ভালোবাসা

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৫ মার্চ, ২০১৪, ০৭:০৫:৫৫ সন্ধ্যা

(১)

এতো ভালোবাসা-বাসি

তবু ভালোবাস‍া নাই

ভালোব‍াসার খোলস পরা

ছলনারই ধুসর ছাই।

Kiss Kiss Kiss

ডানা ভাঙ্গা পাখির মত

ভালোবাসা আজ

মনের আকাশ রাঙায় নাকো

সকাল দুপুর সাঝ।

Kiss Kiss Kiss

আশ্বাস আছে সবার মুখে

বিশ্বাসী জন নাই

বিশ্বাসী এক সুন্দরী মন

বল কোথায় পাই?

২৩ জানুয়ারী ফেবুতে বলেছিলাম ‘ভালোবাসা’ শিরোনামে একটি ধারাবাহিক ছড়া লিখবো কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারনে আর লেখা হয়নি। কালকে পড়তে বসে হঠাৎ কেন জানি আবার লেখা শুরু করলাম। সো আপনাদের জন্য ২য় পর্বসহ। পরবর্তী লিখবো কিনা -তা নির্ভর করবে আপনাদের উৎসাহের উপর...


(২)

ফ্যাশন করে চলে ফিরে

আঁরার পাড়ার বাবলু

ফারিয়া ছেরির প্রেমে পড়ে

হয়ে গেছে হাবলু।

Kiss Kiss Kiss

মোবাইল ফোনে কথা চলে

হয় না কথার শেষ

মান-অভিমান, চুমাচুমির

লেগেই থাকে রেশ।

Kiss Kiss Kiss

ভালোবাসা নয়রে এসব

বুঝলি নারে ছাগলু

ছ্যাকা খেয়ে বাবলু এখন

প্রায় হয়েছে পাগলু।

বিষয়: সাহিত্য

১৩৬৯ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192627
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
ফেরারী মন লিখেছেন : এতো ভালোবাসা-বাসি
তবু ভালোবাস‍া নাই
ভালোব‍াসার খোলস পরা
ছলনারই ধুসর ছাই।

ভালো লাগলো পিলাচ
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
143403
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। ভালোবাসা রইলো এক বালতি, আর বালতিটা নিশ্চয় অপরিমেয়...Broken Heart Broken Heart Broken Heart
192633
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২২
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:০১
143428
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগার জন্য ভালোবাসা রইলো অনেক অনেক বড় বড় দুই বস্তাBroken Heart Broken Heart Broken Heart
192636
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল বাসা থাকলে অবশ্যই ভালবাসা মিলবে।
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:০৭
143432
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এটা কি কইলেন? বাসার বাইরে কি ভালোবাসা নাই। আমাদের দেশের সব ভালোবাসা তো বাসার বাইরে, সীবীচ, পার্ককে দেখবেন ‘সখি ভালোবাসা ‍কারে কই...Tongue Tongue
192639
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
বিন হারুন লিখেছেন : খুব সুন্দর, চলতে থাকুন..... Rose
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:০৯
143433
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দেখি কতটুকু চালাইতে পারি...ভালোবাসা রইলো অনেক বিশাল বিশাল চাইর বস্তাBroken Heart Broken Heart Broken Heart
192643
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালোবাসা বুঝলাম কিন্তু বুঝলাম ছ্যাকা না Love Struck Love Struck
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:১৬
143436
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কি কইতে চায়ছো আমি তো তা বুঝলাম নাTongue Tongue
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:৩২
143438
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালোবাসা বুঝলাম কিন্তু ছ্যাকা বুঝলাম না Tongue Tongue
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:৫৯
143442
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তুমি তো এখনো প্রেমও করতে পার নাই, ছ্যাকা কেমনে বুঝবা? আগে একটা বিয়ে কর, তারপর বউডা ফেলাইয়া যখন দুবাই চইল্লা যাবা তখন বুঝবা....Tongue Tongue Tongue
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:১৭
143459
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Crying Crying Crying
192652
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
হতভাগা লিখেছেন :
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:০০
143443
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হেইডা আমারে কইয়া লাভ কি? আপনার ইয়ারে কন...বহুত ফায়দা হপেTongue Tongue Tongue
192685
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:৪৫
আব্দুল গাফফার লিখেছেন : বাহ! দারুণ Applause Good Luck Good Luck Rose Rose
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:০৩
143444
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ, সাথে চাইরটা বিশাল বস্তার ভালোবাসাBroken Heart Broken Heart Broken Heart Broken Heart
192686
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:৪৬
সিটিজি৪বিডি লিখেছেন : আমি কেন লিখতে পারি না........
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:০৬
143454
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এই কিসিমের ফালতু লেখা আপনি লিখতে চাইছেন.....তাইলে তো আমরা শেষ হয়ে যাবো....Tongue
192705
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:১৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাক্কা ভালা অইছে ভাই, এত সুন্দর এতদিন কই ছিল?
১৬ মার্চ ২০১৪ রাত ১২:২৭
143507
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সব কিছু সবার কাছে ভালা লাগে না ভাই। এতদিনের গুলোও সুন্দর ছিল, হয়তো আপনার কাছে ধরা খায় নাই। যাই হোক আপনার খাঁটি মধুর মত বিশাল বিশাল দুই বস্তা ভালোবাসা
১০
192709
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:২৪
সত্যলিখন লিখেছেন : ভালবাসা হয়ে গেছে বুড়িগঙ্গার বুড়ির বুকের জল,
যার দুর্গন্ধে প্রতিদিন মরি মরি বলে বলে,
খেয়া পারাপারের সকলে ফেলে চোখের জল,

