আপনি কি জানেন মওদুদী সাহেবের ক্যারামতির ঝাড় ফুক বাচ্চা সুস্থ করতো?

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ০৯ এপ্রিল, ২০১৪, ০২:৩২:৪১ দুপুর

আপনি কি জানেন মওদুদীর ক্যারামতি ঝাড় ফুক বাচ্চা সুস্থ করতো? না জানলে পড়েনঃ

"এক ছেলে মওদুদী কে বললো আপনাকে আমি সপ্নে দেখেছি যে আমাকে আপনি জন্ম নিয়ন্ত্রন বইটি দিয়ে পড়তে বলেছেন,

মওদুদীঃ বললো পড়েছেন ওইটা?

ছেলেঃ হ্যা,

মওদুদীঃতাহলে বিয়ের পর আমল করতে থাকবেন,

এরপর বিয়ের পর ছেলেটা একদিন তার ৬ বা ৭ মাসের রুগ্ন শিশুটা নিয়ে দাওয়া খানায় যাওয়ার পথে মওদুদীর সাথে দেখা হয় এবং তাকে বলে যে শিশুটা র ভয়ানক অসুখ,

মওদুদী বাচ্চা টাকে ফু দিয়ে দিলেন,

ছেলেটা রসিকতা করে বললো মাওলানা! ঝাড় ফুঁকের কাজ ও করেন নাকি?

মওদুদী বলেনঃ জি হাঁ করি বৈ কি,আপনার মতো সূফী সাহেবরা খামোখাই আমাকে ওহাবী বলে প্রচার করেন,

যাক ছেলেটা বাড়ি চলে যায় স্ত্রী বলে ওষুধ কোথায়?ছেলেটা ঘটনা বলে বলল ওষুধ ছাড়াই সুস্থ হয়ে উঠলো,

