বিদায় হে মোর... Crying

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৯ এপ্রিল, ২০১৪, ০২:২০:০৬ দুপুর

‘বিদায় হে মোর বাতায়ন পাশে নিশীত জাগার সাথী

ওগো বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি।’


কাজী নজরুল ইসলামের লাইন দুটি আজ হৃদয় বেতারে খুব বাজছে। কেন জানি না। অনেকগুলো খণ্ড খন্ড ঘটনা মিলে মানুষের জীবন একটি অখণ্ডভাবমূর্তিতে প্রবাহিত হয়। ব্লগে কিছু দিন লেখালেখিও আমার জীবনে একটি উল্লেখ যোগ্য খণ্ডাংশ হয়ে থাকবে। হয়তো আমি কখনো ভুলতে পারবো না। না এই ব্লগকে, না এই ব্লগারদেরকে। তারিখ মুনাওয়ারের একটি গান শোনেছিলাম- ‘আখিঁর আড়াল হলে মনেরও আড়াল হয়, সে কথাটি সত্য কি জানি না’। হয়তো আমাকেও আস্তে আস্তে এই জেনেও না জানা সত্যের দিকে হাঁটতে হবে। ভুলে যেতে হবে সবাইকে। মানুষের জীবনটা বোধ হয় এমনই, ‘পুরাতনের বিদায় শোককে ভুলে, নতুনের আগমনী উৎসবে মেতে উঠা। অনন্ত জীবনের দিকে নিরন্তর ছুঠে চলা।’

আজ এক বছরের চেয়েও বেশি দিন টুডেতে আছি! অনেক কিছু পেয়েছি- অনেক ভালো লেখক, তাদের হৃদয়হরণী লেখা, কয়েক ভালোবন্ধুও {আব্দুল্লাহ শাহীনের নাম এখানে বলতেই হবে, যাকে আমি বদ্দা(চট্টগ্রামের ভাষায় বড় ভাই), আর সে আমাকে ছোটদা(তাদের সিলেটি ভাষায় নাকি ছোট ভাই) বলে ডাকে। ব্লগের চেয়ে ফেইসবুকে আমাদের আরো বেশি জমে}। ব্লগে আমার পাওয়ার ডোল আজ কানায় কানায় পূর্ণ না হলেও অনেক অনেকাটা সবল কিন্তু আমি দিতে পারিনি কিছুই। কয়েকটি আলতু ফালতু ছড়া/কবিতা আর কিছু লেখা। গল্প/প্রবন্ধ/স্মৃতিকথা? যে গুলোকে আমি নিজেও কোন শ্রেণিতে রাখতে পারি না। লেখার পর আমি চিন্তা করি, এটা আমি কি লিখলাম?

যাই হোক, তারপরও যারা কষ্ট করে আমার আলতু ফালতু লেখাগুলো পড়েছেন, কমেন্ট করে উৎসাহ দিয়েছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের এই ঋণ শোধ করার নয় -আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি বিশেষ করে ক্ষমা প্রার্থী কিছু নারী ব্লগারদের কাছে। যারা আমার বিভিন্ন কমেন্ট/পোস্টে কষ্ট পেয়ে আমাকে এড়িয়ে গেছেন। সো সরি আপু/ভাবি/দাদি/আন্টিরা। টুডে কতৃপক্ষের কাছেও আমি কৃতজ্ঞ, তাদের এই ব্লগে আমি- আমার কিছু মুখের কথা, মনের কথা শেয়ার করার সুযোগ পেয়েছি। প্লিজ সবাই এই অভাগারে ক্ষমা করবেন, প্লিজ প্লিজ প্লিজ।

শেষ বারের মত সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাইকে আল্লাহ ভালো রাখুস, সুস্থ রাখুন। আপনাদের লেখার মান, ভাষাকে আরো শানিত করুন। আমার জন্য দোয়া রাখবেন, আবারও সবার কাছে ক্ষমাপ্রাথী। কবি সুকান্তের কয়েকটি লাইন বলে যেতে চাই-

‘প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা-

কবিতা তোমায় দিলাম আজ ছুটি,

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়ঃ

পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’


