছেড়ে পালাতে হপে আমাকে Broken Heart Broken Heart এখানে শুধু খুঁজাখুজি চলছে.... কেউ কল্পনার নীলপরী কে... আবার কেউ বাস্তব ব্লগজগতের কাউকে.... আমারতো খুঁজার মতো কেউ নাই.... তো আমি কি করবো? Crying Crying Crying
২৫ মে ২০১৪ দুপুর ১২:৪৪
172909
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আরে না ভয়ের কোন কারণ নাই। আমাদের ছেড়ে পালাবা কোথায়? একটা গান গাইতেছি- ‘কোথাও আজ পালাবার পথ খোলা নাই....’
নিজের কোন কিছু খোঁজার না থাকলে অন্যকে সাহায্য করতে পারো। অন্যেরটা খুঁজে দিতে পারো। হাহাহাহা
225824
২৫ মে ২০১৪ সকাল ০৬:২০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এখানে বিশেষ কয়েকজন ব্লগারের নাম কে মাথায় রেখে মন্তব্যকারীদের নাম দেয়া হয়েছে Day Dreaming Day Dreaming আপনার পিঠের চামড়া তুলে ফেলতে পারে ওরা যদি আপনারে একলা টয়লেটের কাছে পায় Big Grin Big Grin Time Out Time Out Rolling on the Floor Rolling on the Floor

যাইহোক .... পোস্ট কিন্তু ফাটাফাটি আনকমন হয়েছে Thumbs Up Thumbs Up
২৫ মে ২০১৪ সকাল ১০:২২
172868
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মহাবিশ্বের মানচিত্রে এই কাহিনীর বাস্তবতার কোন চিহ্ন কেউ খুঁজে পেলে তা হবে নিছক কাকতালীয়। টয়লেটে কি কেউ সঙ্গী নিয়ে যায়? সবাই একলা যায় সো কারো সাথে কারো দেখা হওয়ার সম্ভাবনা নাই। অনেক ধন্যবাদ সুপাহা
225851
২৫ মে ২০১৪ সকাল ১০:১৩
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : মুই হাসুম না কান্দুম কিছুতো বুঝবার পারছিনা !! Big Grin :-P

আপনার শেয়ারকৃত মিস টুনির কিউটি বাথরুমের ছবিগুলো একটু কম কিউট হৈসে।যা ছবি দেখে বুঝা যায়। প্রতিদিন আরো বেশী হারপিক দিয়ে ঘষার পরামর্শ রইল মিস টুনির প্রতি। তাহলে আরো উজ্জল কিউট হবে বাথরুমের ছবিগুলো ফলে ব্লগের সৌন্দর্য বাড়বে দ্বিগুণ এবং সাথে সাথে কিউট বাথরুমের জকজকা, ফকফকা ছবিগুলো দেখে ব্লগাররা প্রেমে হাবুডুবু খেতে বাধ্য হবে। :-*