সূত্রঃ মওদুদীর জীবনী, একটি জীবন একটি ইতিহাস ৩১৭ পৃঃ

কত বড় কেরামতি দেখছেন নাকি? কবিরাজ সাহেব ঝাড় ফুক দিয়া ক্যারামতি দেখায়

সাবধান এইটা অন্য কেউ করলেই কিন্তু শির্ক বেদাত,মওদুদী করলে সহীহ ইসলামী ঝাড় ফুক ।

:D/ Day Dreaming I Don't Want To See I Don't Want To See I Don't Want To See

বিষয়: বিবিধ

১৭৮৫ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205099
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৫
শফিউর রহমান লিখেছেন : বইটার কোন ডাউনলোড লিঙ্ক জানা আছে?
১৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৬
155747
অপ্রিয় সত্য কথা লিখেছেন : না লিংক নাই।
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
156350
শফিউর রহমান লিখেছেন : আমি বইটা পরেছি। এমন কোন কথা আমি দেখি নি। তাই লিঙ্ক আছে কিনা জিজ্ঞেস করলাম।
205111
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৪
ডাহুকী লিখেছেন : কেন সুরা ফাতিহা (সুরাতুশ শিফা) পড়ে তো ফু দেয়া যায়। আমার সন্তান অসুস্খ হলে আমিও সুরা ফাতিহা পড়ে ফু দিয়েছি। রেফারেন্স : বুখারী-৪৬৪১ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
১৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৮
155749
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আল্লাহর শুকরিয়া আমিও এ আমল করে থাকি।
কথা হল একজনে করলে কারামতি আরেকজনে করলে শিরক???
ইহা কোন দরনের ভন্ডামী।
205116
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫১
তথ্য অধিকার লিখেছেন : বাক বিষয়--কুরআন পড়ে যদি অশুভ শক্তি বা জ্বীন তাড়ানো যায় এবং মউতের কাছে ছোয়াব পৌছানো যায়-তবে রোগীর ওপর ফুঁ দিলে বেদাত হবে--কোন যুক্তিতে বুঝলাম না!!!
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০১
156976
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আল্লাহর শুকরিয়া আমিও এ আমল করে থাকি।
কথা হল একজনে করলে কারামতি আরেকজনে করলে শিরক???
ইহা কোন দরনের ভন্ডামী।
205149
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৬
আমি মুসাফির লিখেছেন : সমাজে এমন কিছু লোক আছে অযথাই তর্ক করে যেমন এই লেখক ভাই। অনেক ধন্যবাদ
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
156951
অপ্রিয় সত্য কথা লিখেছেন : অপ্রিয় সত্য কথা অনেকের কাছে তিতা লাগে ,যেমন আপনার কাছে।
রামে করলে লীলা খেলা,আর আমরা করলে দোষ!! ইহা কোন ধরনের ভন্ডমী??
205150
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২১
মোস্তাফিজুর রহমান লিখেছেন : হাদীসে তাবিজ জুলাতে নিষেধ করা হয়েছে, আর কোরআনের আয়াত পড়ে ফু দেয়ায় উতসাহ দেয়া হযেছে। সুরা ফাতিহার একটি নামই শিফা।
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০১
156977
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আল্লাহর শুকরিয়া আমিও এ আমল করে থাকি।
কথা হল একজনে করলে কারামতি আরেকজনে করলে শিরক???
ইহা কোন দরনের ভন্ডামী।
205151
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২২
মোস্তাফিজুর রহমান লিখেছেন : হাদীসে তাবিজ ঝুলাতে নিষেধ করা হয়েছে, আর কোরআনের আয়াত পড়ে ফু দেয়ায় উতসাহ দেয়া হযেছে। সুরা ফাতিহার একটি নামই শিফা।
205153
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৩
শিশির ভেজা ভোর লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor মওদুদীর কেরামতি
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০২
156978
অপ্রিয় সত্য কথা লিখেছেন : একজনে করলে কারামতি আরেকজনে করলে শিরক???
ইহা কোন দরনের ভন্ডামী !
এক্ই বলে সেলুকাস..
205164
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৫
আল সাঈদ লিখেছেন : জ্বীনে আসর করছে ভাই?
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০২
156980
অপ্রিয় সত্য কথা লিখেছেন : একজনে করলে কারামতি আরেকজনে করলে শিরক???
ইহা কোন দরনের ভন্ডামী !
এক্ই বলে সেলুকাস..
205197
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
সুস্থ মন লিখেছেন : ঝাড় ফুঁক বুঝিনা তবে কোরআনের আয়াত পড়ে রোগীর শরীরে ফুঁ দেওয়ার নিয়ম আছে ।
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
156981
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আল্লাহর শুকরিয়া আমিও এ আমল করে থাকি।
কথা হল একজনে করলে কারামতি আরেকজনে করলে শিরক???
ইহা কোন দরনের ভন্ডামী।
১০
207049
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ঝাড় ফুঁক শিরকী এটা কেউ বলেনা। কুরআনের আয়াত পড়ে ঝাড় ফুঁক জায়েয আছে।

