আন্তর্যাতিক মাতৃভাষা দিবসঃ টুডেব্লগ, ব্লগারদের দৃষ্টি আকর্ষণ
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৩:২৪ সকাল
২১ ফেব্রুয়ারি________
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি(৮ফাল্গুন) বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলার ছাত্র-শিক্ষক-কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের দামাল জনাতারা পাকিস্তান সরকারের হটকারী সিন্ধান্তের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ ব্যানার ফেস্টুন নিয়ে সাহসী মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলি চালায়। শহিদ হয় রফিক, শফিক, সালাম, জব্বারসহ অসংখ্য বীর সন্তান। এ ইতিহাস আমাদের সবার জানা। সো আমি চর্বিত চর্বন করবো না।
যেটা বলতে চাই_________
বাংলাদেশের ব্লগের ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী ব্লগ হচ্ছে বিডি টুডেব্লগ। অনেকবার সরকার এটিকে বন্ধ করে দিতে চাইলেও, বাকশালী সরকারের সকল অপচেষ্টাকে ব্যর্থ করে টুডে ব্লগ তার যাত্রা অব্যাহত রেখেছে। এ জন্য সাহসী মডুরা অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য, আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন।
কিন্তু
আজকের এই মহান দিনে, বাংলাদেশীদের এমন এক আত্মত্যাগের দিনে কি সম্পাদকের পক্ষ থেকে কোন বিশেষ কিছু করার ছিল না? অন্তত একটি সম্পাদকীয় পোস্টও কি দেওয়া যেত না? এ ক্ষেত্রে ব্লগার ভাইদের মতামত আশা করছি। আশা করছি সবাই মতামত দিবেন। বাংলাভাষা আমাদের প্রাণের ভাষা। বাংলাদেশের সর্বস্তরে বাংলাভাষা হোক সার্বজনীন। আমাদের ভাষা শহিদদেরকে মহান আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস দান করেন আমীন।
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন