কিউটি বাথরুম (১টি কাল্পনিক ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৪ মে, ২০১৪, ১১:৫৬:৫১ রাত
মনে করি ‘লুলব্লগ’ একটি সুপরিচিত বাংলা ব্লগ। এবং ‘কিউটি বাথরুম’ ব্লগের একটি উল্লেখযোগ্য পোস্ট। এই পোস্টটি ‘ব্লগার মিস টুনি’ কর্তৃক লিখিত এবং উক্ত ব্লগসাইটে নির্বাচিত। চলুন আমরা সরাসরি দেখে আসি সেই নির্বাচিত পোস্টটি।
কিউটি বাথরুম
লিখেছেন মিস টুনি, ২৪ মে, ২০১৪, ৮.২৭ রাত
প্রিয় ব্লগার আপু এবং ভাইয়ারা, নিশ্চয় তোমরা অনেক কিউট এবং সুস্থ আছো। আজকে তোমাদের সবাইকে আমাদের ক্লিন কিউট বাথরুমের সাথে পরিচয় করিয়ে দেব। বাথরুমকে আমরা চট্টগ্রামের ভাষায় বলি টাট্টি। আমি তাকে খুউব লাইক এন্ড লাভ করি, তোমরাও হয়তো কর। আশা করি এই ছবি ব্লগ তোমাদেরও ভালো লাগবে।
ছবি ১ ঃ বদনা মামা! চট্টগ্রামের ভাষায় বলা হয় লুটা। কমেডের একপাশেই তার বসবাস। আমরা প্রতিনিয়ত তাকে কঠিন ভাবে ইউস করি। সকালে ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে মাঝরাতে ঘুম থেকে উঠেও আমরা প্রায় তাকে ইউস করি। বাজারে সিলভার, পালাস্টিকসহ বিভিন্ন প্রকারের বদনা পাওয়া যায়।
ছবি ২ ঃ টু বালতি উইত মগ! এরা সবাই পালাস্টিকের তৈরি। আমাদের রেডকালার বালতি দুইটা সব সময় পানিতে ভরা থাকলেও স্কাইকালার মগটা প্রায় সময় খালি থাকে।
ছবি ৩ ঃ হারপিক হাক্কু উইৎ টু ব্রাশ। আমাদের কিউটি বাথরুমের পরিবেশ কিউট ও স্বাস্থ্যসম্মত রাখতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাথরুমের একটি নিভৃত্ব কোনে এরা অসহায় জীবন যাপন করে।
ছবি ৪ ঃ হোয়াইট কমেড! হারপিক মামা আমাদের এই কমেডটাকে সব সময় ক্লিন এবং দূর্গন্ধমুক্ত রাখে। পৃথিবীর এমন কোন লোক নাই যে এই কমেডকে লাইক করে না। কমেড তুমি সো কিউট! সো হেল্পফুল।
ছবি ৫ঃ এটি ঝরনা মনি! এটি ছেড়ে আমি প্রতিদিন গোসল সারি। আমাদের এই ঝরণা মনিটা না খুউব দুষ্ট। গোসল করতে গেলে মাঝে মাঝে অর্ধেকে আটকে যায়। অবশ্যই ট্যাঙ্কিতে পানি না থাকলে সে কি করবে? সব দোষ ঐ ট্যাঙ্কি পেটকুর।
ছবি ৬ঃ সুইট জানালা! ভেতরের দূর্গন্ধ বের হতে সে অনেক হেল্প করে। এই সুইট জানালা দিয়ে মাঝে মাঝে শীতল বাতাসও আসে। আমাদের কিউটি বাথরুমের একটি অপরিহার্য অঙ্গ।
আজকে অনেক বলে ফেললাম, আর না। জানো ভাইয়া আপুরা এগুলো ছাড়াও আমার বাথ রুমে সোপ কেইস, ওয়াটারটেপ, বৈদ্যুতিক বাল্ব, একটি সুন্দর দরজা ইত্যাদি ইত্যাদি আছে। সবার ছবি দিতে পারিনি তাই দুঃখিত। সবাই ভালো থেকো বাই বাই টাটা।
বিষয়ঃ বিবিধ
১৭৭৬ বার পঠিত। ১৪৬ টি মন্তব্য।
পাঠকের মন্তব্য
১ টিস্যূ লিখেছেনঃ দখল এখানে পরে মন্তব্য করা হবে।
ছ্যারি মিয়া লিখেছেনঃ টিস্যূ ভাইয়া তুমি আগে দখল করে ফেললা। আমি ভাবছি আমিই আগে করবো। এটা তাড়াতাড়ি মুছ বলছি। না হয় হাতুড়ি
মিস টুনি লিখেছেনঃ টিস্যু ভাইয়া এবং ছ্যারি ভাইয়া আপনারা এ সব কি শুরু করলেন? আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ হিহিহিহি
২ ছ্যারি মিয়া লিখেছেনঃ আপু অসাধারণ। আপনাদের কিউটি বাথরুমটা আমার অনেক পছন্দ হয়েছে। ইচ্ছে করছে একটু ঘুরে আসতে। পোস্টটি ইস্টিকি করা হোক।
মিস টুনি লিখেছেনঃ কি যে বলনা ভাইয়া। আপনাদরেটাতে ইচ্ছে মত যান। অনেক ধন্যবাদ ছ্যারি ভাইয়াকে।
৩ মোটর বাবাঃ পুরাই একটা আকাম। আলতু ফালতু পোস্ট দিয়ে সময় নষ্ট করার সময় দরকার আছে?