যাক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য। মুডু সাবরা কই গেল¿ পোস্টটি স্টিকি করে না ক্যারে¿ :-P
২৫ মে ২০১৪ সকাল ১০:২৩
172869
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মিস টুনির প্রেমে ....?? Not Listening Not Listening মিস্টার টুনা (মানে আ.মু.সি) থাকতে এটা সম্ভব নয় Tongue Big Grin
২৫ মে ২০১৪ সকাল ১১:৫৪
172885
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : সব সম্ভব ভাই যেখানে মডুরা পর্যন্ত লুলামী ব্লগের প্রেমে হাবুডুবু খাইয়্যে নির্বাচিত করে দিতে বাধ্য হয়ে যায় সেখানে ব্লগার ভাইয়েরা প্রেমে হাবুডুবু খাবে ক্যান ¿!! Rolling on the Floor :D/
২৫ মে ২০১৪ দুপুর ১২:০৫
172889
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুপাহা এখানে মিস টুনি কোন প্রেমিকার নাম নয়। একজন কাল্পনিক ব্লগার মাত্র। সো যে কেউ তার প্রেমে পড়তে পারেন। আপনি মনে হয় টুনির প্রেমে পড়ে গেছেন?
২৫ মে ২০১৪ দুপুর ১২:০৮
172892
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর কমেন্টের জন্য মেঘে ঢাকা স্বপ্নকে অনেক ধন্যবাদ। আপনি এই পোস্টটি ইস্টিকির আবেদন করেছেন তার আবার ধন্যবাদ।
২৫ মে ২০১৪ দুপুর ১২:২৮
172903
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এত্ত নাম থাকতে "মিস টুনি" পছন্দ হলো ক্যান আ.মু.সি? Love Struck Love Struck Love Struck মিস টুনির প্রেমে পড়েই আপনি এমন কল্পনার জগতে ভাসতে শুরু করেছেন... কি ... ঠিক বলছি না? Tongue Tongue
২৫ মে ২০১৪ রাত ১১:৩০
173198
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : চট করে মাথায় আসলো এই ছাড়া আর কিছু না। না সুপাহা। মিস টুনি নামে কোন প্রেমিকার কাল্পনিক কিংবা বাস্তবিক অস্থিত্ব সম্পর্কে আমি জ্ঞাত নই। সো সে শুধু একটি কাল্পনিক নাম.....
225883
২৫ মে ২০১৪ সকাল ১১:১৩
আহমদ মুসা লিখেছেন : মারাত্মক পাটাপাটি হাসির জোক্স বটে! পোস্টটি পড়তে পড়তে যতই নিচের দিকে যাচ্ছি ততই দম ফাটানো হাসি পাচ্ছিল। আপনি দারুণ মজা করতে পারেন। মনের ভিতর লুকায়িত ক্ষোভকে কত দক্ষতার সাথেই না প্রকাশ করলেন! অথচ অনেকেই টেরই পাচ্ছে না লুকায়িত ক্ষোভকে রসিকতার সূরে প্রকাশ করেছেন। এ এক দারুণ উপস্থাপনা। ধন্যবাদ আপনাকে।
২৫ মে ২০১৪ দুপুর ১২:১৩
172895
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : স্যার আপনি এত ভিতরে যায়তেছেন কেন? একটু মজা করার জন্য ছাড়া অন্য কোন কারণ নাই। কেউ যদি কোন কারণ খুঁজে পায় তাতে আমার করার কি আছে? পড়বো মজা নিব এটাই এই লেখার উদ্দেশ্য। আপনাকে অনেক ধন্যবাদ
২৫ মে ২০১৪ দুপুর ১২:৫৭
172913
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মনের ভিতর লুকায়িত ক্ষোভ .... আমুসি ... ওটা কিসের ক্ষোভ বলেন তাড়াতাড়ি..... নয়তো দেবো আড়ি Broken Heart Broken Heart
২৬ মে ২০১৪ দুপুর ০৩:১৬
173371
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সব কিছু ভাইঙ্গা বলতে গেলে সমস্যা বাড়ে। কিছু কিছু বিষয় বুঝে নিতে হয়। কথা হচ্ছে বুঝতে হবে ডাবের পানি মিঠা কেন হাহাহাহা। ৥ সুপাহা
225884
২৫ মে ২০১৪ সকাল ১১:২২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ত্যাগেই সূখ- মানুষ যেখানে ত্যাগ করে সূখ অনুভব করে তার সুন্দর এবং ব্যাঙ্গাত্মক বর্ণনাটি আমাগো ব্লগের বেটিগোর মাথার ভিতর আপনে ৪২০ আই মিন ফোর টুয়েন্টি ডিগ্রী তাপমাত্রার আগুন জ্বালাইয়া দিলেন। হেতারগো আন্তরে এভাবে আগুনের লেলিহানে যে তাপ সৃষ্টি করলেন তাতে তো আশপাশের সব কিছু জইল্যা ছাই হয়ে বাতাসের সাথে উড়াইয়া দিবো।
একটু সাবধানে থাইখ্যান। ধরা খেলে কেউ উদ্ধার করতে যাওয়ারও সাহস করবে না।
২৫ মে ২০১৪ সকাল ১১:৫৭
172886
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : এক্কেরে গোড়ায় হাত দিয়ে ফেলছেন দেখছি........ হা হা.
সহমত দাদা! Winking)
২৫ মে ২০১৪ দুপুর ১২:১৫
172896
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনি যেখানে যান সেখানে শুধু গ্যাঞ্জাম পাকান। এখানে বেটিগোর অন্তরে আগুন ধরার কি আছে। তাদেরকে নিয়ে তো এখানে কিছু বলা হয়নি। শুধু মিস টুনি একজন কাল্পনিক মেয়ে এই আর কি! আমি কিন্তু মেয়েদেরকে খুব ভালোবাসি সো রাগ করার প্রশ্নই আসে না।
225899
২৫ মে ২০১৪ দুপুর ১২:১৩
egypt12 লিখেছেন : হুম পোস্টটি ইস্তিকি করা হউক Big Grin Big Grin Big Grin
২৫ মে ২০১৪ দুপুর ১২:৪৭
172910
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : টুনি কিন্তু আপনার লগে খুউব রাগ কব্বে! আপনি ইস্টিকি না বলে ইস্তিকি বলছেন যে। আমি টুনিকে বলে দিবো। উহ্হ টুনি কিন্তু আপনাকে চিনে ভালোবাসে হাহাহাহা
২৫ মে ২০১৪ দুপুর ১২:৫৬
172912
egypt12 লিখেছেন : হায় আল্লা Crying Crying Crying Worried Worried Worried
২৬ মে ২০১৪ দুপুর ০৩:১৯
173373
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : টুনি ভালোবাসার কথা শোইনা হাসান ভাই মনে হয় ভয় পায়ছেন...সমস্যা নাই
২৭ মে ২০১৪ সকাল ০৯:০৩
173767
egypt12 লিখেছেন : হুম Worried
225904
২৫ মে ২০১৪ দুপুর ১২:১৯
ইমরান ভাই লিখেছেন : আপনার টুনির ছোটঘড়ে টিসু কই? এই নেন...