তাবিজ কবজ বিদয়াতী।

আপনি যেভাবে ফিতনা ছড়াচ্ছেন সেটাও বড় পাপের কাজ।

১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০০
156975
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আমি ফিৎনা ছড়াই না,বরং াপ্রিয় সত্য কথা গুলি এভাবে তুলো দরবাে ইনশাআল্লাহ।
আর এর বিনিময়ে আমি আল্লাহর কাছে নেকির আশা রাখি।
১১
217993
০৬ মে ২০১৪ সকাল ০৫:৪৫
টাংসু ফকীর লিখেছেন : মাসে কত পান ইন্ডিয়া থেকে জনাব অপ্রিয় সত্য কথা ভাই?
০৭ মে ২০১৪ রাত ০৮:৩০
166667
অপ্রিয় সত্য কথা লিখেছেন : যে যে কাজ করে ,সবাই কে সমানই মনে করে।
১২
218901
০৮ মে ২০১৪ সকাল ০৮:৫৪
টাংসু ফকীর লিখেছেন : আমি ভাল মানুষ কিন্তু চোর কে চোর বলা যাবেনা? এসব ভন্ডামি ছেড়ে দেন৤ আর মাওলানা মওদূদী (র.) এর একটা পশমের যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দেন নাই৤ আল্লাহর কাছে তওবা করেন এই জন্য যে অল্প বিদ্যার কারনে মানুষকে অপবাদ দেওয়ার জন্য কারণ অপবাদ দেওয়া যিনার চাইতেও অপরাধ৤
০৮ মে ২০১৪ দুপুর ১২:২৭
166850
অপ্রিয় সত্য কথা লিখেছেন : মউদুদী আবার মাওলানা হইলো কবে।তার কয়েকজন ওস্তাদের নাম বলুন।
এ দরনের পূজা ছাড়ুন।সঠিক কুরআন-হাদিসের উপর ফিরে আসুন।
মুসলমান হয়ে মউদুদীর পূজা করা আপনার শোভা পায় না।

কিছু জানা থাকলে কুরআন-হাদিস দিয়ে আমার দেওয়া অপবাদ গুলি খন্ডন করুন। আর না হয় তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান।
১৩
219192
০৮ মে ২০১৪ রাত ০৯:০৪
টাংসু ফকীর লিখেছেন : আপনার সাথে কথা বলা অরণ্য মাত্র ধন্যবাদ
০৮ মে ২০১৪ রাত ০৯:০৬
166999
টাংসু ফকীর লিখেছেন : অরণ্য রোদন
১৪
221298
১৪ মে ২০১৪ সকাল ০৮:৩০
ব১কলম লিখেছেন : `অপ্রিয় সত্য কথা'কে বলছি-
এ দুনিয়ায় আর কোন সমস্যা নাই? মওদুদীই কি একমাত্র সমস্যা?
মওদুদীর বিরুদ্ধে ৫০ বছর ধরে লেখা হচ্ছে, তাতে মওদুদীর জামায়াত কি কমছে না বাড়ছে?
আজ বিশ্বে মুসলমানরা অস্তত্বেের সংকটে ভুগছে । কাফের, মোনাফেক, মোশরেক সব আজ একাট্টা হয়েছে মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দিতে । কিন্তু এ চক্ষুষ্মান অন্ধরা তা দেখছেনা । ওদের জন্যই কি আল্লাহ নাযিল করেছের এ আয়াত
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ أُولَـٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُولَـٰئِكَ هُمُ الْغَافِلُونَ
আর আমি সৃষ্টি করেছি দোযখের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল, শৈথিল্যপরায়ণ।(সূরা আরাফ-১৭৯)
১৪ মে ২০১৪ দুপুর ১২:২৬
168837
অপ্রিয় সত্য কথা লিখেছেন : কাদেয়ানি,শিয়া এ রকম হাজারো বাতিল ফিরকা ব্যাপারে আলেমরা বরাবর সতর্ক করে আসছে।তার পরেও তাদের সংখ্যা কমে নাই।তাই বলে কি লেখা বন্ধ করতে হবে নাকি??

বাসায় মধ্যে যে মুনাফিক ঘাপটি মেরে আছে ,তাকে রেখে সারা দুনিয়ার মুনাফিকদের কিভাবে মুকাবিল করা যায়।

মউদুদীর ব্যাপারে আপনাদের এত এ্যনার্জি কেন? তার অপব্যাখা মূলক লেখা গুলি পরিহাহার করলে সমস্যা কোথায়? কাদেরকে খুশি করার জন্য এগুলো প্রচার প্রসার করা হয়?
১৫
222427
১৭ মে ২০১৪ রাত ১২:০১
ব১কলম লিখেছেন : রাশাদ খলিফার ব্যাপারে মন্তব্য কি?
১৮ মে ২০১৪ বিকাল ০৫:২৩
170389
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদার সাথে আমার কোন দ্বি-মত নাই।কিন্তু মউদুদীর আক্বিদার ব্যাপরে ১০০% দ্বিমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File