মনে পড়ে সেই উচ্ছল দিন গুলোর কথা...

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১০:২৫ সকাল



ছাত্র যামানায় ঘোড়ার প্রতি এক অন্য ধরণের আকর্ষণ ছিলো। এর কারণ হলো জিহাদে ঘোড়ার ব্যবহারের কারণে ঘোড়ার প্রতি প্রিয়নবী সা. এর অসংখ্য হাদীস ও এর ফজীলতের কথা।

রাসূল সা. তাঁর হাদীসের মাঝে বলেছিলেন,

وعن عروة البارقي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: الخيل معقود في نواصيها الخير إلى يوم القيامة الأجر والمغنم: متفق عليه

হযরত উরওয়াতুল বারিকী রা. থেকে বর্ণিত, প্রিয়নবী সা. বলেন, ঘোড়ার ললাটে কিয়ামত পর্যন্ত কল্যাণ লিখে দেয়া হয়েছে। (আর তা হচ্ছে উত্তম প্রতিদান, গণীমত।)" (বুখারী ও মুসলিম)

মালিবাগ মাদ্রাসায় পড়া অবস্থায় বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে গিয়ে সুযোগ হয়েছিলো সামান্য ভাড়ায় কিছু সময় ঘোড়ার পিঠে ওঠার। আহ্ সে কি আনন্দের ছিলো সময়টি।

স্মরণ করছি সেই সময়ের কাছের বন্ধু, মালিবাগ জামিয়ার কৃতি সন্তান আশিকুর রহমান, মাসুম বিল্লাহ ফিরোজী, জালাল উদ্দীন, হাদীদুর রহমান, নাসিরভাইসহ আমাদের ব্যাচের ছাত্র ভাইদেরকে।

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180190
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আপনার লেখাটি পড়ে মনে পড়ে গেল সেই ছোট্ট বেলার স্কুল ফাকি দেয়ার খতা!
180200
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৩
সজল আহমেদ লিখেছেন : আহা!
180243
২১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওহ!!!
ঘোড়ায় চড়া এখনও একটি ভাল ব্যায়াম এবং ক্রিড়া। দুঃখের বিষয় বাংলাদেশে কোন হর্সরাইডিং ক্লাব নাই। তবে উত্তর বঙ্গে ও ময়মনসিংহ অঞ্চলে এখনও ঘোড়ার বেশ চল আছে।
180255
২১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৭
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
এখন আর ঘোড়ার চল নাই । এখন আমাদের শিখতে হবে অত্যাধুনিক গাড়ি ও প্লেন চালানো। তবে ঘোড়ায় চড়া রোমান্চকর এক অভিজ্ঞতা ।
180493
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ঘোড়ায় ছড়িয়া মর্দ হাটিয়া চলিল।
193163
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:০২
মদীনার আলো লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File