বিষয়: বিবিধ

১৭০৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205051
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, এত সুন্দর এতদিন কোথায় ছিল
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৫
156080
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : টেস্ট পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট না দিতেই ফাইনাল পরীক্ষা নোটিশ। মে-তে নাকি পরীক্ষা। আর যাই কই? মাথাটা পুরাই হ্যাঙ্ক। পড়তেই হবে -এটাই এখন সবচেয়ে বড় ফরজ আমার জন্য। সো দোয়া করবেন সবাই। এই জন্য সাময়িক বিদায়।
205108
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : ব্যাপার কি? কোন সমস্যা?? হঠাৎ বিদায় চাইছেন কেন???
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৮
156083
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : টেস্ট পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট না দিতেই ফাইনাল পরীক্ষা নোটিশ। মে-তে নাকি পরীক্ষা। আর যাই কই? মাথাটা পুরাই হ্যাঙ্ক। পড়তেই হবে -এটাই এখন সবচেয়ে বড় ফরজ আমার জন্য। সো দোয়া করবেন সবাই। এই জন্য সাময়িক বিদায়।
205154
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৪
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৯
156087
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : টেস্ট পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট না দিতেই ফাইনাল পরীক্ষা নোটিশ। মে-তে নাকি পরীক্ষা। আর যাই কই? মাথাটা পুরাই হ্যাঙ্ক। পড়তেই হবে -এটাই এখন সবচেয়ে বড় ফরজ আমার জন্য। সো দোয়া করবেন সবাই। এই জন্য সাময়িক বিদায়।
205196
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছোটদা কই যাইবা ?
যাওন টাওন চলবে না ,
আমরা সেটা মানব না।
লিখতে হবে ,
মনের আপন রঙ্গে !!
ছোটদা অনেক ধন্যবাদ তোমাকে এই ছোট্র মানুষটিকে আপন করে নেওয়ার জন্য।
তুমি কিছু পোস্ট দিয়েছিলে ব্লগের সমালোচনা করে সেটা তো ভালো কথা ,,সমালোচনা কখনো খারাপ হয় না বা আপন জনের বিপক্ষে যায় না বরং পক্ষে যায়।
আমার মতে টুডে ব্লগ তোমাকে তাদের সমালোচক হিসেবে গ্রহণ করেছে দুশমন নয়।
তুমি কি দেখো নি সেদিন একটি পোস্ট দিয়েছিলে "সিবিএফ চট্টগ্রামের চা চক্র"সেটা নির্বাচিত হয়েছে টুডে ব্লগ তোমার বন্ধু শত্রু নয়।
আমাদের সবার প্রিয় টুডে ছেড়ে আমরা কোথায় যেতে পারিনা। যদি টুডে ছেড়ে যাওয়া হয় সেটা হবে ব্লগ ছেড়ে যাওয়া হয় সেটা হবে টুডের সাথে প্রতারণা ,কারণ যে ব্লগ আমাদের জন্য অনেক কষ্ট করতেছে বারবার সরকার ব্লগ কে বন্ধ করার পায়তারা করতেছে আর ব্লগ সেটার বিরুদ্ধে লড়তেছে শুধু আমাদের জন্য।
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৭
156140
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ‘তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেছে মুখে/ সারা পৃথিবীর যত ভাষা আছে....’
205227
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
অজানা পথিক লিখেছেন : এত ইমোশনাল! এত প্রান্তীক ব্ক্তব্য ছুড়ে দিলে হয় নাকি!!
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৩
156090
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : টেস্ট পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট না দিতেই ফাইনাল পরীক্ষা নোটিশ। মে-তে নাকি পরীক্ষা। আর যাই কই? মাথাটা পুরাই হ্যাঙ্ক। পড়তেই হবে -এটাই এখন সবচেয়ে বড় ফরজ আমার জন্য। সো দোয়া করবেন সবাই। এই জন্য সাময়িক বিদায়।
205242
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি হইসে????
বিয়া করতেসেন নাকি ব্লগ ছাড়ার চিন্তা।
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৫
156092
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : টেস্ট পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট না দিতেই ফাইনাল পরীক্ষা নোটিশ। মে-তে নাকি পরীক্ষা। আর যাই কই? মাথাটা পুরাই হ্যাঙ্ক। পড়তেই হবে -এটাই এখন সবচেয়ে বড় ফরজ আমার জন্য। সো দোয়া করবেন সবাই। এই জন্য সাময়িক বিদায়।
205323
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৩
নিভৃত চারিণী লিখেছেন : ‘প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা-