পবিত্র ভালবাসা ছিল পদ্মপুকুরের পদ্মফুল,
সেই ভালবাসার খোজে আজও কান্দে মানবকুল।।
১৬ মার্চ ২০১৪ রাত ১২:২৯
143508
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : না ভাই, সেই ভালোবাসা এখনো আছে...চাইরপাশে চাইয়া দেহেন পাইয়া যাবেন, এই তো আমি আপনারে দিলাম দশ বালতি বড় বড় ভালোবাসা
১৬ মার্চ ২০১৪ রাত ১০:১৬
143887
সত্যলিখন লিখেছেন : আমার সাহেবের হৃদয়ে আমি খুজে পেয়েছি সেই পদ্মপুকুর আর লালপদ্ম ।তাই কার জন্য রাখা আপনার বালতির জমানো বাসি ভালবাসা আমার দরকার নেই ।
১৭ মার্চ ২০১৪ দুপুর ১২:০৬
144109
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমার দাদিটারে আমিতো চিনতে ভুল করে ফেলেছি...ইশ্ এমন ‍জায়গায় কেন ভুলটা হয়ে যায়? (দাদি স---রি)
এগুলো বাসি না, আমার হৃদয়ে বালতিতে জমানো তাজা ভালোবাসা। আমার হৃদয়ের বিন্দুতে সূপ্ত আছে সিন্ধু পরিমাণ ভালোবাসা। আপনি না নিলে সব আপনার নাতনিকে দিয়েন...হা হা হা
১১
192759
১৬ মার্চ ২০১৪ রাত ১২:১২
মাটিরলাঠি লিখেছেন : ছড়া-কবিতা খুব একটা বুঝিনা। আপনারটা বুঝতে পারছি। Happy
১৬ মার্চ ২০১৪ রাত ১২:৩১
143509
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি এখনো বড় ছড়াকার হয়নি তো তাই, না বুঝেন মত লিখতে পারি না। আপনাকে অনেক ধন্যবাদ, এক দরিয়া ভালোবাসা আপনার জন্য
১২
192799
১৬ মার্চ ২০১৪ রাত ০২:৫৮
ভিশু লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Broken Heart Broken Heart Broken Heart
Love Struck Love Struck Love Struck
Rose Rose Rose
১৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৭
143638
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৩
192813
১৬ মার্চ ২০১৪ রাত ০৪:২১
প্যারিস থেকে আমি লিখেছেন : যত ভালবাসা বাড়বে তত মৃত্যু হার বাড়বে।
১৭ মার্চ ২০১৪ সকাল ১১:৪৭
144097
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : জটিল সমীকরণ, ঠিক মত উপলব্ধি করতে পারছি না।
১৪
192965
১৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪১
নতুন মস লিখেছেন : সব ভালবাসা গান গল্পে আর কবিতায় ঢুকে পড়ছে তাই ভালবাসা আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
১৭ মার্চ ২০১৪ সকাল ১১:৫৫
144100
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কি বলেন খুঁজে পাওয়া যাচ্ছে, গান কবিতার মধ্যে খুঁজে দেখেন, অবশ্যই পাবেন...হা হা হা। আর আপনার হৃদয়ের নিভৃত স্থানটিতেও নিশ্চয় অনেক ভালোবাসা আছে...
১৫
194914
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:৫৯
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : এইসব কি ভাই? Hypnotised Hypnotised At Wits' End At Wits' End
১৯ মার্চ ২০১৪ রাত ১১:২৮
145378
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তাই তো...আসলে এসব কি হচ্ছে...
১৬
196005
২২ মার্চ ২০১৪ সকাল ০৯:০১
আওণ রাহ'বার লিখেছেন : নাইরা একবার বেলতলায় যায়
আর পাগলুরা বারবার ছ্যাকা খায়।
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২২
146361
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হুম ঠিকই বলেছেন। ছ্যাকা খেয়ে কেউ এখন মজনু হয় না, সবাই পাগলু-২ হয়ে যায়। আর পাড়ায় পাড়ায় এসব পাগলুদেরও এখন অভাব নাই। অনেক ধন্যবাদ কমেন্টের জন্যLove Struck Love Struck Love Struck
১৭
206465
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৬
অজানা পথিক লিখেছেন : আ... হা হা হা
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৮
156084
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আ হাহাহা করেন ক্যা? আপনার খবর কম ক্যান?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File