২৫ মে ২০১৪ দুপুর ১২:৫৩
172911
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ব্লগার টিস্যুর কথা আসলেও টিসুর কথা আসেনি। আপনাকে ধন্যবাদ ছবিসহ দিয়ে দেওয়ার জন্য। আপনার প্রথম কমেন্টটা মুছে দিলাম কারণ ওখানে সরাসরি কিছু ব্লগারদের নাম উল্লেখ ছিল। কাউকে হেয় করে এই ব্লগ নয় মূলত সবাই হাসার জন্য। চলেন হাসি হাহাহাহাহা
২৫ মে ২০১৪ বিকাল ০৫:১৭
173052
ইমরান ভাই লিখেছেন : Crying Crying Crying আপনি আমার কমেন্টস ডিলেট করলেন আর আমি হাসবো Worried Worried Worried Crying Crying Worried Worried আমিওতো হাসার জন্যই কমেন্টস করেছিলুম Rolling Eyes Rolling Eyes Broken Heart Broken Heart
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২১
173492
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ইমরান ভাই আপনি কাঁদিয়েন না। আপনি সরাসরি কয়েকজনের নাম দিয়ে দিছেন তো, তাতে ওরা কষ্ট পাবে। এটা মূলত হাসির পোস্ট তাই, চলেন আবার হাসি হাহাহাহহাা
১০
225919
২৫ মে ২০১৪ দুপুর ১২:৪২
বিন হারুন লিখেছেন : আহারে কি শান্তি আকাশে-বাতাসে!!
২৬ মে ২০১৪ দুপুর ০৩:৩৮
173387
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আকাশে বাতাসের শান্তির চেয়ে কিউটি বাথরুমের শান্তি আরো বেশি উপভোগ্য। কারণ এটার সাথে রীতিমত মানসম্মানের প্রশ্ন জড়িত, তাইতো আপনাদের জন্য এই আয়োজন। অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।
১১
226266
২৬ মে ২০১৪ রাত ০১:২১
ওয়াচডগ বিডি লিখেছেন : মাঝ রাতে হাসতে হাসতে.।.।.।.। সব মিলিয়ে ধন্যবাদ আপনাকে।
২৬ মে ২০১৪ দুপুর ০৩:৩৯
173388
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এখানে চরম একটা ব্যঙ্গতা লুকিয়ে আছে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
১২
227074
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
দিগন্তে হাওয়া লিখেছেন : ভাল লাগেনি Winking
২৯ মে ২০১৪ রাত ০৮:৪৭
174967
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অস্বাভাবিক! কিন্তু কেন?
২৯ মে ২০১৪ রাত ১০:২৫
174996
দিগন্তে হাওয়া লিখেছেন : বাথরুম সংক্রান্ত তো Happy
৩১ মে ২০১৪ বিকাল ০৪:৫৮
175401
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মানুষের প্রিয় স্থানগুলোর একটি বাথরুম...
১৩
228755
৩১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
আহ জীবন লিখেছেন : কি সুন্দইরযু কি সুন্দইরযু, বদ্দা ফাডাফাডি জিনিস আমদানি কইজ্জন অনে। মিস টুনিঢ়ে জিজ্ঞাইওন ত অনে কাম সারি আরে হাত ন ধোয়? বাংলা সাবানের এডভেডাইচ ন করে কেয়া?
০২ জুন ২০১৪ দুপুর ০২:২৭
176210
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ধইন্নোবাদ ধইন্নোবাদ বদ্দা। বাংলা সাবান দিতে হেতি ভুলি গেইগোয়। অনে দি দন না।
১৪
229581
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৪৫
আহ জীবন লিখেছেন :


বাংলা সাবান টোআই ন পাই। ইবা দিয়ারে আপাতত চালান পরিব।
০৩ জুন ২০১৪ সকাল ১১:২২
176641
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এহন অবশ্যই বাংলা সাবান ইউস হম অয়। ডেটল সাবান মনে হয়। ধইন্নোবাদ ধইন্নোবাদ বদ্দা অনরেGood Luck Good Luck Good Luck
১৫
231869
০৭ জুন ২০১৪ বিকাল ০৫:১৯
মাটিরলাঠি লিখেছেন : ভাই দেরী করে আপনার পোস্টটি পড়লাম। জটিল, কঠিন একটি পোস্ট। আপনার সেন্স অফ হিউমারের প্রশংসা না করে পারছিনা। অনেক অনেক ধন্যবাদ।
০৮ জুন ২০১৪ রাত ১২:০৮
178845
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ অনেক দিন পরে হলেও পড়ার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File