কবিতা তোমায় দিলাম আজ ছুটি,

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়ঃ

পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’

আমার খুব প্রিয় এই অংশটুকু।
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৬
156093
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি কই কি! আপ আপনারা শোনেন কি! যাক ভালোই!
205391
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৪
প্যারিস থেকে আমি লিখেছেন : এটা আবার কোন কথা! আপনার বিরুদ্ধে গণজাগরন মঞ্চ তৈরী করা হবে।
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪১
156099
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : গণজাগরণ এখন ঠাণ্ডা হয়ে গেছে, ওরা জাগতে পারবে না। সো এত কষ্ট করার দরকার নাই বড় ভাই!
টেস্ট পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট না দিতেই ফাইনাল পরীক্ষা নোটিশ। মে-তে নাকি পরীক্ষা। আর যাই কই? মাথাটা পুরাই হ্যাঙ্ক। পড়তেই হবে -এটাই এখন সবচেয়ে বড় ফরজ আমার জন্য। সো দোয়া করবেন সবাই। এই জন্য সাময়িক বিদায়।
১৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১০
156307
প্যারিস থেকে আমি লিখেছেন : যাক তাহলে সাময়ীক।দোয়া থাকলো এক বস্তা ভাল ফল নিয়ে আসবেন।(ফল মানে ফলাফল)
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৬
159654
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আশাকরি ফল তেমন মজা হবে না! বেশি পেঁকে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে
205439
১০ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৭
মাটিরলাঠি লিখেছেন : বিদায় কেন? পোষ্টতো আমার মাথার উপর দিয়া গেল?
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
156133
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : টেস্ট পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট না দিতেই ফাইনাল পরীক্ষা নোটিশ। মে-তে নাকি পরীক্ষা। আর যাই কই? মাথাটা পুরাই হ্যাঙ্ক। পড়তেই হবে -এটাই এখন সবচেয়ে বড় ফরজ আমার জন্য। সো দোয়া করবেন সবাই। এই জন্য সাময়িক বিদায়।
১০
205452
১০ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৬
বৃত্তের বাইরে লিখেছেন : আমার যাবার সময় হল দাও বিদায়---নজরুলের এই গানটা গেয়ে বিদায় নিলে বুঝতাম সত্যি বিদায় নিয়েছেন। লেখার শেষে এসে বুঝলাম কবিতাকে বিদায় জানিয়েছেন। কবিতা ছেড়ে এখন থেকে গল্প লিখবেন বললে পাঠকদের এত প্রশ্ন করতে হতোনা। যাক ভাল হল আমরা আরেকজন গল্পকার কে পেলাম। এগিয়ে যান। শুভকামনা রইল Good Luck Good Luck Rose
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৮
156108
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ঠিকমত কবিতার ছন্দ বুনতে পারি না, আবার গল্প, মামু যামু কই?

টেস্ট পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট না দিতেই ফাইনাল পরীক্ষা নোটিশ। মে-তে নাকি পরীক্ষা। আর যাই কই? মাথাটা পুরাই হ্যাঙ্ক। পড়তেই হবে -এটাই এখন সবচেয়ে বড় ফরজ আমার জন্য। সো দোয়া করবেন সবাই। এই জন্য সাময়িক বিদায়।
১১
205595
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৫
ইক্লিপ্স লিখেছেন : যায়েন না গো ভাই Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৯
156116
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যাক অনন্ত এই কথা বলার জন্য হলেও আপনি আমার ওয়ালে আসলেন। অামি খুশি...!
টেস্ট পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট না দিতেই ফাইনাল পরীক্ষা নোটিশ। মে-তে নাকি পরীক্ষা। আর যাই কই? মাথাটা পুরাই হ্যাঙ্ক। পড়তেই হবে -এটাই এখন সবচেয়ে বড় ফরজ আমার জন্য। সো দোয়া করবেন সবাই। এই জন্য সাময়িক বিদায়।
১২
207472
১৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৮
egypt12 লিখেছেন : কিসের বিদায়!!! কোন বিদায় নেই মৃত্যুর আগ পর্যন্ত ব্লগিং করে যাবেন Frustrated
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০১
156119
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হায় হায় তাইলে তো শেষ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File