মিস টুনি লিখেছেনঃ সরি ভাইয়া আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। অনেক ধন্যবাদ।
৪ বদনা মিয়া লিখেছেনঃ ইশ্ কি গন্ধ! টুনি তোমাদের বাথরুমটা কত দিন পরিষ্কার কর না?
মিস টুনি লিখেছেনঃ বদনা ভাইয়া মনে হয় গন্ধটা আপনাদের বাথরুম থেকে বের হচ্ছে। আমাদের বাথরুমে ঢুকলে আপনার আর বের হতে ইচ্ছে করবে না। হিহিহি
৫. বরুনা লিখেছেনঃ টুনি মনি খ্উুব সুইট তোমারদের বাথরুম। তোমাদের বাথরুমের জন্য শুভ কামনা রইলো। ভালো লাগলো, পোস্টটি ইস্টিকি করা হোক।
টিস্যু লিখেছেনঃ বরুনাদি তুমি আসছো। তোমাকে অনেক দিন পরে পাইছি। আজকে আর ছাড়বো না।
মিস টুনি লিখেছেনঃ বরুনা আপু অনেক দিন পরে আপনার মন্তব্য পেলাম। খুউব ভালো লাগছে। আপুমনিকে অনেক ধন্যবাদ।
সময় এবং জায়গার অভাবে সব মন্তব্য দেওয়া সম্ভব হয়নি। বাকি মন্তব্য আপনার কল্পনা করে নিন। এখানে সবই কাল্পনিক। কেউ যদি বাস্তবতার সমন্বয় খুঁজেন তাও নিছক কাকতালীয়।
বিষয়: বিবিধ
৪২৩০ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের কোন কিছু খোঁজার না থাকলে অন্যকে সাহায্য করতে পারো। অন্যেরটা খুঁজে দিতে পারো। হাহাহাহা
যাইহোক .... পোস্ট কিন্তু ফাটাফাটি আনকমন হয়েছে
আপনার শেয়ারকৃত মিস টুনির কিউটি বাথরুমের ছবিগুলো একটু কম কিউট হৈসে।যা ছবি দেখে বুঝা যায়। প্রতিদিন আরো বেশী হারপিক দিয়ে ঘষার পরামর্শ রইল মিস টুনির প্রতি। তাহলে আরো উজ্জল কিউট হবে বাথরুমের ছবিগুলো ফলে ব্লগের সৌন্দর্য বাড়বে দ্বিগুণ এবং সাথে সাথে কিউট বাথরুমের জকজকা, ফকফকা ছবিগুলো দেখে ব্লগাররা প্রেমে হাবুডুবু খেতে বাধ্য হবে। :-*
যাক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য। মুডু সাবরা কই গেল¿ পোস্টটি স্টিকি করে না ক্যারে¿ :-P
একটু সাবধানে থাইখ্যান। ধরা খেলে কেউ উদ্ধার করতে যাওয়ারও সাহস করবে না।
সহমত দাদা! )
বাংলা সাবান টোআই ন পাই। ইবা দিয়ারে আপাতত চালান পরিব।
মন্তব্য করতে লগইন করুন